ChatGPT Go: ভারতে মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go সাবস্ক্রিপশন লঞ্চ, GPT-5 অ্যাক্সেস ও বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা

ChatGPT Go: OpenAI ভারতে মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go সাবস্ক্রিপশন এনেছে। এতে GPT-5 অ্যাক্সেস, বেশি ছবি জেনারেশন এবং ফাইল অ্যানালাইসিসের সুবিধা মিলবে।

ChatGPT Go: OpenAI ভারতে মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go সাবস্ক্রিপশন এনেছে। এতে GPT-5 অ্যাক্সেস, বেশি ছবি জেনারেশন এবং ফাইল অ্যানালাইসিসের সুবিধা মিলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
ChatGPT Go

ChatGPT Go: ভারতে ওপেনএআই নতুন প্ল্যান।

ChatGPT Go: ভারতের ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল OpenAI। জনপ্রিয় চ্যাটবট ChatGPT-কে আরও সাশ্রয়ী ও ব্যবহার-বান্ধব করে তুলতে সংস্থাটি লঞ্চ করেছে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ChatGPT Go। মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাবে এই প্ল্যান, যা ব্যবহারকারীদের আরও বাড়তি সুবিধা দেবে।

OpenAI জানিয়েছে

Advertisment

OpenAI জানিয়েছে, এই প্ল্যানে সাবস্ক্রাইব করলে ব্যবহারকারীরা ফ্রি টিয়ারের তুলনায় বহুগুণ বেশি সুবিধা পাবেন। GPT-5 অ্যাক্সেসের অভিজ্ঞতা ফ্রি ভার্সনের চেয়ে ভালো। ১০ গুণ বেশি মেসেজ লিমিট থাকায় আরও দীর্ঘ ও গভীর কথোপকথন সম্ভব। ১০ গুণ বেশি ছবি জেনারেশনের সুযোগ থাকায় যাঁরা ভিজ্যুয়াল কনটেন্ট বানান, তাঁদের জন্য মিলবে বাড়তি সুবিধা। ১০ গুণ বেশি ফাইল আপলোড ও অ্যানালাইসিসে ডকুমেন্ট বিশ্লেষণ হবে দ্রুত। ২ গুণ বেশি মেমোরি সাপোর্টে আগের কথোপকথন মনে রাখার ক্ষমতা বাড়বে। চ্যাটজিপিটির প্রোডাক্ট প্রধান নিক টার্লি বলেছেন, 'Go গ্রাহকরা আমাদের ফ্রি প্ল্যানের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। আমাদের লক্ষ্য ছিল সবসময় ChatGPT কে আরও সাশ্রয়ী করা।'

আরও পড়ুন- পথকুকুরের অবাক করা যাত্রা, নিজের স্টেশন চিনে ট্রেনে ওঠা-নামা, বিস্মিত নেটিজেনরা!

Advertisment

আজ থেকেই ব্যবহারকারীরা এই প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। প্রক্রিয়াটি খুবই সহজ, ChatGPT-তে লগইন করুন, প্রোফাইল আইকনে ক্লিক করুন, 'Upgrade Plan' সিলেক্ট করুন, এরপর 'Go Plan' বেছে নিন, UPI বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।

আরও পড়ুন-শহরের সেরা রেস্তোরাঁর কায়দায় বিরিয়ানি রাঁধুন বাড়িতেই, দেখুন রেসিপি!

 OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান একাধিকবার জানিয়েছেন, ভারত তাদের সবচেয়ে বড় বাজারগুলির একটি। ফেব্রুয়ারি ২০২৫-এ ভারত সফরে তিনি বলেছিলেন— ভারত ChatGPT-র দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে গত বছরের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা তিনগুণ বেড়েছে। ভারতে এই প্ল্যান লঞ্চ হওয়ার মানে হল— কোটি কোটি ব্যবহারকারী এখন কম খরচে GPT-5 এবং উন্নত ফিচার ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, সুভাষচন্দ্র বসুর স্বপ্নের মহাজাতি সদনকে বাস্তব রূপ দেন বিধান রায়

এদিকে, প্রতিযোগী Perplexity AI ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে। তারা Airtel-এর সঙ্গে পার্টনারশিপ করে ১২ মাসের জন্য বিনামূল্যে Perplexity Pro সাবস্ক্রিপশন দিচ্ছে। ফলে প্রায় ৩৬ কোটি এয়ারটেল গ্রাহক সেই চ্যাটবট ব্যবহার করতে পারছেন। তবে OpenAI-এর নতুন সাশ্রয়ী Go প্ল্যান ভারতের বাজারে ChatGPT-র অবস্থানকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে।

আরও পড়ুন- প্রতিদিন চোখের নীচে লাগান টমেটো জুস, উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন!

OpenAI জানিয়েছে, আপাতত শুধুমাত্র ভারতে শুরু হলেও ভবিষ্যতে এই সাবস্ক্রিপশন প্ল্যান অন্য দেশেও চালু হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি মানুষ কম খরচে GPT-5-এর সুবিধা নিতে পারবেন। ভারতে মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go প্ল্যান লঞ্চ হওয়া নিঃসন্দেহে প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য বড় খবর। এর মাধ্যমে আরও বেশি মানুষ AI-এর শক্তি ব্যবহার করতে পারবেন। সেগুলো পড়াশোনা, ব্যবসা, কনটেন্ট ক্রিয়েশন কিংবা রিসার্চে কাজে লাগাতে পারবেন।

ChatGPT Go