Advertisment

Tirupati stamapde: টোকেন বিলি ঘিরে বিশৃঙ্খলা, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত বহু

Tirupati stamapde incident: মর্মান্তিক এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ অন্ধ্রপ্রদেশ সরকারের। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tirupati stampede, Vaikunta Dwara Sarva Darshan, four killed, stampede incident,তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু

Tirupati stamapde: তিরুপতি মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ৬।

6 killed and many are injured in Tirupati stamapde incident: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। ভক্তদের প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু, আহত বহু। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। আহতদের অধিকাংশই তামিলনাড়ুর বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৩০ জনকে রুইয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisment

অন্ধ্রপ্রদেশ সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। মন্দিরের কার্যক্রম পরিচালনাকারী তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) ৯ জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে দর্শনের জন্য টোকেন দেওয়ার জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করেছিল। সেই টোকেন সংগ্রহে হুড়োহুড়ির জেরেই মর্মান্তিক এই কাণ্ড ঘটেছে।

বিষ্ণু নিবাসম মন্দিরের কাছে অবস্থিত তিরুপতির বৈরাগীপট্টেদার এমজিএম হাই স্কুলে ভেঙ্কটেশ্বরের দর্শনের জন্য টোকেন বিতরণ করা হচ্ছিল। বুধবার সকাল থেকেই হাজার হাজার ভক্ত কাউন্টারে টোকেন পেতে ভিড় জমাতে শুরু করেন এবং সন্ধ্যা নাগাদ প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) চেয়ারম্যান বি আর নাইডু বলেন, "অস্বস্তি বোধ করা এক মহিলাকে বের করে দেওয়ার জন্য গেট খোলার সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, ভক্তরা তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়েন।"

আরও পড়ুন- West Bengal News Live:'সাজানো ঘটনা, সঞ্জয় নির্দোষ', আরজি কর কাণ্ডে আদালতে সওয়াল অভিযুক্তের আইনজীবীর

Advertisment

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, "এই ভয়াবহ ঘটনায় দুঃখিত। দর্শনার্থীদের টোকেনের জন্য বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে এবং তীর্থযাত্রীরা প্রাণ হারান।" মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই তিরুমালায় যাবেন এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করবেন। এদিকে, মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে গোটা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করতে এবং ভক্তদের ত্রাণ প্রদান এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- পৌষ সংক্রান্তির আগেই কাঁপানো শীত, আরও নামবে পারদ, রেকর্ড ঠান্ডার প্রহর গুণছে বাংলা?

এদিকে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গালপুদি অনিথা তিরুপতি জেলার পুলিশ সুপার সুব্বারাইদুর সঙ্গে ফোনে কথা বলেছেন। ভক্তদের বিশাল ভিড়ের জেরে প্রশাসনের আধিকারিকদের নারী, শিশু এবং বয়স্কদের নিরাপত্তার দিকে বিশেষ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআরসিপি সভাপতি ওয়াই এস জগনমোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। টিটিডির প্রাক্তন চেয়ারম্যান ভূমা করুণাকর রেড্ডি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার জন্য দায়ী করেছেন।

আরও পড়ুন- HMPV in India: মুম্বইতেও হদিশ মিলল HMPV ভাইরাসের, আক্রান্ত ৬ মাসের শিশুকন্যা

উল্লেখ্য, বৈকুণ্ঠ একাদশী উৎসব হল ১০ দিনের একটি বিশেষ অনুষ্ঠান। যেখানে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হন। মুখ্যমন্ত্রী নাইডু যখন ২ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প উদ্বোধনের জন্য বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কে পবন কল্যাণও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিরুপতি সফরে নাইডুর সাথে যোগ দিতে পারেন।
 
"বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট দেওয়ার জায়গায় তিরুপতির বিভিন্ন অংশে পদপিষ্ট হয়ে ভক্তদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত," এমনই বলেছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং শিক্ষামন্ত্রী এন লোকেশ নাইডু।

Andhra Pradesh accident Tirupati Temple
Advertisment