RBI Policy: সুদহার অপরিবর্তিত, বৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নিয়মে বড় পদক্ষেপ আরবিআইয়ের

RBI Monetary Policy 2025: RBI Monetary Policy 2025-এ সুদহার অপরিবর্তিত থাকলেও বৃদ্ধি বাড়াতে একাধিক নিয়ম ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। জানুন বিস্তারিত।

RBI Monetary Policy 2025: RBI Monetary Policy 2025-এ সুদহার অপরিবর্তিত থাকলেও বৃদ্ধি বাড়াতে একাধিক নিয়ম ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI Policy

RBI Policy: রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা।

RBI Monetary Policy 2025: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৫ সালের সর্বশেষ মুদ্রানীতি বৈঠকে মূল সুদহার বা Repo Rate ৫.৫% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ‘Neutral stance’ বজায় রেখেই আরবিআই জানিয়ে দিল, আপাতত সুদহার কমানো হচ্ছে না। তবে এর মানে এই নয় যে ভবিষ্যতে আর কোনও কাটতির সুযোগ নেই। বরং, বৃদ্ধি ত্বরান্বিত করতে এবার রিজার্ভ ব্যাংক নজর দিয়েছে নতুন নিয়ম এবং কাঠামোগত সংস্কার-এর দিকে।

Advertisment

কেন সুদহার অপরিবর্তিত রাখল RBI?

২০২৫ সালের শুরু থেকেই সুদহার ১০০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। কিন্তু, এবারে আরবিআই সতর্ক পদক্ষেপ নিয়েছে। কারণ— মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে: খুচরো মুদ্রাস্ফীতি গড়ে ২.৬% এ নেমে এসেছে, যা RBI-এর টার্গেট ৪% এর থেকেও অনেক কম। অর্থনৈতিক ভারসাম্য: হঠাৎ করে আরও সুদহার কমালে ব্যাংকিং সিস্টেমে চাপ তৈরি হতে পারে। বৃদ্ধি অন্যভাবে বাড়ানো: RBI চায় ব্যাংকিং সেক্টরকে আরও স্বাধীনতা দিয়ে ক্রেডিট প্রবাহ বাড়াতে।

আরও পড়ুন- কতক্ষণ থাকছে দশমী? পঞ্জিকামতে দেবীবরণ চলবে কতক্ষণ, জানুন এখানে

Advertisment

বৃদ্ধি বাড়াতে RBI-এর নতুন নিয়ম

এই নীতিতে শুধুমাত্র সুদহার নয়, বরং একাধিক সংগঠনমূলক পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ব্যাংকের অধিগ্রহণ ফিন্যান্সিং অনুমোদন – ভারতীয় কোম্পানিগুলির অধিগ্রহণে এখন থেকে ব্যাংক অর্থায়ন করতে পারবে। ঋণ সীমার পুরনো কাঠামো বাতিল – আগে ১০,০০০ কোটির বেশি ঋণ দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, এবার তা শিথিল করা হচ্ছে।

আরও পড়ুন- দূর করুন দুর্ভাগ্য, কাজে লাগান আজকের এই দরকারি টিপস

ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং সস্তা হবে – নন-ব্যাংক লেন্ডারদের জন্য ‘risk weight’ কমানো হচ্ছে, ফলে গুণগত প্রকল্পে অর্থ জোগান বাড়বে। আরবান কো-অপারেটিভ ব্যাংক লাইসেন্স – নতুনভাবে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো যায়। সীমান্তবর্তী বাণিজ্য লেনদেন সহজ – ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার ব্যবসায়ীদের  ভারতীয় টাকায় ঋণ দেওয়া যাবে।

আরও পড়ুন- দুর্গাপূজার মহা নবমী! সোশ্যাল মিডিয়ায় কোন বার্তায় করবেন সবার মন জয়?

ব্যাংকিং খাতে প্রভাব

গত একবছরে ব্যাংকের ঋণ প্রবাহ কিছুটা কমেছে। ২০২৪-২৫ সালে ব্যাংক ক্রেডিট প্রবাহ হ্রাস পেলেও নন-ব্যাংকিং সংস্থা সেই ঘাটতি পূরণ করেছে। তাই RBI এবার ব্যাংকগুলিকে নতুন সুযোগ দিয়ে ক্রেডিটের প্রবাহ বাড়াতে চাইছে। অর্থনীতিবিদদের মতে, এটি এক ধরনের ‘dovish stance’— অর্থাৎ ভবিষ্যতে সুদহার কমানোর সম্ভাবনা থাকলেও আপাতত কাঠামোগত সংস্কার দিয়েই বৃদ্ধি বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন- দুর্গাপূজার মহানবমীতে তিনিই আরাধ্যা, কোন গ্রহের সমস্যা দূর করেন দেবী সিদ্ধিদাত্রী?

এই ব্যাপারে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন— 'স্থিতিশীলতা আমাদের প্রথম লক্ষ্য। তবে এর মানে এই নয় যে বৃদ্ধি আটকানো হবে। পরিস্থিতি বদলালে নীতি বদলানোই স্বাভাবিক।'

সার্বিকভাবে দেখা যাচ্ছে, RBI Monetary Policy 2025 সুদহার স্থির রাখলেও বৃদ্ধি বাড়ানোর জন্য বড় কিছু পরিবর্তন এনেছে। এর ফলে একদিকে যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে ব্যাংকিং সেক্টরে নতুন সুযোগও তৈরি হবে।

Policy RBI