RRB NTPC railway vacancies: রেলে ৮,৮৭৫ শূন্যপদে নিয়োগ, বিস্তারিত জানুন এখানে

RRB NTPC Recruitment 2025: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮,৮৭৫টি শূন্যপদে নিয়োগ হবে। যোগ্যতা, পরীক্ষা প্যাটার্ন, বেতন কাঠামো, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

RRB NTPC Recruitment 2025: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮,৮৭৫টি শূন্যপদে নিয়োগ হবে। যোগ্যতা, পরীক্ষা প্যাটার্ন, বেতন কাঠামো, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
RRB NTPC railway vacancies

RRB NTPC railway vacancies: ভারতীয় রেল প্রচুর লোক নিচ্ছে।

RRB NTPC Recruitment 2025: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে ভারতীয় রেলের মত বড় প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখছেন? তাহলে এবারই সেই সুযোগ। Railway Recruitment Board (RRB) প্রকাশ করেছে NTPC Recruitment 2025-এর বিজ্ঞপ্তি। এই নিয়োগের মাধ্যমে মোট ৮,৮৭৫টি শূন্যপদ পূরণ করা হবে, যেখানে স্নাতক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisment

বিস্তারিত জেনে নিন

মোট শূন্যপদ (vacancies) সংখ্যা স্নাতক স্তরের (Graduate Level) প্রার্থীদের জন্য ৫,৮১৪টি। উচ্চমাধ্যমিক স্তরের (Undergraduate Level) প্রার্থীদের শূন্যপদ ৩,০৫৮টি। পদভিত্তিক শূন্যপদের তালিকা বলতে, ট্রেন ক্লার্ক পদে ৭৭ জনকে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে ৩৯৪ জনকে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে ১৬৩ জনকে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হবে ২,৪২৪ জনকে। 

আরও পড়ুন- গ্রে মার্কেটে জিএমপি বাড়ল ১১%, সাবস্ক্রিপশন ৪৫ গুণ, শেয়ার অ্যালটমেন্ট কবে?

Advertisment

সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে ৬৩৮ জনকে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হবে ৯২১ জনকে। চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হবে ১৬১ জনকে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ৫৯ জনকে। গুডস ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হবে ৩,৪২৩ জনকে। স্টেশন মাস্টার পদে নিয়োগ করা হবে ৬১৫ জনকে। 

আরও পড়ুন-  বদলাতে পারে ভাগ্য! নবরাত্রির চতুর্থীতে এভাবে করুন কুষ্মাণ্ডার পূজা

এই নিয়োগ ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC) অনুযায়ী হবে। বেতনসীমা পদভেদে প্রতিমাসে হবে ১৯,৯০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা। নির্বাচন হবে একাধিক ধাপে। CBT 1 (Screening Test)-এর সময়সীমা ৯০ মিনিট, প্রশ্ন: ১০০ নম্বরের (সাধারণ জ্ঞান – ৪০, গণিত – ৩০, রিজনিং – ৩০)। 

আরও পড়ুন- আইপিওতে লাভের খোঁজে? জিএমপি, সাবস্ক্রিপশনের তুলনা দেখে জানুন, কোনটা সেরা?

CBT 2 (Main Test)-এর সময়সীমা ৯০ মিনিট। প্রশ্ন হবে ১২০ নম্বরের। তার মধ্যে সাধারণ জ্ঞান – ৫০ নম্বরের, গণিত – ৩৫ নম্বরের, রিজনিং – ৩৫ নম্বরের। মোট পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট।)। Skill/Typing/Aptitude Test হবে প্রয়োজন অনুযায়ী। নেগেটিভ মার্কিং থাকছে। প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন- 'আরামবাগের গান্ধী'! সততায় যেন নিখাদ সোনা ছিলেন প্রফুল্ল সেন

স্নাতক পদে আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। আন্ডারগ্র্যাজুয়েট পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। বয়সসীমা ও সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় আলাদা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। বিস্তারিত বিজ্ঞপ্তি, আবেদন ফি, এবং গুরুত্বপূর্ণ তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে। 

ভারতীয় রেল হল দেশের অন্যতম বৃহত্তম নিয়োগকারী সংস্থা। এখানে চাকরি মানে স্থায়ী ও নিরাপদ ভবিষ্যৎ। নিয়মিত বেতন, বিভিন্ন ভাতা, মেডিক্যাল সুবিধা, পেনশন এবং পরিবারের জন্য স্থিতিশীল জীবনযাপন — সব মিলিয়ে এই নিয়োগ প্রতিটি চাকরিপ্রার্থীর কাছে স্বপ্নের সুযোগ। 

vacancies Railway