Jaro institute ipo gmp: আইপিওতে লাভের খোঁজে? জিএমপি, সাবস্ক্রিপশনের তুলনা দেখে জানুন, কোনটা সেরা?

Jaro institute ipo gmp: জিএমপি (GMP) ট্রেন্ড, সাবস্ক্রিপশন স্ট্যাটাস, ইস্যু ডিটেলস এবং লিস্টিংয়ের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কীভাবে লাভ করতে পারেন, দেখুন।

Jaro institute ipo gmp: জিএমপি (GMP) ট্রেন্ড, সাবস্ক্রিপশন স্ট্যাটাস, ইস্যু ডিটেলস এবং লিস্টিংয়ের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কীভাবে লাভ করতে পারেন, দেখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
IPO Profit

IPO Profit: আইপিওতে কীভাবে লাভের মুখ দেখবেন?

Jaro institute ipo gmp: আজকের আইপিও মার্কেটে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে Solarworld Energy Solutions, Seshaasai Technologies ও Jaro Institute। এই তিনটি ইস্যুর বিডিং আজই শেষ হচ্ছে। তাই বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই জানতে চাইছেন—কোন IPO-তে ঝুঁকি তুলনামূলক কম এবং কোনটিতে লিস্টিং গেইনের সম্ভাবনা বেশি?

Advertisment

কীভাবে লাভ করতে পারবেন? দেখে নিন

GMP ট্রেন্ড বলছে, গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) চলছে প্রায় ৫৬ টাকা দরে। প্রাইস ব্যান্ডের উচ্চসীমা ৩৫১ টাকা ধরলে লিস্টিং প্রাইস হতে পারে প্রায় ৪০৭ টাকা। লাভের সম্ভাবনা ১৬%। সেশাসাই টেকনোলজিস (Seshaasai Technologies)-এর জিএমপি (GMP) ৫৫ টাকা। প্রাইস ব্যান্ড ৪২৩-এর ওপরে ধরে লিস্টিং হতে পারে ৪৭৮ টাকার কাছাকাছি। সম্ভাব্য গেইন ১৩%। জারো ইনস্টিটিউট (Jaro Institute)-এর শুরুতে জিএমপি (GMP) ছিল ১২৩ টাকা। বর্তমানে তা নেমে এসেছে ১০৬ টাকায়। তবুও, প্রাইস ব্যান্ড ৮৯০ টাকা ধরলে লিস্টিং হতে পারে ৯৯৬ টাকা। সম্ভাব্য লাভ হতে পারে ১১.৯%। তবে মনে রাখতে হবে, জিএমপি (GMP) শুধু একটি অনানুষ্ঠানিক সূচক। আসল লিস্টিং প্রাইস নির্ভর করে মার্কেট সেনটিমেন্ট ও ডিমান্ডের ওপর।

আরও পড়ুন-  বদলাতে পারে ভাগ্য! নবরাত্রির চতুর্থীতে এভাবে করুন কুষ্মাণ্ডার পূজা

Advertisment

ইস্যু ডিটেলস দেখে নিন একনজরে। সোলার ওয়ার্ল্ড এনার্জি সলিউশন আইপিও (Solarworld Energy Solutions IPO)-এর প্রাইস ব্র্যান্ড ৩৩৩ থেকে ৩৫১ টাকা। ইস্যু সাইজ ৪৯০ কোটি টাকা। এর মধ্যে ফ্রেশ ইস্যুর মূল্য হল ৪৪০ কোটি টাকা। এছাড়া ওএফএস আর ও ৫০ কোটি টাকা বেশি। এর লট সাইজ ৪২ শেয়ার। টেন্টেটিভ লিস্টিং ধার্য হয়েছে ৩০ সেপ্টেম্বর। সেশাসাই টেকনোলজিস আইপিও (Seshaasai Technologies IPO)-এর প্রাইস ব্র্যান্ড ধার্য হয়েছে ৪০২ টাকা থেকে ৪২৩ টাকা। ইস্যু সাইজ ৮১৩.০৭ কোটি টাকা। যার ফ্রেশ মূল্য ৪৮০ কোটি টাকা। তার সঙ্গে যুক্ত হবে ৩৩৩.০৭ কোটি টাকা ওএফএস। এই শেয়ারের লট সাইজ ৩৫ শেয়ার। অ্যালটমেন্ট ডেট ২৬ সেপ্টেম্বর। 

