/indian-express-bangla/media/media_files/2025/10/23/bhai-dooj-2025-2025-10-23-23-22-30.jpg)
Bhai Dooj 2025: ভাইদুজ আর রক্ষাবন্ধনকে অনেকেই গুলিয়ে ফেলেন।
Bhai Dooj 2025: ভাই-বোনের সম্পর্ক ভারতের সংস্কৃতিতে এক অনন্য আবেগের প্রতীক। সারা বছর নানা উৎসবের মধ্যে রক্ষাবন্ধন এবং ভাইদুজ (Bhai Dooj)—এই দুই দিনকে ঘিরে দেশের অসংখ্য পরিবার আনন্দ ও উৎসবে মেতে ওঠে। অনেকে প্রশ্ন করেন, দুটি উৎসবের মধ্যে পার্থক্য কী? কেন একই সম্পর্ককে দু’বার উদযাপন করা হয়?
রাখিবন্ধন আর ভাইফোঁটার মধ্যে পার্থক্য
রক্ষাবন্ধন পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমায়। ওই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা সুরক্ষার সুতো বেঁধে প্রার্থনা করেন, ভাই যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করে। পুরাণ মতে, এই উৎসবের পিছনে রয়েছে দেব-অসুর যুদ্ধের এক কাহিনি। রাজা বলি ও বিষ্ণুর গল্প অনুযায়ী, দেবী লক্ষ্মী অসুররাজ বলির হাতে পবিত্র সুতো বেঁধে তাঁকে নিজের ভাই হিসেবে গ্রহণ করেছিলেন। সেই থেকে ‘রাখি’ হল ভালোবাসা ও দায়িত্বের প্রতীক।
আরও পড়ুন- ভাই-বোনের মন্দির! ভারতের এই মন্দিরগুলিতে ভাই-বোন একসঙ্গে পূজা দিলে, দূর হয় বিভেদ!
আরেকটি কাহিনি পাওয়া যায় মহাভারতে। দ্রৌপদী কৃষ্ণের হাতে কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিলেন। আর কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁকে রক্ষা করবেন। এই গল্প থেকেই 'রক্ষাবন্ধন' রাখিবন্ধন শব্দটির উৎপত্তি।
আরও পড়ুন- ভাইফোঁটার ডিনার! সু্স্বাদু এই প্রন হাক্কা নুডলসে রাতটা করুন সেরা স্মৃতি
ভাইদুজ, যা উত্তর ভারতে ভাই-বীজ নামেও পরিচিত, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয়—দীপাবলির ঠিক পরদিন। এই উৎসবের মূল কাহিনি জড়িত যমরাজ ও তাঁর বোন যমুনার সঙ্গে। পুরাণ অনুযায়ী, যমরাজ অনেক বছর পরে বোন যমুনার বাড়ি গিয়েছিলেন। যমুনা ভাইকে সাদরে আপ্যায়ন করেছিলেন, তাঁর কপালে তিলক দিয়েছিলেন। তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন। তাতেই জন্ম নিয়েছে ভাইদুজের প্রথা।
আরও পড়ুন- ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন কি, মানলে কী হবে জানেন?
রক্ষাবন্ধনে যেখানে বোন সুরক্ষার আশীর্বাদ চান, সেখানে ভাইদুজে বা ভাইফোঁটায় বোন নিজেই ভাইয়ের মঙ্গল কামনা করেন। একদিকে ভাইয়ের দায়িত্ব, অন্যদিকে বোনের আশীর্বাদ—দুটি উৎসব মিলে যেন ভাই-বোনের সম্পর্কের ভারসাম্য প্রকাশ করেছে।
আরও পড়ুন- তিলক নয়, কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেবেন কার থেকে?
এগুলো যেমন পার্থক্য, তেমনই রাখিবন্ধন আর ভাইফোঁটার মধ্যে অনেকটা মিলও রয়েছে। সেই মিল হল দুটোই রক্ষার উদ্দেশ্যে। দুটোই হিন্দুদের উৎসব। তবে রাখিবন্ধনে হিন্দুদের একাংশ যে হারে অহিন্দুদেরও একটা অংশকে যুক্ত করেছে, ভাইফোঁটায় তেমনটা হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us