/indian-express-bangla/media/media_files/2025/09/01/us-visa-2025-09-01-14-52-59.jpg)
US Visa: ভিসা সমস্যায় মার্কিন পর্যটনে ধাক্কা।
US Visa: দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দর্শনার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালের জুন মাসে ন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অফিস (NTTO)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র ২.১ লক্ষ ভারতীয় আমেরিকা ভ্রমণ করেছেন। গত বছরের জুন মাসে এই সংখ্যা ছিল ২.৩ লক্ষ, অর্থাৎ ৮% বেশি।
যুক্তরাষ্ট্রের পর্যটনে ধাক্কা
পর্যটনে এই ধাক্কা মার্কিন যুক্তরাষ্ট্র শুধু জুন মাসেই খায়নি। জুলাই মাসের তথ্যও বলছে, ২০২৪ সালের তুলনায় ৫.৫% কম ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন। এ তো গেল শুধু ভারতীয় পর্যটকদের কথা। পরিসংখ্যান বলছে, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট বিদেশি পর্যটকের সংখ্যাই কমেছে। আর সেটা ৬.২%। মে মাসে কমেছে ৭% এবং মার্চে কমেছে ৮%। শুধুমাত্র জানুয়ারি এবং এপ্রিলে এই হারের সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল।
আরও পড়ুন- ৬ ঘণ্টার সার্জারিতে শিশুর জীবন রক্ষা, কে এই ভাইরাল চিকিৎসক?
বছরের পর পর উচ্চশিক্ষার জন্য ভারতীয় ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রে যান। কিন্তু, বর্তমান ট্রাম্প প্রশাসন এবার ছাত্রদের ভিসা দিতে গড়িমসি করছে। অনেক শিক্ষার্থী মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ভিসা বিলম্বের কারণে যেতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, যাঁরা ইতিমধ্যেই ১০ বছরের B1/B2 ভিসা পেয়েছেন, কেবল তাঁরাই আমেরিকায় যাচ্ছেন। সেখানে ভ্রমণ করতে পারছেন। তবে নতুন ভিসা প্রক্রিয়ার বিলম্ব এবং কঠোর নীতি যাঁরা এখনও আমেরিকায় যাননি, সেই সব ছাত্রদের ওপর দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলছে।
আরও পড়ুন- আমেরিকার ভিসা নিয়ে কড়াকড়ি! ভারতীয়দের জন্য দরজা খুলে দিল এই বিখ্যাত দেশ
এবং
আরও পড়ুন- এন্টারপ্রেনার ভিসা বন্ধ, বিজনেস ইনভেস্টরদের দরজা খুলল নিউজিল্যান্ড
২০২৫ সালের মে–জুন মাসে ভারতের ভ্রমণ শিল্প একাধিক সমস্যার মুখে পড়েছে। জম্মু–কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ থাকা এবং এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ দুর্ঘটনা- এগুলোই ভারতীয় পর্যটকদের আমেরিকা সফর কমার পিছনে অন্যতম কারণ হয়ে উঠেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটকরা যান, তাঁদের মধ্যে সংখ্যার দিক থেকে ভারতের স্থান চতুর্থ। এই ব্যাপারে ভারতের আগে রয়েছে কানাডা, মেক্সিকো এবং ব্রিটেন।
আরও পড়ুন- আমেরিকার F-1 ভিসার নিয়ম আরও কঠোর, মহা বিপাকে ভারতীয় পড়ুয়ারা!
এপ্রিল মাসেই প্রায় ২৯ লক্ষ ভারতীয় বিদেশ ভ্রমণ করেছিলেন। তার মধ্যে আমেরিকা ছিল পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, যদি ভিসা ইস্যু করার গতি আরও ধীর হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ভ্রমণকারীর সংখ্যা আরও কমতে পারে। আপাতত ছাত্র ভিসার ওপর এর প্রভাব স্পষ্ট হলেও, ভবিষ্যতে ব্যবসা ও পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে।