/indian-express-bangla/media/media_files/2025/08/30/f1-visa-rules-2025-08-30-15-33-28.jpg)
F1 Visa Rules: মার্কিন F-1 ভিসার নতুন নিয়ম।
F1 Visa Rules: মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে প্রতিবছর কয়েক হাজার ভারতীয় শিক্ষার্থী F-1 ভিসার জন্য আবেদন করেন। তবে সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্র বিভাগ (DHS) নতুন নিয়ম আনতে চলেছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় চ্যালেঞ্জের দিকে ঠেলে দেবে। বিশেষত ভারতীয় শিক্ষার্থীদের জন্য এই নিয়মগুলো আরও কঠিন হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে।
ভিসার নতুন নিয়ম
আগে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ভর্তি হওয়ার পর ইচ্ছামতো কোর্স বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে পারতেন। কিন্তু নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা প্রথম বর্ষ শেষ না হওয়া পর্যন্ত কোনও কোর্স বা বিশ্ববিদ্যালয় বদলাতে পারবেন না। অর্থাৎ, যদি কেউ প্রথম বছরেই বুঝতে পারেন যে অন্য কোনও বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম তাঁর জন্য উপযুক্ত, তবুও তিনি বদলাতে পারবেন না।
আরও পড়ুন- AI- দিয়ে সজ্জিত স্মার্ট চশমা নিয়ে এসেছে jio! ফটো-ভিডিওর সঙ্গে পাবেন কলিং ফিচারও, দাম কত?
শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, প্রোগ্রাম বা মেজর পরিবর্তনেও আসছে কঠোরতা। নতুন নিয়মে বলা হয়েছে, স্নাতক পর্যায়ে F-1 ভিসাধারীরা ভর্তি হওয়ার পর মেজর পরিবর্তন করতে পারবেন না। একইভাবে, স্নাতকোত্তর শিক্ষার্থীরাও একটি নির্দিষ্ট পর্যায় সম্পূর্ণ না করে নতুন প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
আরও পড়ুন- স্বপ্নে জেল, পুলিশ দেখার অর্থ কী? বাস্তবে এর শুভ-অশুভ প্রভাব সম্পর্কে জানুন
যারা একই ভিসার মাধ্যমে দ্বিতীয় ডিগ্রি করতে চাইতেন, তাঁদের জন্যও আসছে নতুন বিধিনিষেধ। এবার থেকে দ্বিতীয় ডিগ্রি অর্জন করতে হলে শিক্ষার্থীদের নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। এর ফলে সময়, খরচ ও প্রশাসনিক ঝামেলা তিনই বাড়বে। এখনও পর্যন্ত শিক্ষার্থীদের ভিসার মেয়াদ নির্ধারিত হত তাঁদের প্রোগ্রামের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে। কিন্তু, নতুন কাঠামোতে শিক্ষার স্তরের ওপর নির্ভর করে নির্দিষ্ট মেয়াদে F-1 ভিসা দেওয়া হবে। ফলে দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও একাধিকবার ভিসা নবীকরণ করতে হতে পারে।
আরও পড়ুন- শাস্ত্রমতে এই তিথিতেই গণেশের বিসর্জন, ৬ না ৭ সেপ্টেম্বর, কবে অনন্ত চতুর্দশী?
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (Optional Practical Training, OPT) অত্যন্ত জনপ্রিয়। এটি তাদেরকে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে কিছুদিন কাজ করার সুযোগ দিচ্ছিল। কিন্তু, নতুন নিয়মে OPT-পরবর্তী গ্রেস পিরিয়ড কমিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে, যা চাকরির খোঁজে থাকা শিক্ষার্থীদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন- ৩০ নাকি ৩১ আগস্ট, কবে রাধাষ্টমী? জানুন শুভ মুহূর্ত ও ব্রতের মাহাত্ম্য
F-1 ভিসার আবেদন প্রক্রিয়া এখন আরও কঠোর হবে। USCIS কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীর ব্যক্তিগত আচরণ, অভিবাসন ইতিহাস, পারিবারিক পটভূমি এবং কোনও সন্ত্রাসবাদী বা আমেরিকা-বিরোধী মতাদর্শের সঙ্গে সম্পর্ক আছে কি না তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে হবে। যদি কোনও শিক্ষার্থী সন্ত্রাসবাদী সংগঠনের প্রতি সমর্থন, অনুমোদন বা প্রচার করেন বলে সন্দেহ হয়, তাহলে তাঁর ভিসা প্রত্যাখ্যাত বা বাতিল হতে পারে।
ভারতীয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ছাত্রদের একটি বড় অংশ। এই নতুন নিয়ম কার্যকর হলে শরৎকালীন সেশনে ভর্তি হতে চাওয়া কয়েক হাজার ভারতীয় শিক্ষার্থীর ওপর এর প্রভাব পড়বে। বিশেষত, যাঁরা কোর্স বা বিশ্ববিদ্যালয় পরিবর্তনের কথা ভাবছিলেন, তাঁদেরকে এই নিয়ম বিপাকে ফেলবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে F-1 ভিসার এই নতুন নিয়মগুলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়াশোনা এবং কেরিয়ারের পথ আরও জটিল করে তুলতে পারে। যদিও সরকার নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণের যুক্তি দেখাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উদ্বেগ বাড়ছে। তাই যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাঁদের এখন থেকেই নতুন নিয়মগুলো মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া উচিত।