Durga Dashami 2025: কতক্ষণ থাকছে দশমী? পঞ্জিকামতে দেবীবরণ চলবে কতক্ষণ, জানুন এখানে

Durga Dashami 2025: দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে থাকে বরণ করার বিশেষ রীতি। এবছর কোন সময়ে, কখন থেকে কতক্ষণ দেবীকে বরণ করা যাবে, জানুন বিস্তারিত।

Durga Dashami 2025: দশমী পুজোর শেষে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে থাকে বরণ করার বিশেষ রীতি। এবছর কোন সময়ে, কখন থেকে কতক্ষণ দেবীকে বরণ করা যাবে, জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Devi Durga Baran

Durga Dashami 2025: পঞ্জিকামতে দেবী বরণ চলবে কতক্ষণ?

Durga Bijaya Dashami 2025: শারদীয় দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসব। চারদিনের পূজা, আনন্দ, ভক্তি আর মিলনের পর আসে বিজয়ার ক্ষণ। এই সময়ই দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে থাকে এক বিশেষ আচার—বরণ। 

Advertisment

'বরণ' শব্দের অর্থ ও তাৎপর্য

‘বরণ’ শব্দের আক্ষরিক অর্থ হল সসম্মানে গ্রহণ বা অভ্যর্থনা। পুজোর সমাপ্তিতে দেবীকে সসম্মানে বিদায় জানাতে বিবাহিতা মহিলারা বরণে অংশ নেন। এতে থাকে দেবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও পরিবারের কল্যাণ কামনা।

আরও পড়ুন- দুর্গাপূজার মহা নবমী! সোশ্যাল মিডিয়ায় কোন বার্তায় করবেন সবার মন জয়?

Advertisment

বরণের মূল রীতি

সাধারণত মহিলারা পানপাতা মুখে নিয়ে, আলতা ও সিঁদুর পরে, বরণডালা হাতে করে দেবীকে বরণ করেন। ডালার মধ্যে থাকে— চাল, দর্পণ, সিঁদুর, পানপাতা, প্রদীপ। আঞ্চলিক রীতি অনুযায়ী সামগ্রীতে সামান্য পরিবর্তন হয়।

আরও পড়ুন- দুর্গাপূজার মহানবমীতে তিনিই আরাধ্যা, কোন গ্রহের সমস্যা দূর করেন দেবী সিদ্ধিদাত্রী?

বরণের সময় 

আরও পড়ুন- দূর করুন দুর্ভাগ্য, কাজে লাগান আজকের এই দরকারি টিপস

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দশমী তিথি শেষ ২ অক্টোবর সন্ধ্যা ৭টা ১১ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে – দশমী তিথি শেষ দুপুর ২টা ৫৪ মিনিটে। দশমী তিথি থাকাকালীন বরণ করা যাবে না। তিথি শেষ হওয়ার পর যে কোনও শুভক্ষণে বরণ করা যেতে পারে। দু’টি পঞ্জিকাতেই অমৃতযোগ উল্লেখ রয়েছে। এই সময়কে বিশেষভাবে শুভ বলে ধরা হয়। সকাল, দুপুর ও সন্ধ্যায় আলাদা আলাদা অমৃতযোগ থাকায় ভক্তেরা সেসব সময় বরণ করতে পারেন।

আরও পড়ুন- ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক, কে এই ডা. নীলরতন সরকার?

বাংলার বিভিন্ন অঞ্চলে বরণের ধরনে সামান্য পার্থক্য দেখা যায়। কোথাও আলতা–সিঁদুর প্রাধান্য পায়, আবার কোথাও শাঁখা–পলা বা বিশেষ মন্ত্রোচ্চারণ বরণে অপরিহার্য ধরা হয়। তবে মূল উদ্দেশ্য দেবীকে সসম্মানে বিদায় জানানো। বরণ শুধু রীতি নয়, এটি ভক্তি ও আবেগের মেলবন্ধন। বিশ্বাস করা হয়, দেবীকে সসম্মানে বিদায় জানালে পরিবারের সমৃদ্ধি, সুখ-শান্তি ও কল্যাণ বজায় থাকে। আসলে দুর্গা পূজা শুধু আনন্দ নয়, এটি শাস্ত্রনির্ধারিত আচার এবং আধ্যাত্মিকতার মিশ্রণ। তাই বিসর্জনের আগে বরণ অনুষ্ঠানকে সঠিক নিয়মে পালন করা অন্যতম কর্তব্য বলেই ভক্তদের বিশ্বাস।

durga Bijaya Dashami