/indian-express-bangla/media/media_files/2025/08/30/ananta-chaturdashi-2025-08-30-11-44-52.jpg)
Ananta Chaturdashi: অনন্ত চতুর্দশী।
Ananta Chaturdashi Pujo: হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব অনন্ত চতুর্দশী প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে পালিত হয়। এই দিনেই শেষ হয় ১০ দিনের মহাগণেশ উৎসব। গণেশ চতুর্থী থেকে শুরু হয়ে অনন্ত চতুর্দশীতে ভক্তরা ভগবান গণেশকে বিদায় জানান। শুধু তাই নয়, এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ পূজারও চল রয়েছে।
বৈদিক তিথি অনুসারে, অনন্ত চতুর্দশী তিথি ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর ভোর ৩ টে ১৫ মিনিটে শুরু হবে। শেষ হবে ৭ সেপ্টেম্বর ভোর ১টা ৪২ মিনিটে। যেহেতু ৬ সেপ্টেম্বর উদয় তিথি, তাই এই দিনে অনন্ত চতুর্দশী পালিত হবে। যার অর্থ, এবছর অনন্ত চতুর্দশী ৬ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে, গণেশ বিসর্জনের শুভ মুহূর্তগুলো হল- সকাল ৭টা ৩৫ থেকে ৯টা ১১, দুপুর ১টা ৫৩ থেকে ৩টে ২৯, বিকেল ৩টে ২৮ থেকে ৫টা ০৪, সন্ধ্যা ৬টা ৩৮ থেকে ৮টা ০৪। ভক্তরা এই সময়ের মধ্যে যে কোনও মুহূর্তে গণেশ বিসর্জন দিতে পারেন।
আরও পড়ুন- ৩০ নাকি ৩১ আগস্ট, কবে রাধাষ্টমী? জানুন শুভ মুহূর্ত ও ব্রতের মাহাত্ম্য
অনন্ত চতুর্দশীর দিন শুধু গণেশ বিসর্জনই নয়, ভগবান বিষ্ণুরও বিশেষ পূজা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে অনন্ত দেবের পূজা করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে এবং দাম্পত্য জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই দিনে অনন্ত সূত্র বাঁধার বিশেষ প্রথা রয়েছে। অনন্ত সূত্র হল এক লাল রঙের পবিত্র সুতো, যাতে মোট ১৪টি গিঁট দেওয়া থাকে। প্রতিটি গিঁট মহাবিশ্বের ১৪টি জগতের প্রতীক। ভক্তরা এই অনন্ত সূত্র হাত বা বাহুতে বেঁধে অনন্ত বিষ্ণুর কৃপা কামনা করেন।
আরও পড়ুন- বিশ্বখ্যাত বাঙালি ধর্মগুরু! বহু রাষ্ট্রনেতা ছিলেন শিষ্য, এই দিনে প্রয়াত হন মোহনানন্দ ব্রহ্মচারী
পুরাণে উল্লেখ আছে যে বনবাসের সময় পাণ্ডবরাও অনন্ত চতুর্দশীর ব্রত পালন করেছিলেন। এর পরেই তাদের দুঃখ-কষ্টের অবসান ঘটে। সেই থেকে এই দিনকে অত্যন্ত শুভ ও পবিত্র মনে করা হয়। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক-সহ ভারতের বিভিন্ন জায়গায় ভক্তরা বিরাট উৎসাহের সঙ্গে গণেশ উৎসব পালন করছেন। এই উৎসবে ১০ দিন ভগবান গণেশকে গৃহে বা মণ্ডপে পূজা করার পর অনন্ত চতুর্দশীতে তাঁকে বিদায় জানানো হয়। বাপ্পাকে বিদায় জানানোর সময় ভক্তরা বলেন– 'আসছে বছর আবার হবে।'
আরও পড়ুন- মেডিক্লেম রিনিউ করার আগে এগুলো অবশ্যই জানুন, না হলে পস্তাবেন!
অনন্ত চতুর্দশী পালনের উপকারিতা
আরও পড়ুন- 'পাকিস্তানের চর'! স্টিফেন হাউস প্রচার, জানুন অতুল্য ঘোষের অন্য লড়াই
অনন্ত চতুর্দশী পালনের বেশ কিছু উপকারিতা রয়েছে। এই তিথি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। পরিবারে শান্তি এবং সমৃদ্ধি আসে। গুরু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। বিবাহিত জীবনে মধুরতা বৃদ্ধি পায়। সাংসারিক বাধা দূর হয়।