Netflix Laden Explained: কেন পাকিস্তানকে না জানিয়ে লাদেনকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র, নেটফ্লিক্সের নতুন সিরিজে ফাঁস আসল কারণ
Netflix Laden Pakistan: নেটফ্লিক্সের নতুন ডকু-সিরিজ 'American Manhunt' প্রকাশ করেছে কেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে না জানিয়েই অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল। তথ্য ও কূটনৈতিক সিদ্ধান্তের বিশ্লেষণ জানুন।
Netflix Laden Pakistan: নেটফ্লিক্সের নতুন ডকু-সিরিজ 'American Manhunt' প্রকাশ করেছে কেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে না জানিয়েই অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল। তথ্য ও কূটনৈতিক সিদ্ধান্তের বিশ্লেষণ জানুন।
Netflix Laden Pakistan: পাকিস্তানকে না জানিয়েই লাদেনকে হত্যা করেছিল আমেরিকা? (ছবি- এক্সপ্রেস)
Netflix Laden Pakistan: নেটফ্লিক্সের সাম্প্রতিক তিন পর্বের ডকুমেন্টারি সিরিজ American Manhunt: The Search for Osama bin Laden ফের আলোচনায় এনেছে ২০১১ সালের সেই ঐতিহাসিক অ্যাবোটাবাদ অভিযানকে। এই অভিযানে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে গোপনে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র।
Advertisment
২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর থেকেই শুরু হয় বিন লাদেনকে ধরার অভিযান। তবে, ২০০০ সালের শেষভাগ পর্যন্তও লাদেন ধরা-ছোঁয়ার বাইরে ছিল। একাধিক গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট নজরদারির মাধ্যমে অবশেষে তাকে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি রহস্যজনক বাড়িতে চিহ্নিত করা হয়। বাড়িটির আশপাশে ছিল উঁচু প্রাচীর, ঢেকে রাখা বারান্দা ও দুটো পরিবার ছিল সেখানে — যা সন্দেহের মাত্রা বাড়ায়। তবে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল পাকিস্তান সরকারকে না জানিয়ে অপারেশন চালানো।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI দীর্ঘদিন ধরে তালিবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় পাকিস্তানকে না জানিয়েই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের উপদেষ্টা জন ব্রেনান জানান, পাকিস্তানি গোয়েন্দারা দুই পক্ষের সঙ্গেই খেলা করছিল।
পাকিস্তান সরকার অভিযানের পরে দাবি করে, তারা বিন লাদেনের অবস্থান সম্পর্কে কিছুই জানত না। তবে The New York Times এবং Al Jazeera-এর রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের ISI একটি 'বিশেষ ডেস্ক' পরিচালনা করত যেখানে লাদেন সম্পর্কিত তথ্য রাখা হতো আলাদা ও গোপনভাবে।
নেটফ্লিক্সের ডকু-সিরিজটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশলই নয়, বরং কূটনৈতিক সিদ্ধান্ত, পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা এবং পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়ার একটি বিশ্লেষণও তুলে ধরেছে।
এই সিরিজটি না শুধু ইতিহাসের একটি গোপন অধ্যায় উন্মোচন করেছে, বরং প্রশ্ন তুলেছে— সত্যিই কি পাকিস্তান কিছুই জানত না, নাকি তারা চুপচাপ সব দেখেছে? গোপনে আমেরিকাকে সাহায্য করেছে?