/indian-express-bangla/media/media_files/2025/09/08/adani-power-2025-09-08-11-10-55.jpg)
Adani power: বিদ্যুৎ ক্ষেত্রের খোলনলচে বদলে দিতে চলেছে এই বিনিয়োগ।
Adani power share price: ভারতের বিদ্যুৎ খাত আগামী দশকে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। দেশের অন্যতম সেরা শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)-র নেতৃত্বাধীন আদানি গ্রুপ বিদ্যুৎ উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং শক্তি সঞ্চালন নেটওয়ার্কে বিশাল বিনিয়োগের কথা ঘোষণা করেছে।
এই গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ অর্থবছরের মধ্যে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় টাকায় আনুমানিক ৫২,৮৫৪৫৪,০০,০০০) বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য— পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎপাদন বাড়ানো, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দ্বিগুণ করা, সারা দেশে সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক আরও শক্তিশালী করা।
আরও পড়ুন- নেহরুকে পস্তাতে হয়েছে, ৬২-তে চিনের কীর্তি মোদীর কাছেও বিরাট শিক্ষা!
আদানি পাওয়ারের লক্ষ্য
আদানি পাওয়ারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে তাদের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ গিগাওয়াটে উন্নীত করা। বর্তমানে ২০২৫ সালের হিসেবে এ ক্ষমতা মাত্র ১৪.২ গিগাওয়াট। এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। আদানি গ্রিন এনার্জি লিমিটেড (AGEL) ইতিমধ্যেই সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পে এগিয়ে আছে। কোম্পানিটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণেও জোর দিয়েছে।
আরও পড়ুন- বিশ্বাস করুন ছাই না করুন, শাস্ত্র বলে চন্দ্রগ্রহণের পর এই ৭ জিনিস করা উচিত!
আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL) এর মাধ্যমে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ক্ষমতা তৈরিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার খরচ করবে গ্রুপ। বর্তমানে সারা দেশে ১৯,২০০ কিমি ট্রান্সমিশন লাইন রয়েছে। ২০৩২ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ৩০,০০০ কিমিতে পৌঁছবে। AESL কেবল বিদ্যুৎ বিতরণেই সীমাবদ্ধ নয়। স্মার্ট মিটারিং, কুলিং সলিউশনস এবং নতুন প্রজন্মের এনার্জি টেকনোলজি নিয়েও কাজ করছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।
আরও পড়ুন- সব প্রক্রিয়াজাত খাবারই ক্ষতিকর নয়, জেনে নিন কোনগুলি নিরাপদ!
যদিও পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে, তবুও ভারতের শক্তি খাতে কয়লা এখনও মেরুদণ্ডের ভূমিকা পালন করে চলছে। আদানি পাওয়ার জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী কয়েক বছরে ৮০ গিগাওয়াট অতিরিক্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হবে। ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বিদ্যুৎ বাজারগুলির মধ্যে অন্যতম। ২০২৫ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৭৫ গিগাওয়াট। ২০৩২ সালে তা বেড়ে ১,০০০ গিগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য খাতেই ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।
আরও পড়ুন-বিশ্বকর্মা পুজো থেকে সুফল চান? এই নিয়মগুলি মানতে হবে কিন্তু!
আদানি গ্রুপের এই মেগা পরিকল্পনা শুধু একটি ব্যবসায়িক পদক্ষেপই নয়, বরং ভারতের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌর, বায়ু, কয়লা এবং সঞ্চালন নেটওয়ার্ক—সব ক্ষেত্রেই বিনিয়োগ বাড়িয়ে ভারতকে বিশ্বের শক্তিধর বিদ্যুৎ বাজার হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য বলে আদানি গ্রুপ জানিয়েছে।