Indian Student's Visa: ভিসা সমস্যায় ভারতীয় ছাত্ররা মুখ ফেরাচ্ছে আমেরিকা থেকে, নতুন দিশা এই দেশ!

Indian Student's Visa: নতুন রিপোর্ট বলছে, ভারতীয় শিক্ষার্থীরা আর মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার দিকে ঝুঁকছেন না। ভিসা সমস্যার জন্য তাঁরা উচ্চশিক্ষার নতুন গন্তব্য বেছে নিয়েছেন।

Indian Student's Visa: নতুন রিপোর্ট বলছে, ভারতীয় শিক্ষার্থীরা আর মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার দিকে ঝুঁকছেন না। ভিসা সমস্যার জন্য তাঁরা উচ্চশিক্ষার নতুন গন্তব্য বেছে নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Student's Visa

Indian Student's Visa: ভারতীয় শিক্ষার্থীদের নতুন গন্তব্য।

Indian Student's Visa: একসময় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকে বিদেশে পড়াশোনার জন্য ভারতীয় ছাত্রদের ‘বিগ ফোর’ বলা হত। কিন্তু, নতুন এক গবেষণা জানাচ্ছে যে ভারতীয় শিক্ষার্থীদের পছন্দ দ্রুত বদলাচ্ছে। 

Advertisment

আপগ্র্যাড স্টাডি অ্যাব্রোড-এর ট্রান্সন্যাশনাল এডুকেশন (TNE) রিপোর্ট ২০২৪-২৫ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের আবেদন ১৩% কমেছে। অন্যদিকে, কানাডায় জনপ্রিয়তা ১৭.৯% থেকে নেমে এসেছে ৯.৩%-এ। ব্রিটেনেও শিক্ষার্থী ভিসা ইস্যুতে ১১% হ্রাস দেখা গেছে। 

ভারতীয় শিক্ষার্থীদের নতুন পছন্দ

জার্মানি ভারতীয় শিক্ষার্থীদের কাছে দ্রুত জনপ্রিয় হচ্ছে। ২০২২ সালে যেখানে ভারতীয়দের অংশ ছিল ১৩.২%, তা ২০২৪-২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২.৬%। জার্মানির সাশ্রয়ী টিউশন ফি, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি-ফোকাসড প্রোগ্রাম এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। সংযুক্ত আরব আমিরশাহিতেও ভারতীয় শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বর্তমানে আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে ভারতীয়দের উপস্থিতি সেখানে প্রায় ৪২%। ভৌগোলিক সান্নিধ্য, ব্যয় তুলনামূলক কম হওয়া এবং কর্মসংস্থানের সুযোগই এর মূল কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Advertisment

আরও পড়ুন- এদিন ভূমিষ্ঠ হয়েছিল মুদ্রিত বাংলা হরফ, সে কাহিনি গায়ে কাঁটা দেবে!

এবং

আরও পড়ুন-  মাত্র ৩০ মিনিটে মাইক্রোওয়েভে বানান চিকেন বিরিয়ানি! সহজ রেসিপিতে মন ভরান বাড়ির লোকেদের

প্রতিবেদনে বলা হয়েছে, এখনকার প্রজন্ম পড়াশোনার গন্তব্য বেছে নিচ্ছে কেরিয়ারের সুযোগের কথা ভেবে। যেখানে আগে স্থায়ীভাবে বসবাসের সুযোগ (PR) বড় কারণ ছিল, এখন মাত্র ১৯.৯% শিক্ষার্থী সেই স্থায়ীভাবে বসবাসের সুযোগকে অগ্রাধিকার দিচ্ছে। বরং প্রায় ৪৮.২% শিক্ষার্থী ভালো চাকরিকে অগ্রাধিকার দিচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে ভারতীয় ছাত্রদের মধ্যে বিদেশে স্নাতকোত্তর প্রোগ্রাম পছন্দ করছেন ৮৬.৫% শিক্ষার্থী। বিদেশে ম্যানেজমেন্ট এবং এমবিএ প্রোগ্রামে ভারতীয় পড়ুয়াদের আগ্রহ তিন বছরে ৩০% থেকে বেড়ে এখন ৫৫.৬% হয়েছে। STEM কোর্সও ৩৮.৯% শিক্ষার্থীর পছন্দ, যার মধ্যে কমপিউটার সায়েন্স, ডেটা সায়েন্স এবং আইটি (IT) সবচেয়ে জনপ্রিয়। 

আরও পড়ুন- কাক ছাড়া শ্রাদ্ধ কেন অসম্পূর্ণ? কাকের রহস্যময় ভূমিকার কথা জানুন

এবং

আরও পড়ুন- পিতৃপক্ষে এই ৫ জিনিস দানে দারিদ্র্য হয় দূর, মেলে পূর্বপুরুষের আশীর্বাদ

শিক্ষার্থীদের এই দিশা বদলানোর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, এজন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় বাড়তি খরচ, কঠোর ভিসা নিয়ম, পড়াশোনা-পরবর্তী কর্মসংস্থান পথে অনিশ্চয়তা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে সাশ্রয়ী এবং কেরিয়ারমুখী সুযোগ এই সব দেশগুলোর প্রতি ভারতীয় পড়ুয়াদের আগ্রহ বাড়াচ্ছে। রিপোর্টের তথ্য পরিষ্কার করে দিচ্ছে যে ভারতীয় শিক্ষার্থীরা এখন অনেক বেশি বাস্তববাদী। তাঁদের কাছে বিদেশে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয় বরং কেরিয়ারে বিনিয়োগ। জার্মানি ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE) তাই দ্রুত নতুন শিক্ষাকেন্দ্র হিসেবে উঠে আসছে। আর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভারতীয় পড়ুয়াদের আকর্ষণ কমছে।

Visa Indian