/indian-express-bangla/media/media_files/2025/08/18/top-10-2025-08-18-17-50-11.jpg)
Top 10: ভারতের সেরা ডিজিটাল তারকা কারা?
Top 10 Indian Digital Stars: ফোর্বস ভারতের সেরা ১০০ ডিজিটাল তারকার (Top 100 Digital Stars in India) তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উঠে এসেছে দেশের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফ্যাশন ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া তারকাদের নাম। ডিজিটাল প্ল্যাটফর্মে কয়েক লক্ষ ফলোয়ারদের মন জয় করা এই তারকারা শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।
তালিকার চমক
এবারের তালিকার সবচেয়ে বড় চমক হলেন অপূর্ব মুখিজা ওরফে 'দ্য রেবেল কিড'। বিতর্কিত হলেও তাঁর গল্প বলার ভঙ্গি, বাস্তবধর্মী কনটেন্ট এবং উপস্থিতি তাঁকে ভারতের ডিজিটাল তারকাদের সেরাদের সারিতে পৌঁছে দিয়েছে। তবে সবার ওপরে স্থান করে নিয়েছেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী।
আরও পড়ুন- অভিবাসনের জন্য দিতে হবে সঠিক ফাইলিং ফি, না-হলেই আবেদন ফেরাবে আমেরিকা
ফোর্বসের তালিকার প্রথম স্থানে রয়েছেন ন্যান্সি ত্যাগী। তিনি পরিচিত নিজের ডিজাইন করা পোশাক পরে ভিডিও বানানোর জন্য। ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2024) তিনি তাঁর নিজের হাতে বানানো পোশাক পরে হেঁটেছিলেন রেড কার্পেট বা লাল গালিচায়। এই দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং প্রতিভাই তাঁকে ভারতের ডিজিটাল দুনিয়ার শীর্ষে পৌঁছে দিয়েছে।
আরও পড়ুন- জিএসটি রেট কমার সম্ভাবনা, শেয়ারবাজারে রেকর্ড জাম্প
অষ্টম স্থানে থাকা অপূর্ব মুখিজা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। ইউটিউবার সাময় রায়নার শো 'India’s Got Latent' থেকে শুরু করে প্রাইম ভিডিওর রিয়েলিটি শো 'The Traitors'—সব জায়গাতেই তিনি নজর কেড়েছেন। যদিও তাঁকে নিয়ে বিতর্ক কম নয়। আশীষ বিদ্যার্থীকে অসম্মান করা কিংবা উরফি জাভেদের সঙ্গে ঝগড়া—মুখিজার সবকিছুই সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে। তবুও তাঁর ভিন্নধর্মী ব্যক্তিত্ব এবং গল্প বলার ক্ষমতার কারণে ভক্তরা তাঁকে পছন্দ করেন।
আরও পড়ুন- 'বাড়িতেও এমন করেন?', জয়াকে কড়া কথা মুকেশের
ভারতে ইন্টারনেট এবং সস্তা ডেটা প্ল্যান আসার পর থেকেই কনটেন্ট ক্রিয়েটর ইকোনমি (Creator Economy in India) দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন শুধু বলিউড সেলিব্রেটিরাই নন, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার বা শর্ট ভিডিও প্ল্যাটফর্মে কাজ করা তরুণরাও লাখো ভক্তের কাছে পরিচিত মুখ। এই ডিজিটাল তারকারা শুধু বিনোদন নয়, ফ্যাশন, শিক্ষা, সমাজ, এবং রাজনীতিতেও প্রভাব ফেলছেন। তাই ফোর্বসের মত আন্তর্জাতিক ম্যাগাজিনে তাঁদের স্বীকৃতি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- খেলায় না হোক, ফিটনেসে টেক্কা কিংবদন্তি বাবাকে, জানুন অর্জুন টেন্ডুলকারের ফিটনেস রহস্য
ফোর্বস প্রকাশিত ভারতের সেরা ১০ ডিজিটাল তারকার তালিকায় ন্যান্সি ত্যাগী এবং অপূর্ব মুখিজার নাম থাকাই প্রমাণ যে, এখন কনটেন্ট ক্রিয়েটররাই দেশের নতুন সেলিব্রেটি। তাঁদের কাজ শুধু সোশ্যাল মিডিয়াই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতকে প্রতিনিধিত্ব করার জায়গায় তাঁদেরকে পৌঁছে দিয়েছে।