Jio Frames: AI- দিয়ে সজ্জিত স্মার্ট চশমা নিয়ে এসেছে jio! ফটো-ভিডিওর সঙ্গে পাবেন কলিং ফিচারও, দাম কত?

Jio Frames: রিলায়েন্স জিও ভারতে নিয়ে এল AI-সজ্জিত স্মার্ট চশমা Jio Frames। ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, লাইভ স্ট্রিমিং, কলিং ফিচারসহ আসছে এই স্মার্ট গ্লাস। বিস্তারিত জেনে নিন।

Jio Frames: রিলায়েন্স জিও ভারতে নিয়ে এল AI-সজ্জিত স্মার্ট চশমা Jio Frames। ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, লাইভ স্ট্রিমিং, কলিং ফিচারসহ আসছে এই স্মার্ট গ্লাস। বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio Frames

Jio Frames: জিও ফ্রেমস।

Jio Glass: রিলায়েন্স জিও তাদের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (AGM 2025)-এ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ করল Jio Frames নামের নতুন স্মার্ট চশমা। এটি একটি AI-ক্ষমতাসম্পন্ন স্মার্ট গ্লাস, যার সাহায্যে ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, কলিং, লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে গান শোনা পর্যন্ত সব সুবিধা পাওয়া যাবে। জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি এই স্মার্ট গ্লাস উন্মোচন করেছেন। কোম্পানি দাবি করেছে, এই পণ্যটি ভারতীয়দের কাজ, শিক্ষা এবং বিনোদনের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Advertisment

জিও ফ্রেমসের প্রধান বৈশিষ্ট্য

HD ক্যামেরা – ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিং করার সুবিধা। লাইভ স্ট্রিমিং – সরাসরি লাইভে যাওয়ার সুযোগ। Jio Cloud Store – ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে সংরক্ষণ। অডিও ফিচার – ওপেন ইয়ার স্পিকার দিয়ে গান, পডকাস্ট শোনা এবং কলিং ফিচার। AI Voice Assistant – প্রশ্ন করলে সরাসরি উত্তর দেওয়ার সুবিধা। মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট – অনেক ভারতীয় ভাষায় কাজ করবে।

আরও পড়ুন-  চাঙ্গা বাজারে তুঙ্গে উত্তেজনা! কবে আসছে jio IPO? আম্বানির বিরাট ঘোষণায় শোরগোল

Advertisment

এবং

আরও পড়ুন- ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন কীভাবে? জানুন আয়ের সহজ টিপস

এই স্মার্ট গ্লাস শুধুমাত্র ছবি বা ভিডিও তোলার জন্যই নয়, বরং অফিস মিটিং, অনলাইন ক্লাস, লাইভ সেশন কিংবা ভ্রমণের সময়ও দারুণ কাজ করবে। গান এবং পডকাস্ট শোনার সুবিধার কারণে এটি একটি অল-ইন-ওয়ান গ্যাজেট হিসেবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হতে পারে। বর্তমানে স্মার্ট গ্লাস মার্কেটে মেটার Ray-Ban Glasses যথেষ্ট জনপ্রিয়। তবে জিও ফ্রেমস অনেকটা সাশ্রয়ী দামে ভারতীয় গ্রাহকদের জন্য তৈরি করেছে এই গ্লাস। ফলে এটি বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।

আরও পড়ুন-প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! পুজোর আগে বাম্পার অফারে তোলপাড় ফেলল এই সংস্থা

এবং

আরও পড়ুন- BSNL-এর ধুঁয়াধার অফার! ঘুম উড়ল Jio-Airtel-এর! ৩ মাসের জন্য বিনামূল্যে কী কী পরিষেবা?

একই ইভেন্টে জিও তাদের নতুন AI-ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট Ria চালু করেছে, যা JioHotstar অ্যাপে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু ভয়েস কমান্ড দিয়েই তাদের পছন্দের সিনেমা, সিরিজ বা ক্রিকেট ম্যাচ খুঁজে বের করতে পারবেন। জিও এখনও অফিসিয়ালি দাম ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে, জিও ফ্রেমসের দাম মেটার Ray-Ban Glasses-এর তুলনায় অনেকটাই কম হবে। শিগগিরই এটি ভারতীয় বাজারে পাওয়া যাবে। জিওর দাবি, Jio Frames শুধুমাত্র একটি স্মার্ট চশমা নয়, বরং এটি ভবিষ্যতের AI গ্যাজেটের দিকে ভারতের বড় পদক্ষেপ। কাজ, বিনোদন এবং যোগাযোগ—সব কিছু মিলিয়ে এটি সাধারণ মানুষের কাছে সহজলভ্য হলে ভারতীয় প্রযুক্তিতে নতুন বিপ্লব ঘটবে।

glass jio