Age and Stress: মানসিক চাপ কি বয়স বাড়ার সঙ্গে বাড়ে? কী বলছেন চিকিৎসকরা

Age and Stress: বয়স বাড়ার সঙ্গে কি মানসিক চাপও বাড়ে? নাকি অভিজ্ঞতা এবং মানসিক স্থিতিশীলতা চাপ মোকাবিলায় সাহায্য করে? বিশেষজ্ঞদের মতামত ও করণীয় কী, জেনে নিন।

Age and Stress: বয়স বাড়ার সঙ্গে কি মানসিক চাপও বাড়ে? নাকি অভিজ্ঞতা এবং মানসিক স্থিতিশীলতা চাপ মোকাবিলায় সাহায্য করে? বিশেষজ্ঞদের মতামত ও করণীয় কী, জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Age and Stress

Age and Stress: মানসিক চাপ কমাতে ধ্যান অত্যন্ত জরুরি।

Age and Stress: জীবনের প্রতিটি ধাপে মানসিক চাপ বা স্ট্রেস একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এই চাপের ধরন, কারণ এবং প্রতিক্রিয়া কেমনভাবে পরিবর্তিত হয়, তা বুঝতে পারা খুবই জরুরি।

Advertisment

শৈশব ও কৈশোর: চাপে ভরা বেড়ে ওঠা

শিশু ও কিশোরদের ক্ষেত্রে মানসিক চাপ আসে বেশিরভাগ সময় পারিবারিক অশান্তি, পড়াশোনার চাপ ও সামাজিক মানিয়ে চলার চেষ্টার মধ্যে দিয়ে। পরীক্ষার ফল, বন্ধুদের সঙ্গে মানিয়ে নেওয়া অথবা অভিভাবকদের প্রত্যাশা অনেক সময় তাঁদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

Advertisment

আরও পড়ুন- সাবুদানার মোমো, এক রেসিপিতেই স্বাদ আর স্বাস্থ্য, হাড় হবে মজবুত!

তারুণ্য: সম্পর্ক, ক্যারিয়ার ও আর্থিক চ্যালেঞ্জ

তরুণ প্রজন্ম প্রেমের সম্পর্ক, চাকরি পাওয়া, স্বনির্ভর হওয়া এবং সামাজিক স্বীকৃতি পাওয়ার চাপ সামলাতে প্রতিনিয়ত সংগ্রাম করে। কেরিয়ার গড়ার সময় আর্থিক অনিশ্চয়তা এবং আত্মপরিচয়ের সংকটও মানসিক চাপ বাড়িয়ে তোলে।

আরও পড়ুন- ফেসওয়াশ কেনেন? তার দরকার হবে না! জানুন ঘরোয়া পদ্ধতি

মধ্যবয়স: দ্বৈত দায়িত্বের চাপে বিপর্যস্ত

গুরুগ্রামের মারেঙ্গো এশিয়া হাসপাতালের মনোবিজ্ঞানী ডা. মুনিয়া ভট্টাচার্য বলেন, 'মধ্যবয়সি মানুষদের একদিকে পেশাগত চাপ, অন্যদিকে সন্তান এবং বৃদ্ধ বাবা-মার দায়িত্ব পালনের কারণে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতে হয়।' একইসঙ্গে তিনি বলেন, 'এই বয়সের মানুষ মানসিক চাপ পরিচালনায় তুলনামূলকভাবে বেশি দক্ষ হয়। কারণ তাঁরা সমস্যা সমাধানের কৌশল এবং সামাজিক সহায়তার ওপর নির্ভর করতে শিখে যান।' 

আরও পড়ুন- স্নানের আগে এই জিনিসটি লাগান, চুল হবে রেশমের মত নরম, মসৃণ

বার্ধক্য: চাপের নতুন রূপ

বয়স্ক ব্যক্তিরা শারীরিক দুর্বলতা, প্রিয়জন হারানো এবং আর্থিক নিরাপত্তার অভাব থেকে চাপ অনুভব করেন। তবে ড. ভট্টাচার্য বলেন, 'বয়স্করা জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষিত হয়ে মানসিকভাবে স্থিতিশীল থাকেন এবং চাপের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারেন।'

আরও পড়ুন- বানিয়ে ফেলুন মাছের এই ঝুরো, শিশু থেকে বৃদ্ধ, একেবারে চেটেপুটে খাবে

গর্ভাবস্থায় মানসিক চাপ

ওকহার্ট হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সোনাল আনন্দ জানান, গর্ভবতী মহিলাদের মধ্যে সন্তানের স্বাস্থ্য, ডেলিভারি সংক্রান্ত চিন্তা এবং নতুন জীবনের প্রস্তুতি থেকে মানসিক চাপ তৈরি হয়। তাই এই সময়ে মানসিক চাপ সামলানোর সহায়তা নেওয়াটা খুব জরুরি।

চাপ কমাতে যা করবেন

বিশেষজ্ঞদের মতে নীচের পদক্ষেপগুলি মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে:
গভীর শ্বাস-প্রশ্বাস: প্রতিদিন অন্তত ১০ মিনিট ধীরে ধীরে নিঃশ্বাস নিন ও ছাড়ুন।
সুস্থ জীবনধারা: নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার এবং ব্যায়াম মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
জার্নাল লেখা: প্রতিদিন নিজের অনুভূতির রেকর্ড রাখা চাপ কমাতে সাহায্য করে।
মননশীলতা অনুশীলন (Mindfulness): মেডিটেশন, যোগব্যায়াম বা ধ্যান মানসিক প্রশান্তি আনে।
সামাজিক সম্পর্ক রক্ষা: পরিবার-বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখুন, কথা বলুন।
সাহায্য নিন: প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বয়স এবং মানসিক চাপের মধ্যে সম্পর্ক জটিল হলেও, সঠিক জ্ঞান এবং পরিকল্পনার মাধ্যমে চাপকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে কোনও বয়সেই মানসিক চাপের মোকাবিলায় মানসিক চর্চা, স্বাস্থ্যকর জীবনধারা এবং সামাজিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসিক চাপকে উপেক্ষা না করে সময়মতো সাহায্য নেওয়াই হতে পারে সুস্থতার চাবিকাঠি।

stress age