Top 10 port: দেখে নিন ভারতের সেরা ১০ সমুদ্রবন্দরের তালিকা।
Top 10 Port: ২০২৫ সালের জুন পর্যন্ত ভারত সামুদ্রিক খাতে এক বড় মাইলফলক স্পর্শ হয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের ১২টি প্রধান বন্দর মোট ৮৫৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে, যা আগের অর্থবর্ষে পরিবাহিত ৮১৯ মিলিয়ন টনের তুলনায় ৪.৩ শতাংশ বেশি।
Advertisment
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত ভারতের সেরা পাঁচটি প্রধান বন্দর মিলে মোট পণ্য পরিবহনের ৬৩.১২% পরিচালনা করেছে। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ওড়িশার পারাদ্বীপ বন্দর, যা একাই ১৩.১৪ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে।
সেরা ১০ বন্দর এবং তাদের পণ্য পরিবহণের পরিসংখ্যান (জুন ২০২৫)
মর্যাদাক্রম
বন্দরের নাম
রাজ্য
২০২৫ সালের জুন (এমএমটি)
২০২৪ সালের জুন (এমএমটি)
বৃদ্ধি (এমএমটি)
১
পারাদ্বীপ (পিপিএ)
ওড়িশা
১৩.১৪
১২.৯৬
০.১৮
২
দীনদয়াল (ডিপিএ)
গুজরাট
১২.০৩
১১.৫৫
০.৪৮
৩
জওহরলাল নেহরু (জেএনপিএ)
মহারাষ্ট্র
৭.৫৬
৭.৪০
০.১৬
৪
বিশাখাপত্তনম (ভিপিএ)
অন্ধ্রপ্রদেশ
৭.৩৩
৬.৯৮
০.৩৫
৫
শ্যামা প্রসাদ মুখার্জি (এসএমপি কলকাতা)
পশ্চিমবঙ্গ
৫.৯৩
৫.৩৫
০.৫৮
৬
মুম্বাই (এমবিপিএ)
মহারাষ্ট্র
৫.৬৮
৪.৯৭
০.৭১
৭
চেন্নাই (সিএইচপিএ)
তামিলনাড়ু
৫.০৮
৪.২৫
০.৮৩
৮
কামরাজার (কেএএম)
তামিলনাড়ু
৪.৪১
৪.০৯
০.৩২
৯
ভিও চিদাম্বরনার (ভিওসি)
তামিলনাড়ু
৩.৫৭
৩.৪০
০.১৭
১০
কোচিন (সিপিএ)
কেরালা
৩.৪০
৩.৩৩
০.০৭
প্রথম স্থানে পারাদ্বীপ বন্দর
ওড়িশার পারাদ্বীপ বন্দর ১৮.০৪% শেয়ার নিয়ে দেশের সবচেয়ে বড় কার্গো হ্যান্ডলার। ২০২৪ সালের জুনে যেখানে পণ্য পরিবহণের পরিমাণ ছিল ১২.৯৬ এমএমটি, ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.১৪ এমএমটি।
তালিকায় তামিলনাড়ুর তিনটি বন্দর— চেন্নাই, কামরাজার ও ভিও চিদাম্বরনার রয়েছে। যা তামিলনাড়ুর কাছে বিশেষ গর্বের। আর, এটা ভারতের বাণিজ্যিক ও সামুদ্রিক খাতে তামিলনাড়ুর গুরুত্ব প্রমাণ করে।
গুজরাটের দীনদয়াল বন্দর ১২.০৩ এমএমটি পণ্য পরিবহণ করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর ৭.৫৬ এমএমটি পণ্য পরিবহণ করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
গোয়ার মরমুগাও বন্দর যদিও আয়তনে ছোট, তবে এর পরিবাহিত পণ্যের পরিমাণ বৃদ্ধির হার উল্লেখযোগ্য। ভারতের সামুদ্রিক খাত যে ক্রমাগত উন্নতির দিকে এগোচ্ছে, দেশের রফতানি এবং আমদানির ক্ষেত্রে বড় ইতিবাচক প্রভাব ফেলছে, এই তালিকাই তার প্রমাণ।