Urban company ipo gmp: ইস্যু খোলার আগে গ্রে মার্কেটে ২৮ টাকা প্রিমিয়াম! এই আইপিও নিয়ে হইচই

Urban company ipo gmp: Urban Company IPO ১০ সেপ্টেম্বর দরপত্রের জন্য খোলা হবে। গ্রে মার্কেটে শেয়ারের প্রিমিয়াম ২৮ টাকা। যা তালিকাভুক্তির সময় প্রায় ২৭% লাভের ইঙ্গিত দিচ্ছে।

Urban company ipo gmp: Urban Company IPO ১০ সেপ্টেম্বর দরপত্রের জন্য খোলা হবে। গ্রে মার্কেটে শেয়ারের প্রিমিয়াম ২৮ টাকা। যা তালিকাভুক্তির সময় প্রায় ২৭% লাভের ইঙ্গিত দিচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IPO

Urban company ipo gmp: আরবান কোম্পানির আইপিওতে বড় লাভের সম্ভাবনা।

IPO Price: ভারতের জনপ্রিয় হোম সার্ভিস মার্কেটপ্লেস Urban Company তার প্রাথমিক পাবলিক অফার (IPO) নিয়ে বাজারে আসছে। এই ইস্যুটি ১০ সেপ্টেম্বর, বুধবার থেকে দরপত্রের জন্য খোলা হবে। এই IPO ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে।

Advertisment

বাজার সূত্রে জানা গেছে, আরবান কোম্পানির আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) বর্তমানে ২৮ টাকা। এর মানে বিনিয়োগকারীরা ইস্যুর দামের ওপরে আরও ২৮ দিতে রাজি। যদি এই প্রিমিয়ামটাই থেকে যায়, তবে তালিকাভুক্তির দিনে শেয়ারের দাম প্রায় ১৩৬ টাকায় খুলতে পারে। যা ইস্যু মূল্যের তুলনায় প্রায় ২৭% বেশি।

আরও পড়ুন- নেটওয়েব টেকনোলজিসের ৬ দিনেই কামাল! বিশেষজ্ঞদের কথা শুনলে অবাক হয়ে যাবেন

আইপিওর আকার ও প্রাইস ব্যান্ড

Advertisment

এর ইস্যুর আকার হল ১,৯০০ কোটি টাকা, প্রাইস ব্যান্ড প্রতি শেয়ারের দাম ৯৮টাকা–১০৩ টাকা। নতুন ইস্যু ৪.৫৮ কোটি শেয়ার। যার দাম ৪৭২ কোটি টাকা। বিক্রয় প্রস্তাব (OFS) রয়েছে ১৩.৮৬ কোটি শেয়ারের। যার দাম ১,৪২৮ কোটি টাকা। খুচরো বিনিয়োগকারীদের ক্ষেত্রে ন্যূনতম ১ লট হল ১৪৫ শেয়ার। যার মূল্য প্রায় ১৪,৯৩৫ টাকা। sNII (Small HNI) হল ন্যূনতম ১৪ লট, অর্থাৎ ২,০৩০ শেয়ার। যার দাম ২ লক্ষ টাকার বেশি বিনিয়োগ। আর বড় বিনিয়োগ বা bNII (Big HNI) এর অর্থ ন্যূনতম ৬৭ লট বা ৯,৭১৫ শেয়ার। যার দাম ১০ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন- সন্ধ্যায় মুখের স্বাদ বদলান, ঘরেই বানান দোকানের মত মুচমুচে বেগুনি!

Urban Company হল একটি প্রযুক্তি-চালিত পূর্ণ-স্ট্যাক অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম। এটি গৃহস্থালি ও সৌন্দর্য পরিষেবা গ্রাহকদের কাছে সহজলভ্য করে তোলে। কোম্পানি বর্তমানে ভারত, ইউএই, সিঙ্গাপুর এবং সৌদি আরবের ৫৯টি শহরে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। যার মধ্যে রয়েছে ভারতের ৪৮টি শহর। এই সংস্থা যে পরিষবাগুলো দেয়, তা হল- হাউস ক্লিনিং, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের কাজ, ছুতারের কাজ, অ্যাপ্লায়েন্স রিপেয়ারের কাজ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং স্পা সেবা। 

আরও পড়ুন- ডিজিটাল যুগেও উজ্জল! আজ সাক্ষরতা দিবস পালন বিশ্বজুড়ে

কোম্পানির আর্থিক ফলাফল হল- ২০২২ অর্থবর্ষে (FY22) ৫১৪ কোটি টাকা লোকসান। ২০২৩ অর্থবর্ষে (FY23) ৩১২ কোটি টাকা লোকসান। ২০২৪ অর্থবর্ষে (FY24) ৯২.৭ কোটি টাকা লোকসান। বর্তমান ২০২৫ অর্থবর্ষে (FY25) প্রথম ৯ মাসে ২৩৯.৮ কোটি টাকা নিট মুনাফা। অর্থাৎ, কোম্পানি গত এক বছরে লোকসান থেকে লাভে ফিরেছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। 

আরও পড়ুন- নেহরুকে পস্তাতে হয়েছে, ৬২-তে চিনের কীর্তি মোদীর কাছেও বিরাট শিক্ষা!

Urban Company তাদের IPO থেকে পাওয়া অর্থ ব্যয় করবে প্রযুক্তি উন্নয়ন, পরিবেশ পরিকাঠামো, অফিস স্পেস ও লিজ, বিপণন কার্যকলাপ, সাধারণ কর্পোরেট ক্ষেত্রে। এই Urban Company-র IPO নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ স্পষ্ট। ২৮ টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম বুঝিয়ে দিচ্ছে যে তালিকাভুক্তির দিনে ভালো লাভ হতে পারে। তারপরও, বিনিয়োগ করার আগে আরও ভালোভাবে বোঝার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

price IPO