H-1B Visa Return: H-1B ভিসাধারী ও NRI-দের জন্য ভারতে ফেরার দুর্দান্ত গাইড, দেখুন চূড়ান্ত নির্দেশিকা

H-1B Visa Return: H-1B ভিসাধারী ও NRI-দের অর্থ স্থানান্তর, কর, NRE/NRO অ্যাকাউন্ট, রিয়েল এস্টেট বিনিয়োগ এবং নথিপত্র আপডেটের সঠিক নিয়মকানুন জানুন এক জায়গায়।

H-1B Visa Return: H-1B ভিসাধারী ও NRI-দের অর্থ স্থানান্তর, কর, NRE/NRO অ্যাকাউন্ট, রিয়েল এস্টেট বিনিয়োগ এবং নথিপত্র আপডেটের সঠিক নিয়মকানুন জানুন এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
New Update
H-1B Visa Return

H-1B Visa Return: H-1B ভিসা রিটার্ন গাইড।

H-1B Visa Return: বিদেশে দীর্ঘদিন চাকরি বা ব্যবসার পর অনেক ভারতীয় আবার স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের H-1B ভিসাধারী ভারতীয়রা চাকরির অনিশ্চয়তা, অভিবাসন নীতি কঠোর হওয়া এবং বাড়তি জীবনযাত্রার ব্যয় দেখে দেশে ফেরার পরিকল্পনা করছেন। কিন্তু, দেশে ফেরার সঙ্গেই কর, ব্যাংকিং এবং নথিপত্র সংক্রান্ত নানা পরিবর্তনের মুখোমুখি হতে হচ্ছে। এই গাইডে থাকছে সেসব বিষয়ের সহজ ব্যাখ্যা।

কখন রেসিডেন্ট ধরা হবে?

Advertisment

ভারতে আপনার কর স্ট্যাটাস নির্ভর করবে আপনি কতদিন এখানে অবস্থান করছেন তার ওপর। এক আর্থিক বছরে ১৮২ দিনের বেশি থাকলে আপনাকে রেসিডেন্ট ধরা হবে। বিশেষ শর্তে ৬০ দিনের বেশি বা গত ৪ বছরে ৩৬৫ দিন থাকলেও বাসিন্দা ধরা হবে। দেশে ফেরার প্রথম এক-দুই বছরে অনেক NRI RNOR স্ট্যাটাসে পড়েন। এই সময়ে কেবল ভারতে অর্জিত আয়ের ওপর কর দিতে হয়। বিদেশে রাখা সঞ্চয় বা অ্যাকাউন্ট থেকে আয় করমুক্ত থাকে। ফলে, ফান্ড ট্রান্সফার বা ইনভেস্টমেন্টে অযথা চাপ পড়ে না। 

আরও পড়ুন- আজ খুলেছে বিক্রম সোলার আইপিও, জিএমপির ইঙ্গিতে আনন্দে লাফাচ্ছেন ক্রেতারা

এবং

Advertisment

আরও পড়ুন- ভারতে মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go সাবস্ক্রিপশন লঞ্চ, GPT-5 অ্যাক্সেস ও বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা

NRE, NRO ও RFC অ্যাকাউন্ট নিয়ম হল- NRE Account দেশে ফেরার পর রাখা যায় না, এটিকে Resident Account বা RFC Account-এ রূপান্তর করতে হয়। NRO Account ভারতে থাকা আয়ের ভাড়া, সুদ ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। RFC Account হলো বিশেষ সুবিধা, যেখানে ডলার বা পাউন্ড রেখে পরে প্রয়োজনে টাকায় রূপান্তরিত করা যায়। ভারতে ফিরেই আপনার PAN কার্ডে Residential Status আপডেট করা দরকার। একইসঙ্গে Aadhaar ও PAN লিংক করা বাধ্যতামূলক। যদি তথ্যের অমিল থাকে তবে কর রিটার্ন দাখিলে সমস্যা হবে।

আরও পড়ুন- কারা ভারতের সেরা ১০ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? তালিকা দেখলে চমকে উঠবেন!

এবং

আরও পড়ুন- অভিবাসনের জন্য দিতে হবে সঠিক ফাইলিং ফি, না-হলেই আবেদন ফেরাবে আমেরিকা

NRI/OCI হিসেবে কৃষি জমি কেনা যায় না। আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কেনা সম্ভব। সম্পত্তি বিক্রির অর্থ ফেরত নিতে RBI-এর নির্দিষ্ট নিয়ম মানতে হয়। তাই কর রেসিডেন্সি বুঝে পরিকল্পনা করুন। ব্যাংক অ্যাকাউন্ট ও KYC আপডেট করুন। বিদেশি সম্পত্তি বা সঞ্চয়ের জন্য DTAA সুবিধা ব্যবহার করুন। PAN-Aadhaar সবসময় ঠিকমতো লিংক করুন। সঠিক পরিকল্পনা থাকলে, H-1B ভিসা নিয়ে আমেরিকায় থেকে যাওয়ার চেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত হবে অনেক সহজ, ঝামেলামুক্ত।

H-1B Visa Return