Green Card: বিরাট বদল! শীঘ্রই মার্কিন গ্রিন কার্ড, এইচ-১বি ভিসা প্রোগ্রামে আসছে বড় পরিবর্তন

Green Card: মার্কিন গ্রিন কার্ড ও H-1B ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। মজুরি-ভিত্তিক নতুন নিয়মে ভারতীয় দক্ষ কর্মীরা কতটা প্রভাবিত হবেন, জেনে নিন।

Green Card: মার্কিন গ্রিন কার্ড ও H-1B ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। মজুরি-ভিত্তিক নতুন নিয়মে ভারতীয় দক্ষ কর্মীরা কতটা প্রভাবিত হবেন, জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Visa

Green Card: মার্কিন ভিসা নীতিতে পরিবর্তন।

Green Card: মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অন্যতম প্রধান গন্তব্য। বিশেষ করে ভারতীয় আইটি এবং প্রযুক্তি খাতের কর্মীরা এখানে সবচেয়ে বেশি সুযোগ পান। তবে এবার H-1B ভিসা প্রোগ্রাম এবং গ্রিন কার্ড ইস্যুতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যা ভারতীয়দের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

H-1B ভিসা 

Advertisment

বর্তমানে H-1B ভিসা লটারির মাধ্যমে বাছাই করা হয়। কিন্তু, নতুন প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র মজুরি-ভিত্তিক সিলেকশন সিস্টেম চালু করতে যাচ্ছে। অর্থাৎ যে কোম্পানি বেশি বেতন দেবে, সেই আবেদনকারীর ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি হবে। এতে বড় টেক কোম্পানিগুলি সুবিধা পাবে, কিন্তু ছোট কোম্পানিগুলির জন্য ভিসা পাওয়া কঠিন হতে পারে।

আরও পড়ুন- ৫ কোটিরও বেশি প্রবাসীর ভিসা কাড়তে চাইছে, বিরাট অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

Advertisment

গ্রিন কার্ড, যা একজনকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ দেয়, সেটির নিয়মেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে আমেরিকান নাগরিকদের চাকরি রক্ষার ওপর জোর দেওয়া হবে।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের নয়া নিয়ম, ভিসা পেতে গেলে কী করবেন জানুন

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর H-1B ভিসার ৭২% ভারতীয় কর্মীরা পেয়েছেন। ফলে এই পরিবর্তন ভারতীয় আইটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গ্রিন কার্ডের দীর্ঘ প্রতীক্ষার তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?

আমেরিকার অভ্যন্তরে অনেকে মনে করেন H-1B ভিসা প্রোগ্রামটি আমেরিকানদের চাকরি কমাচ্ছে। তাই সরকার চাইছে যেন প্রথমে মার্কিন নাগরিকদের নিয়োগ করা হয়। এই কারণেই H-1B ও গ্রিন কার্ডের নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। যদি সব অনুমোদন পাওয়া যায়, তবে ২০২৬ সালের মার্চ থেকে শুরু হওয়া ২০২৭ অর্থবছরের H-1B ফাইলিং মরশুমে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

আরও পড়ুন- প্রথম দিনই দুর্দান্ত বৃদ্ধি, বিক্রম সোলারের শেয়ার নিয়ে বাজারে হইচই

ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমেরিকার শুক্ল নিয়ে সংঘাত শুরু হয়েছে। শুধু তাই নয়, যাঁদের ভিসা শেষ হয়ে গিয়েছে, অথচ আমেরিকায় থেকে যাচ্ছিলেন, তেমন ব্যক্তিদের বেশ কয়েকজনকে ভারতে ফেরতও পাঠিয়ে দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় এনিয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। তারই মধ্যে আমেরিকার ভিসানীতিতে আরও বেশিসংখ্যক প্রবাসী ভারতীয়রা সমস্যায় পড়তে পারেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

Green Card Visa