Top 10: গবেষণা ও উন্নয়নে সবচেয়ে বেশি খরচ করে এই ১০ দেশ! তারা কারা জানেন?

Top 10: বিশ্বের সেরা ১০টি গবেষণা ও উন্নয়ন ব্যয়কারী দেশের তালিকায় ভারত ৭১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেও ৭ম স্থানে রয়েছে। জেনে নিন কারা আছে শীর্ষে!

Top 10: বিশ্বের সেরা ১০টি গবেষণা ও উন্নয়ন ব্যয়কারী দেশের তালিকায় ভারত ৭১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেও ৭ম স্থানে রয়েছে। জেনে নিন কারা আছে শীর্ষে!

author-image
IE Bangla Web Desk
New Update
Top 10 Country

Top 10 Country: গবেষণা এবং উন্নয়নে সেরা ১০ দেশ।

Top 10 Country: গবেষণা ও উন্নয়ন (Research & Development - R&D) আধুনিক বিশ্বের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। প্রযুক্তি, মেডিক্যাল, পরিবেশ, কৃষি থেকে শুরু করে প্রতিটি সেক্টরে নতুন উদ্ভাবন এবং উন্নয়নের পিছনে রয়েছে এই খাতের বিশাল ব্যয়। বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা (WIPO)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী R&D খাতে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২.৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

গবেষণা এবং উন্নয়নে আন্তর্জাতিক ব্যয়

Advertisment

২০০০ সালে আন্তর্জাতিক R&D ব্যয় ছিল মাত্র ১ ট্রিলিয়ন ডলার। মাত্র দুই দশকে এই ব্যয় প্রায় তিনগুণ হয়েছে। এটি প্রমাণ করে যে, উদ্ভাবন থেমে নেই বরং ত্বরান্বিত হয়েছে। ২০০০ সালে বিশ্ব GDP-র তুলনায় R&D খাতে ব্যয় ছিল ১.৫% এর নীচে, ২০২৩ সালে তা প্রায় ২%-এ পৌঁছেছে।

আরও পড়ুন- এভাবে তৈরি করুন পটলের তরকারি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!

বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়নে এশিয়ার আধিপত্য ক্রমেই বাড়ছে। ২০০০ সালে এশিয়ার অংশ ছিল ২৫%, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৬%। দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলি যেমন চীন, কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড এই অগ্রগতির প্রধান কারিগর। অন্যদিকে, উত্তর আমেরিকার R&D অংশ ২৯%, ইউরোপের ২১%। আর মধ্য ও দক্ষিণ এশিয়ার ৩%, যার নেতৃত্বে ভারত। 

Advertisment

আরও পড়ুন- অল্প মধুর সঙ্গে এটি মিশিয়ে নিন, জট ছাড়বে, চুল হবে রেশমের মত!

ভারত বর্তমানে বিশ্বে ৭ম স্থানে রয়েছে R&D বিনিয়োগে। ৭১.৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ভারত শুধু নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যেই নয়, বরং গ্লোবাল প্লেয়ার বা আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রথমসারির দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতে R&D খাতে বিনিয়োগের বড় অংশ আসে সরকারি ও পাবলিক ইনস্টিটিউট থেকে। তবে বেসরকারি খাতের অংশও বাড়ছে। ফার্মা, আইটি, এগ্রি-টেক, ডিফেন্স এবং এডুকেশন সেক্টর এই খাতে মূল ভূমিকা রাখছে।

আরও পড়ুন- মানসিক চাপ কি বয়স বাড়ার সঙ্গে বাড়ে? কী বলছেন চিকিৎসকরা

ইজরায়েল, ভিয়েতনাম, আয়ারল্যান্ডের মতো দেশগুলিতে ৮০-৯২% R&D ব্যয় বেসরকারি খাত থেকে আসে। চীন, যুক্তরাষ্ট্র, কোরিয়ার মত দেশও এই খাতের ৫০%-এর বেশি ব্যয় বেসরকারি বিনিয়োগের সাহায্যেই করে। অন্যদিকে, মিশর, কেনিয়া, রুয়ান্ডার মতো দেশে গবেষণায় সরকারি ব্যয়ই প্রধান উৎস।

আরও পড়ুন- সাবুর মোমো! এক রেসিপিতেই মিলবে স্বাদ এবং স্বাস্থ্য, হাড় হবে মজবুত!

বিশ্বব্যাপী R&D বিনিয়োগের মানচিত্রে একটি বড় পরিবর্তন ঘটেছে। শুধু উচ্চ আয়ের দেশই নয়, ভারত, ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মত উন্নয়নশীল দেশও এখন উদ্ভাবনের অগ্রভাগে। এই পরিবর্তন ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতির দিশা দেখায় এবং উদ্ভাবনী অর্থনীতির জন্য ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।

Country Top 10