/indian-express-bangla/media/media_files/2025/02/05/jBdt31aghaqnuHfWZQZf.jpg)
Rashifal Remedies: এইসব টিপস মেনে চললে দূর হবে দুর্ভোগ।
Rashifal Remedies, 01 October 2025: আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ-নক্ষত্রের বিরাট প্রভাব রয়েছে। এর জেরে পোহাতে হয় নানা দুর্ভোগ। কিন্তু, নির্দিষ্ট টিপস মেনে চললে দুর্ভোগ দূর হয় সহজেই, মেলে সাফল্যও।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের দিনে আপনার শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। রুপোর পাত্রে দই রেখে দিলে তা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। শনি মন্দিরে সাতটি বাদাম ও সাতটি কালো ছোলার দানা দান করলে আপনার প্রেম জীবন সুদৃঢ় হবে।
আরও পড়ুন- দুর্গাপূজায় থিমের ছড়াছড়ি, প্রতিমা তৈরি হচ্ছে নানা জিনিস দিয়ে, শাস্ত্রে কী বলা আছে?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ। দুর্গা মন্দিরে বাদাম অর্পণ করে তার অর্ধেক বাড়িতে নিয়ে আসতে হবে। সেই বাদাম কালো বা নীল কাপড়ে বেঁধে রেখে দিতে হবে বাড়িতে, এর ফলে কর্মজীবনে উন্নতি হবে।
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৪, শুভ রং কালো এবং নীল। হলুদ কাচের বোতলে জল ভোরে সূর্যের আলোয় রেখে দিন ও সেই জল পান করলে আপনি পারিবারিক জীবনে তৃপ্ত থাকবেন।
আরও পড়ুন- দুর্গাপূজায় পঞ্চমী থেকেই এখন 'মহা' শব্দটা জুড়ে দেওয়ার চল, শাস্ত্র কী বলে?
সিংহ/ Leo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। সারারাত সবুজ ছোলা ভিজিয়ে রেখে সকালে তা পাখিদের খাওয়ালে তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ। সাদা গরুকে রুটি খাওয়ালে স্বাস্থ্য খুবই ভালো থাকবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা। কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে সুন্দর করে তুলবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৯, শুভ রং লাল। বাড়িতে আপনার গৃহদেবতার মূর্তিকে পূজা করুন, এর ফলে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। গরুকে সবুজ ঘাস বা সবুজ জাবর খেতে দিলে কর্মজীবনে ভালো ফল ফলবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ১, শুভ রং কমলা। পারিবারিক সুখের জন্য একটি লাল লঙ্কা, ২৭টি মুসুর ডালের দানা এবং ৫ টি লাল ফুল যে কোনও হনুমান মন্দিরে উৎসর্গ করুন।
মীন/ Pisces রাশিফল Rashifal
শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি। কেতুর মন্ত্র ১১ বার জপ করলে উপকার মিলবে।