Writer Virginia Woolf: 'টু দ্য লাইটহাউস' বা 'মিসেস ডালোওয়ে'-এর মত উপন্যাস। কিংবা 'এ রুম অফ ওয়ানস ওন' (নারীবাদী প্রবন্ধ), 'দ্য ওয়েভস' এবং 'অরল্যান্ডো'-র স্রষ্টা অ্যাডলিন ভার্জিনিয়া স্টিফেন। বিংশ শতাব্দীর এই বিখ্যাত ইংরেজ লেখিকা ভার্জিনিয়া উলফ নামে পরিচিত। তিনি আধুনিকতাবাদী সাহিত্য আন্দোলনের অন্যতম প্রভাবশালী গ্রন্থকার। বিশ্বজোড়া খ্যাতির এই মালকিন নাকি বাঙালি বংশোদ্ভূত। এমনটাই দাবি তাঁর প্রপৌত্র 'রিটার্ন অফ আ কিং: দ্য ব্যাটল অফ আফগানিস্তান'-এর লেখক তথা স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পলের।
ডালরিম্পলের দাবি
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ডালরিম্পল বলেছেন, 'ভার্জিনিয়া উলফ সম্পর্কে আমি এমন অনেক কিছু বলতে পারি, যা অনেকেই জানেন না। তিনি ছিলেন আংশিক বাঙালি। কারণ, আমাদের পূর্বপ্রজন্মের একজন ছিলেন বাঙালি। আমরা তাঁর বংশধর। তিনি চন্দননগরে থাকতেন।' ১৮৮২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন ভার্জিনিয়া। খুব অল্প বয়সে লেখালেখি শুরু করেছিলেন। তাঁর প্রথম উপন্যাস 'দ্য ভয়েজ আউট' প্রকাশিত হয়েছিল ১৯১৫ সালে। কিন্তু, অবসাদ তাঁকে এমনভাবে গ্রাস করেছিল যে মাত্র ৫৯ বছর বয়সে আত্মহত্যা করেন।
আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট
এবং
আরও পড়ুন- একফোঁটা তেলও লাগবে না, বাড়িতেই বানান সুস্বাদু এই পনিরের তরকারি
তাঁর পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন জুলিয়া মার্গারেট ক্যামেরন। তিনি আবার ছিলেন উনবিংশ শতাব্দীর অন্যতম নামী আলোকচিত্রী। ডালরিম্পলের দাবি, তাঁর কাছে চন্দননগরের সেই বাঙালি দিদা এবং ফরাসি দাদুর বিয়ের শংসাপত্র রয়েছে। তাঁর সেই দিদা লন্ডন এবং প্যারিসে স্বামীর সঙ্গে থাকাকালীন ভারতীয় কায়দায় গয়না এবং পোশাক পরতেন বলেও দাবি ডালরিম্পলের। চন্দননগর সেই সময় ছিল ফরাসিদের উপনিবেশ। ডালরিম্পলের দাবি, তাঁর সেই দিদা চন্দননগরের ফরাসি অফিসারকে বিয়ে করেছিলেন। আর, ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
আরও পড়ুন- ঘাড়ে কালো দাগ? আলু ও বেকিং সোডার এই ঘরোয়া পদ্ধতিতে পাবেন জাদুর মত ফল
আরও পড়ুন- আজ হিরোশিমা দিবস, ভয়ংকর ঐতিহাসিক ঘটনায় জড়িত এই কথাগুলো জানতেন?
তাঁদের বংশধর জেমস প্যাটলে হলেন ডালরিম্পলদের পূর্বপুরুষ। যিনি খাঁচায় ঢুকে আটলান্টিক মহাসাগর পার হওয়ার দাবি করে ভারতের সবচেয়ে বড় মিথ্যেবাদীর কুখ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি মদ্যপান করে আত্মহত্যা করেন বলেও অভিযোগ ওঠে। ডালরিম্পল জানিয়েছেন, ভার্জিনিয়া উলফ অনেকটা বাঙালিদের মত দেখতে ছিলেন। শুধু তাই নয়, ডালরিম্পলের দাবি, ভার্জিনিয়া উলফের লেখাও তৎকালীন বাংলার সাহিত্যশৈলী দ্বারা প্রভাবিত হয়েছিল।