Top 10 YouTube Videos: ইউটিউবে সবচেয়ে বেশি দেখা সেরা ১০ ভিডিও, একনম্বর নামটা কি আপনারও পছন্দের?

List of the most-watched YouTube videos: ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর তালিকা দেখুন। এই ভিডিওগুলোর কোনওটা কি আপনিও দেখেছেন? আপনার পছন্দের কোনটা?

List of the most-watched YouTube videos: ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর তালিকা দেখুন। এই ভিডিওগুলোর কোনওটা কি আপনিও দেখেছেন? আপনার পছন্দের কোনটা?

author-image
IE Bangla Web Desk
New Update
Top 10 YouTube videos: সেরা ১০ ইউটিউব ভিডিও

Top 10 YouTube videos: সেরা ১০ ইউটিউব ভিডিও। (প্রতীকী ছবি)

Top 10 Most-Watched YouTube Videos: ইউটিউব আজ বিশ্বব্যাপী বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। ২০০৫ সালে যাত্রা শুরু করার পর থেকে ইউটিউব লাখো দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। বর্তমানে ২.৭০ বিলিয়নেরও বেশি মাসিক অ্যাকটিভ ইউজার নিয়ে ইউটিউব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভিজিট করা ওয়েবসাইট। 

Advertisment

২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিচে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ১০টি ভিডিওর তালিকা দেওয়া হল:

আরও পড়ুন- মে মাসজুড়ে বাজবে বিয়ের সানাই, জেনে নিন এই মাসে বিয়ের শুভ দিনগুলো

র‍্যাঙ্ক ভিডিওর নাম চ্যানেলের নাম ভিউ (বিলিয়ন) প্রকাশের তারিখ
Baby Shark Dance Pinkfong Kids’ Songs & Stories ১৫.১৭ ১৭ জুন ২০১৬
Despacito Luis Fonsi ৮.৫৬ ১২ জানুয়ারি ২০১৭
Johny Johny Yes Papa LooLoo Kids ৬.৯৬ ৮ অক্টোবর ২০১৬
Bath Song Cocomelon ৬.৮৭ ২ মে ২০১৮
Wheels on the Bus Cocomelon ৬.৬৩ ২৪ মে ২০১৮
See You Again Wiz Khalifa ৬.৪২ ৬ এপ্রিল ২০১৫
Shape of You Ed Sheeran ৬.৩৪ ৩০ জানুয়ারি ২০১৭
Phonics Song with Two Words ChuChu TV ৬.০৪ ৬ মার্চ ২০১৪
Uptown Funk Mark Ronson ft. Bruno Mars ৫.৩৫ ১৯ নভেম্বর ২০১৪
১০ Gangnam Style PSY ৫.৩১ ১৫ জুলাই ২০১২
Advertisment

কেন এই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে?

আরও পড়ুন- শুক্রের রাশি পরিবর্তন! মেষে প্রবেশে কাদের ভাগ্যে আসছে সৌভাগ্য ও সমৃদ্ধি, আপনিও কি সেই দলে?

২০০০ দশকের শুরুর দিকে মূলত মিউজিক ভিডিওগুলিই (Top viral videos) ইউটিউবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে, লাতিন মিউজিকের স্পর্শে তৈরি করা 'Despacito' দ্রুত বিশ্বজুড়ে ভাইরাল হয়। পাশাপাশি Wiz Khalifa-র 'See You Again', Ed Sheeran-এর 'Shape of You', এবং Mark Ronson-এর 'Uptown Funk' মিউজিক জগতে চিরস্থায়ী ছাপ ফেলেছে।

আরও পড়ুন- বেকারত্ব দূর করেন অল্পদিনের মধ্যেই, অলৌকিক এই মন্দির ঘিরে ভক্তদের বিশ্বাস তুঙ্গে

২০১৪-১৫ সালের দিকে ইউটিউবে শিশুদের জন্য তৈরি শিক্ষামূলক কনটেন্টের চাহিদা বাড়তে থাকে। এর ফলে Pinkfong এর 'Baby Shark Dance' এবং Cocomelon এর ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বাচ্চাদের জন্য সহজ ও মনোগ্রাহী অ্যানিমেশন এবং ছন্দে তৈরি গানগুলো বাবা-মায়েরাও পছন্দ করতে শুরু করে।

আরও পড়ুন- সুযোগ পেলেই গরমে তরমুজ খাচ্ছেন! ফের ১টা কেনার আগে জানুন কী হতে পারে

বিশেষ করে Baby Shark Dance ২০২০ সালে Despacito-কে ছাড়িয়ে যায় এবং ২০২২ সালের জানুয়ারিতে ১০ বিলিয়ন ভিউ অতিক্রম করে ইতিহাস তৈরি করে। বর্তমানে এটি ১৫.১৭ বিলিয়ন ভিউ নিয়ে ইউটিউবের সর্বকালের সবচেয়ে দেখা ভিডিও।

Top 10 Top viral videos YouTube