/indian-express-bangla/media/media_files/2025/10/25/most-dangerous-toilet-in-the-world-2025-10-25-13-17-23.jpg)
Most Dangerous Toilet in the World: বিশ্বের ভয়ংকরতম টয়লেট!
World’s Most Dangerous Toilet: এক প্রত্যন্ত, বরফে ঢাকা পাহাড়ে রয়েছে এমন এক টয়লেট যা দেখলে গায়ে কাঁটা দেয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬০০ মিটার (৮,৫০০ ফুট) উঁচুতে, একদম পাহাড়ের ধারে ঝুলে থাকা এই কাঠের ঘরটিই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর টয়লেট (World’s Most Dangerous Toilet) নামে পরিচিত। এর চারদিক ঘন বরফে ঢাকা, আর নীচে গভীর খাদ। এমন জায়গায় টয়লেট ব্যবহার মানে জীবনের এক বিরাট ঝুঁকি নেওয়া।
কোথায় আছে এই টয়লেট?
এই অদ্ভুত টয়লেটটি রয়েছে রাশিয়ার সাইবেরিয়ার কৃষ্ণয়া কামেনা (Krasnaya Kamena) নামে এক প্রত্যন্ত এলাকায়। যা মূলত একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের (Weather Station) অংশ। এখানে কিছু বিজ্ঞানী ও কর্মী থাকেন, যাঁরা বছরের পর বছর এই দুর্গম স্থানে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
আরও পড়ুন- দুটোই তো রক্ষার শপথ, তাহলে রাখিবন্ধনের সঙ্গে ভাইফোঁটার ফারাকটা কোথায়?
টয়লেটের উদ্দেশ্য ও চ্যালেঞ্জ
পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই টয়লেট তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্যা হল—এটি পাহাড়ের একদম প্রান্তে রয়েছে! প্রতিবার ব্যবহার করতে গেলে প্রবল হাওয়া আর বরফের মাঝে দড়ি ধরে এগোতে হয়। সামান্য পা ফসকালেই নীচে কয়েক হাজার ফুট গভীর খাদ। কর্মীদের মতে, 'এখানে টয়লেটে যাওয়া মানে একরকম রোমাঞ্চকর অভিযান!'
আরও পড়ুন- বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো এবার ভারতে, এদেশে থেকেই বিদেশে শিক্ষালাভের দুরন্ত সুযোগ!
চরম আবহাওয়ার লড়াই
শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল বাতাস, বরফঝড়, আর অন্ধকারে ঢেকে থাকা পাহাড়ি পথ — সব মিলিয়ে টয়লেট পর্যন্ত পৌঁছানোই যেন এক যুদ্ধ। অনেক সময় হেলিকপ্টারেই সরবরাহ পৌঁছাতে হয়, কারণ রাস্তা বরফে বন্ধ থাকে।
আরও পড়ুন- একঘণ্টা চলেই বন্ধ শেয়ার বাজার, কী এই বিক্রম সংবত, কারা মানেন?
কেন একে 'পৃথিবীর সবচেয়ে ভয়ংকর টয়লেট' বলা হয়?
এই টয়লেটের অবস্থান ও পরিবেশ একে পৃথিবীর অন্য যে কোনও টয়লেটের চেয়ে আলাদা করেছে। নীচে সরাসরি গভীর খাদ, চারপাশে বরফে ঢাকা পাহাড়, আর প্রবল ঝোড়ো হাওয়া—সব মিলিয়ে একে বলা হয় 'বিশ্বের ভয়ংকরতম টয়লেট' (World’s Most Extreme Toilet). বিশ্বের নানা প্রান্তের মানুষ এর ছবি দেখলে অবাক হয়ে যান। কিছু লোক আবার সেখানে পৌঁছে সেলফিও তুলেছেন!
আরও পড়ুন- শুধু নিষিদ্ধ বাজিই নয়, গ্রিন ক্র্যাকারেও ছড়ায় ভয়ংকর দূষণ, চমকে দেবে সত্যিটা!
প্রকৃতি বনাম মানুষের লড়াই
এই টয়লেট শুধু এক ধরনের পরিকাঠামোই নয় বরং মানুষের সাহস, অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়া আর বেঁচে থাকার প্রতীক।
অমানবিক পরিবেশেও মানুষ তার প্রয়োজন মেটাতে সক্ষম। এই টয়লেট তারই বাস্তব প্রমাণ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
এই টয়লেটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যখন এক ট্রাভেলার ইনস্টাগ্রামে এটি পোস্ট করেছিলেন।
মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষ বিস্ময়ে জানতে চেয়েছেন, 'এমন জায়গায় কীভাবে টয়লেট ব্যবহার হয়?'
এর অবস্থান
এই টয়লেট যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অনন্য যুদ্ধের প্রতীক। রাশিয়ার সাইবেরিয়ার আবহাওয়া এমনিতেই খারাপ। তার ওপর ৮,৫০০ ফুট উচ্চতায় একটা টয়লেট। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মীরা এখানকার মাইনাস ৫০°C তাপমাত্রা শুধু সহ্য করেন না। চরম প্রতিকূল আবহাওয়ায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর এই টয়লেট ব্যবহারও করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us