Ind-Pak Military Strength: লড়াই হলে পাল্লা কার দিকে ভারী, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে এগিয়ে কে? জেনে নিন
Ind and Pak Military Power: ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা, কার কাছে আছে মিসাইল, ফাইটার জেট, পরমাণু অস্ত্রের মত বেশি আধুনিক অস্ত্র? বিস্তারিত জানুন।
Ind and Pak Military Power: ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা, কার কাছে আছে মিসাইল, ফাইটার জেট, পরমাণু অস্ত্রের মত বেশি আধুনিক অস্ত্র? বিস্তারিত জানুন।
India-Pakistan: পহেলগাঁও-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে।
India vs Pakistan: ভারত ও পাকিস্তান— দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। ২০২৫ সালে এসে এই প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। চলুন দেখি, বর্তমানে কোন দেশ সামরিক (Military) শক্তিতে কতটা এগিয়ে এবং কার কাছে কী কী আধুনিক অস্ত্র রয়েছে?
Advertisment
সেনাবাহিনী এবং মানবশক্তি
ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ১৪ লক্ষ, যেখানে পাকিস্তানের সেনা সংখ্যা প্রায় ৬ লক্ষ। রিজার্ভ বাহিনীতেও ভারত অনেক এগিয়ে। মানবশক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী বৃহত্তর এবং সংগঠিত।
দুই দেশই পারমাণবিক শক্তিধর। ভারতের কাছে আনুমানিক ১৬০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানের সংখ্যা আনুমানিক ১৬৫টি। তবে ভারতের নীতিতে ‘No First Use’ নীতি বিদ্যমান, পাকিস্তানের ক্ষেত্রে এমন নীতি স্পষ্ট নয়।
ক্ষেপণাস্ত্র প্রযুক্তি
ভারত: ভারতের হাতে আছে Agni সিরিজের ব্যালিস্টিক মিসাইল, BrahMos সুপারসনিক ক্রুজ মিসাইল ইত্যাদি।
পাকিস্তান: পাকিস্তানেও রয়েছে Shaheen ও Babur সিরিজের মিসাইল, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম।
প্রযুক্তি ও প্রতিরক্ষা বাজেট
ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ৮৫ বিলিয়ন ডলার (২০২৫), যেখানে পাকিস্তানের বাজেট প্রায় ১১ বিলিয়ন ডলার। বাজেটের দিক থেকেও ভারত অনেক এগিয়ে, ফলে নতুন প্রযুক্তি ও উন্নত অস্ত্র কিনতে ভারতের সক্ষমতা বেশি।
ভারত বনাম পাকিস্তান সামরিক শক্তি (গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২৫ অনুযায়ী)
বিষয়
ভারত
পাকিস্তান
গ্লোবাল র্যাঙ্কিং
৪র্থ
১২তম
সক্রিয় সৈন্য সংখ্যা
১৪.৫৫ লাখ
৯.৩৫ লাখ
ট্যাংক সংখ্যা
৪,২০১
২,৬২৭
মোট বিমান
২,২২৯
১,৩৯৯
যুদ্ধবিমান সংখ্যা
৫১৩
৩২৮
পরমাণু অস্ত্র
১৮০
১৭০
প্রতিরক্ষা বাজেট
৪,৭০০ কোটি ডলার
৭০০ কোটি ডলার
সব মিলিয়ে দেখা যাচ্ছে, মানবশক্তি, প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং বাজেট— সব দিক থেকেই ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে পাকিস্তানও একাধিক ক্ষেত্রে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানই কাম্য।
(উইকিপিডিয়া এবং সংশ্লিষ্ট উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী)