/indian-express-bangla/media/media_files/2025/09/03/ssc-cgl-exam-2025-09-03-15-26-35.jpg)
SSC CGL Exam: এসএসসির এক শিফটের পরীক্ষা।
SSC CGL Exam: স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৫ সালের সম্মিলিত পরীক্ষা (SSC CGL 2025) নিয়ে প্রার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে। এবারের পরীক্ষায় মূল লক্ষ্য থাকবে ন্যায়সংগত ব্যবস্থা এবং প্রার্থীদের সুবিধা। আগে SSC CGL পরীক্ষাটি একাধিক শিফটে হত এবং ভিন্ন শিফটে ভিন্ন প্রশ্নপত্র থাকত। এর ফলে অনেকসময় প্রক্রিয়ার প্রয়োজন হত, যা নিয়ে প্রার্থীরা প্রশ্ন তুলতেন। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিচ্ছে কমিশন। SSC চেয়ারম্যান এস. গোপালকৃষ্ণন জানিয়েছেন, SSC CGL 2025 পরীক্ষা এক শিফটেই হবে এবং সব পরীক্ষার্থীর জন্য থাকবে একই প্রশ্নপত্র।
অভিযোগ এবং তার প্রতিবিধান
আগের পরীক্ষায় অনেক প্রার্থী অভিযোগ করেছিলেন যে তাঁদের কেন্দ্র অনেক দূরে পড়ে, ফলে যাতায়াতে সমস্যা হচ্ছিল। এবার SSC ঘোষণা করেছে, প্রার্থীদের কেন্দ্র বরাদ্দ করা হবে নিবন্ধিত ঠিকানার ১০০ কিলোমিটারের মধ্যে। চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে প্রায় ৮০% প্রার্থীকে নিকটবর্তী কেন্দ্র দেওয়া হয়।
আরও পড়ুন- ৬ ঘণ্টার সার্জারিতে শিশুর জীবন রক্ষা, কে এই ভাইরাল চিকিৎসক?
নতুন ব্যবস্থায় এটি বেড়ে দাঁড়াবে ৯০%-এর বেশি। পূর্ববর্তী সেশনে আধার যাচাইকরণে দেরি, অনলাইন সিস্টেমে সমস্যা এবং দূরবর্তী কেন্দ্রের কারণে অনেক ভোগান্তি হয়েছিল। এবার কমিশন সেসব সমস্যা কাটিয়ে পরীক্ষাটি আরও মসৃণভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
আরও পড়ুন- সিএ পরীক্ষা স্থগিত! আলোড়ন ফেলা সিদ্ধান্ত ICAI-এর
এবার থেকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব সরাসরি SSC নিজের হাতে রাখবে। এর ফলে মান বজায় থাকবে, প্রশ্নপত্রে বৈচিত্র্য থাকবে এবং লিকেজ বা গোপনীয়তা নিয়ে কোনও সমস্যা হবে না। এর ফলে পরীক্ষায় ন্যায্যতা নিশ্চিত হবে, সকল প্রার্থী একই শিফটে পরীক্ষা দেবেন, নর্মালাইজ করার ঝামেলা থাকবে না, যাতায়াতে সময় ও খরচ বাঁচবে এবং মানসম্মত প্রশ্নপত্রের নিশ্চয়তা থাকবে।
আরও পড়ুন- ভিসার খুবই কড়াকড়ি, আমেরিকায় ভারতীয় পর্যটকের সংখ্যা হুড়মুড়িয়ে কমল
SSC CGL দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষা। লাখ লাখ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এত বেশিসংখ্যক পরীক্ষার্থীর জন্য একইসঙ্গে পরীক্ষা আয়োজন করা চ্যালেঞ্জ হলেও, ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনায় এটি সম্ভব হচ্ছে।
আরও পড়ুন- জিএমপির পতনে শঙ্কা, তবুও ব্যাপক চাহিদা আমান্টা আইপিওর
SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে। অ্যাডমিট কার্ডে সেন্টারের ঠিকানা ভালোভাবে দেখে আগে থেকে যাতায়াত পরিকল্পনা করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী সবার জন্য এক শিফটে পরীক্ষা হবে বলে পড়াশোনায় ফোকাস রাখতে হবে। SSC-এর এই উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। এক শিফটের মাধ্যমে সমতা আসবে এবং নিকটবর্তী সেন্টার থাকায় ঘোরাঘুরির ঝামেলা কমবে। ফলে SSC CGL 2025 হবে আরও স্বচ্ছ, সহজ এবং ন্যায্য।