/indian-express-bangla/media/media_files/2025/08/18/us-visa-2025-08-18-17-12-59.jpg)
US Visa: ফি সম্পর্কে বেশ কড়া অবস্থান নিয়েছে আমেরিকা।
US Visa: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ২১ আগস্ট ২০২৫ থেকে, সঠিক ফাইলিং ফি ছাড়া জমা দেওয়া কোনও অভিবাসন ফর্ম গ্রহণ করা হবে না। অর্থাৎ, যদি আবেদনকারী যথাযথ ফি না দেন, তবে তার আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হবে।
কেন এই নতুন নিয়ম কার্যকর হল?
জুলাই ২০২৫-এ, USCIS ফেডারেল রেজিস্টারে একটি নোটিশ জারি করে। যেখানে HR-1 Reconciliation Bill-এর অধীনে নতুন ফি-সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। এর অংশ হিসেবে ৩১ জুলাই ২০২৫-এ প্রকাশিত Form G-1055 (Fee Schedule)-এর নতুন সংস্করণে অতিরিক্ত বায়োমেট্রিক ফি এবং কিছু বিশেষ ফর্মের জন্য বাড়তি চার্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন- প্রতিদিন চোখের নীচে লাগান টমেটো জুস, উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন!
নতুন নিয়ম অনুসারে ২২ জুলাই ২০২৫ থেকে পোস্টমার্ক করা যে কোনও ফর্ম-এ নতুন ফি জমা দিতে হবে। ২১ আগস্ট ২০২৫ এর পর জমা দেওয়া ফর্ম যদি ভুল ফি বা ফি ছাড়া হয়, তাহলে তা প্রত্যাখ্যান করা হবে। সব ধরনের অভিবাসন ফর্ম যেমন- Form I-765 (কর্মসংস্থান অনুমোদনের আবেদন/EAD), পরিবার পুনর্মিলন টাস্ক ফোর্স (FRTF)-এর আওতাধীন আবেদন, আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে এই বার্ষিক ফি জমায় বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- জিএসটি রেট কমার সম্ভাবনা, শেয়ারবাজারে রেকর্ড জাম্প
USCIS স্পষ্ট করে জানিয়েছে যে DHS ফি এবং HR-1 ফি আলাদা করে জমা দিতে হবে। DHS ফি-এর জন্য আবেদনকারী ফি মকুবের যোগ্য হলে ফর্ম I-912 (Fee Waiver Request) জমা দিতে পারবেন। তবে HR-1 ফি-এর ক্ষেত্রে ফি মকুব প্রযোজ্য নয়। কিছু ফর্মের জন্য আবেদনকারীরা ফি মকুবের সুযোগ পাবেন। এর জন্য জমা দিতে হবে Form I-912 অথবা একটি লিখিত Fee Waiver Request। অনলাইনে ফাইল করার ক্ষেত্রে সাধারণত ফি মকুব হবে না। তবে যোগ্য হলে কাগজপত্র-সহ আবেদন জমা দিতে হবে।
আরও পড়ুন- দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন? অল্প বয়সেই পড়তে পারেন ৫টি মারাত্মক রোগের খপ্পরে!
যদি কোনও ফর্মের সঙ্গে ভুল ফি যুক্ত করা হয় বা ফি বাদ পড়ে যায়, USCIS তা গ্রহণ করবে না। সেক্ষেত্রে আবেদন প্রত্যাখ্যাত হবে। পুনরায় সঠিক ফি দিয়ে আবেদন জমা দিতে হবে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ঘটবে। তাই বিশেষজ্ঞরা আবেদনকারীদের জন্য জরুরি পরামর্শ দিয়েছেন, সর্বশেষ Form G-1055 (Fee Schedule) ডাউনলোড করতে হবে। আবেদনের ধরন অনুযায়ী সঠিক ফি যাচাই করতে হবে। আলাদা আলাদা চেক বা পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে DHS Fee ও HR-1 Fee জমা দিতে হবে। যদি ফি মকুবের জন্য যোগ্য হন, তাহলে ফর্ম I-912 অবশ্যই যুক্ত করতে হবে। ২১ আগস্ট ২০২৫-এর আগে আবেদন জমা দেওয়ার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের
নতুন নিয়ম কার্যকর হলে অসংখ্য আবেদন প্রত্যাখ্যাত হতে পারে যদি ফি ভুল থাকে। তাই যে কোনও আবেদন জমা দেওয়ার আগে সঠিক ফি, ফি মকুবের শর্তাবলি এবং USCIS-এর অফিসিয়াল নির্দেশিকা দেখে নেওয়া অত্যন্ত জরুরি।