Pitrupaksha 2025: পিতৃপক্ষে এই ৫ জিনিস দানে দারিদ্র্য হয় দূর, মেলে পূর্বপুরুষের আশীর্বাদ

Pitrupaksha 2025: পিতৃপক্ষ ২০২৫-এ দারিদ্র্য ও পারিবারিক সমস্যার সমাধান চান? জেনে নিন কোন ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষ সন্তুষ্ট হবেন, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি।

Pitrupaksha 2025: পিতৃপক্ষ ২০২৫-এ দারিদ্র্য ও পারিবারিক সমস্যার সমাধান চান? জেনে নিন কোন ৫টি জিনিস দান করলে পূর্বপুরুষ সন্তুষ্ট হবেন, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Pitrupaksha 2025

Pitrupaksha 2025: পিতৃপক্ষে অবশ্যই করুন এই কাজ।

Pitrupaksha 2025: হিন্দু ধর্মে পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আধ্যাত্মিক সময়। এই সময়ে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। বৈদিক পঞ্জিকা অনুযায়ী, এবারের পিতৃপক্ষ ২০২৫ শুরু হবে ৭ সেপ্টেম্বর, রবিবার এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর, রবিবার।

Advertisment

পুরাণ ও শাস্ত্র অনুসারে, পিতৃপক্ষে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পরিবারে শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি ঘটে। এবার দেখে নেওয়া যাক সেই বিশেষ ৫টি জিনিস কী কী।  

আরও পড়ুন- পরীক্ষায় সাফল্য, অর্থলাভ, পারিবারিক শান্তি চান? করুন এই প্রতিকার

১. পোশাক দান

Advertisment

গরুড় পুরাণ অনুযায়ী, যেমন আবহাওয়া আমাদের প্রভাবিত করে, তেমনই এটি পূর্বপুরুষদেরও প্রভাবিত করে। তাই পিতৃপক্ষে পোশাক দানকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, নতুন বস্ত্র দান করলে পূর্বপুরুষরা আশীর্বাদ দেন এবং সংসারে সুখ আসে।

আরও পড়ুন- 'সতী'দাহ চক্রান্তের বলি! রূপ কানওয়ারকে দাহর আগে পরানো হয়েছিল ১৬ রকম অলংকার?

২. ছাতা দান

হিন্দু বিশ্বাস অনুযায়ী, ছাতা দান করলে জীবনের বহু সমস্যার সমাধান হয়। পিতৃপক্ষে ছাতা দান করলে পরিবারে শান্তি, আনন্দ এবং সৌভাগ্য বাড়ে। অনেকেই এই সময়ে দরিদ্র বা ব্রাহ্মণকে ছাতা দান করে থাকেন।

আরও পড়ুন- পরিবর্তিনী একাদশী, এই ব্রতকথা ছাড়া পালন অসম্পূর্ণ

৩. কালো তিল দান

কালো তিল পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণের অপরিহার্য অংশ। যদি কেউ আর কিছু দান করতে না পারেন, তবে অন্তত কালো তিল অবশ্যই দান করা উচিত। শাস্ত্র মতে, কালো তিল পূর্বপুরুষকে সন্তুষ্ট করে এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর করে।

আরও পড়ুন- কবে মহালয়া? তর্পণের সঠিক সময় কখন, জানুন কোনগুলো করা আবশ্যিক

৪. গুড় ও লবণ দান

বাড়িতে দীর্ঘদিন ধরে কলহ বা আর্থিক কষ্ট থাকলে, পিতৃপক্ষে গুড় ও লবণ দান বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে অর্থনৈতিক অনটন দূর হয় এবং পারিবারিক সম্পর্কে মধুরতা আসে।

৫. রূপা দান

পুরাণে বলা হয়েছে, পূর্বপুরুষরা চাঁদের ওপরের অংশে অবস্থান করছেন এবং রূপার সঙ্গে চাঁদের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই পিতৃপক্ষে রূপা, দুধ এবং চাল দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। এর ফলে সংসারে ধন-সম্পদ আসে। স্বাস্থ্য ভালো হয় এবং শান্তি আসে।

পিতৃপক্ষে দানের উপকারিতা

পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে, দারিদ্র্য ও অর্থকষ্ট দূর হয়, জীবনের বাধা-বিঘ্ন কমে যায়, সম্পর্কের টানাপড়েন মিটে যায়। এসব অনেকেই জানেন না। যাঁরা জানেন, শাস্ত্র অনুযায়ী, এই ৫ জিনিস দান করে ঘরে শান্তি, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন। 

2025 Pitrupaksha