আরও পড়ুন- 'আরামবাগের গান্ধী'! সততায় যেন নিখাদ সোনা ছিলেন প্রফুল্ল সেন

জারো ইনস্টিটিউট আইপিও (Jaro Institute IPO)-এর প্রাইস ব্যান্ড ৮৪৬ টাকা থেকে ৮৯০ টাকা। ইস্যু সাইজ ৪৫০ কোটি টাকা। যার মধ্যে ফ্রেশ মূল্য ১৭০ কোটি টাকা এবং ওএফএস ২৮০ কোটি টাকা। লট সাইজ ১৬ শেয়ার। লিস্টিং রয়েছে এনএসই এবং বিএসই (NSE ও BSE)-তে। লিস্টিং ডেট ৩০ সেপ্টেম্বর। এর সাবস্ক্রিপশন স্ট্যাটাস তৃতীয় দিনের শেষে Solarworld Energy IPO: 4.9x সাবস্ক্রাইব, Seshaasai Technologies IPO: 3.54x সাবস্ক্রাইব, Jaro Institute IPO: 2.33x সাবস্ক্রাইব। এখানে স্পষ্ট, সোলারওয়ার্ল্ড এনার্জি (Solarworld Energy)-এর ডিমান্ড তুলনামূলক বেশি।

আরও পড়ুন- দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আনুন জীবনে! জানুন টিপস!

এই কোম্পানির ব্যবসার ধরনের মধ্যে সোলার ওয়ার্ল্ড এনার্জি সলিউশনস (Solarworld Energy Solutions) সোলার এনার্জি EPC সার্ভিস, PPA মডেল ও নবায়নযোগ্য শক্তির সমাধান করবে। সেশাসাই টেকনোলজিস (Seshaasai Technologies) বিএফএসআই (BFSI) সেক্টরে পেমেন্ট সলিউশন, আইওটি (IoT), ফালফিলমেন্ট ও কমিউনিকেশন সার্ভিস দিয়ে থাকে। জারো ইনস্টিটিউট অনলাইন উচ্চশিক্ষা ও আপস্কিলিং প্ল্যাটফর্ম, আইআইটি-আইআইএম (IIT-IIM)-সহ ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপে রয়েছে।

আরও পড়ুন- কন্যাকুমারী ভ্রমণ গাইড, দুই দিনে ঘুরে দেখুন তিন সাগরের মিলনস্থল

শর্ট টার্ম লিস্টিং গেইন চাইলে সোলারওয়ার্লড এনার্জি এবং সেশাসাই টেকনোলজিস (Solarworld Energy ও Seshaasai Technologies)-এর কথা ভাবা যেতে পারে। দুটোই আকর্ষণীয়। বিশেষ করে সোলার ওয়ার্ল্ড (Solarworld)-এর সাবস্ক্রিপশন ও জিএমপি (GMP), দুটোই লাভদায়ক। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে সেশাসাই বিএফএসআই (Seshaasai BFSI) ও টেক সার্ভিস সেক্টরে কাজ করছে। এটি ডাইভারসিফাইড ব্যবসা। জারো ইনস্টিটিউট (Jaro Institute) এড-টেক সেক্টরে কাজ করছে। এখানে প্রতিযোগিতা প্রবল। কিন্তু, সম্ভাবনাও বড়। মোদ্দা কথা, জিএমপি (GMP) ট্রেন্ড অনুযায়ী সোলারওয়ার্ল্ড এনার্জি (Solarworld Energy) সামান্য এগিয়ে আছে, তবে ঝুঁকি কমাতে চাইলে ডাইভারসিফিকেশন জরুরি।

মূল কথা হল- সোলারওয়ার্ল্ড এনার্জি আইপিও বনাম সেশাসাই টেক আইপিও বনাম জারো ইনস্টিটিউট আইপিও (Solarworld Energy IPO Vs Seshaasai Tech IPO Vs Jaro Institute IPO)-এর তুলনায় স্পষ্ট যে তিনটি কোম্পানিরই আলাদা সম্ভাবনা আছে। জিএমপি (GMP) ও সাবস্ক্রিপশন ডেটা দেখে বোঝা যাচ্ছে যে, সোলার ওয়ার্ল্ড (Solarworld ও Seshaasai) বিনিয়োগকারীদের মধ্যে বেশি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে জারো ইনস্টিটিউট (Jaro Institute) একটু পিছিয়ে থাকলেও এড-টেক গ্রোথ সম্ভাবনার কারণে দীর্ঘমেয়াদে নজর কাড়তে পারে।

gmp IPO