India summer 2025: সাধারণত মে মাসে ভারতের বহু অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং একের পর এক অঞ্চলে তাপপ্রবাহ দেখা যায়। কিন্তু ২০২৫ সালের গ্রীষ্মে এই দৃশ্যটা বদলে গেছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি মে মাসে এখনও পর্যন্ত দেশজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই রয়েছে এবং বহু অঞ্চলে তা রয়েছে স্বাভাবিকের চেয়ে নীচে।
তাপমাত্রার অবস্থা (মার্চ-মে ১৮, ২০২৫)
মার্চ মাসে শুধুমাত্র মধ্য ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এপ্রিল মাসে গুজরাট এবং রাজস্থানে কিছু দিন তাপপ্রবাহ দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মে মাসে এখনও পর্যন্ত (মে ১৮ পর্যন্ত) গড় তাপমাত্রা স্বাভাবিক বা নীচে রয়েছে। ১ মে-র দিন ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় তাপপ্রবাহের খবর নেই।
আরও পড়ুন- একবিংশ শতাব্দীর সেরা ১০টি অ্যালবাম, টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে বিয়ন্সে!
অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়বৃষ্টির কারণ
এই অস্বাভাবিক আবহাওয়ার মূল কারণ হল পশ্চিমী ঝঞ্ঝার ধারাবাহিক প্রবাহ এবং বঙ্গোপসাগর আর আরব সাগর থেকে আর্দ্রতার সরবরাহ। মার্চ থেকে মে পর্যন্ত বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbances) ভারতের নিম্ন অক্ষাংশে প্রবেশ করেছে। এছাড়া, বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে আসা আর্দ্র বায়ু দেশের অভ্যন্তরে ঢুকে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যার ফলে তাপমাত্রা ৫-৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাচ্ছে।
আরও পড়ুন- কানাডার প্রথম হিন্দু বিদেশমন্ত্রী অনিতা আনন্দ, নতুন মোড় নেবে ভারত-কানাডা সম্পর্ক?
এবং
আরও পড়ুন- 'অপারেশন সিন্দুর'-এ শত্রু ধ্বংস! তাক লাগিয়েছে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রহস্যটা কী?
মে মাসের চিত্র
মে মাসের প্রথম সপ্তাহে গড় বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে ২০% বেশি। মে ৮-১৪ এর মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আরও একটি বৃষ্টিধারা দেখা গেছে। দক্ষিণ, মধ্য ও পূর্ব ভারতের বহু অঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা ২-৫ ডিগ্রি কমে গিয়েছে। পশ্চিম এবং মধ্য ভারতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-৩ ডিগ্রি কমে গিয়েছে।
আরও পড়ুন- আছড়ে পড়ল BrahMos, সুপারসনিক অস্ত্রের ক্ষমতা দেখে চোখ কপালে পাকিস্তানিদের
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, মে মাসের শেষে উত্তর-পশ্চিম ভারতে (বিশেষত রাজস্থান ও হরিয়ানা) তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও জুনের মাঝামাঝি থেকে বর্ষার আগমন শুরু হয়, তবে এবছর কেরালায় বর্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মে। যার মানে, পুরো ভারতে বর্ষা দ্রুত বিস্তার লাভ করতে পারে।