Advertisment

Israeli airstrikes on Lebanon: ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক! মুহূর্তেই শ্মশানের নীরবতা, মৃত্যুমিছিল, রেয়াত করা হল না শিশুদেরও

Israeli airstrikes on Lebanon: ইজরায়েল গত কয়েক মাস ধরে লেবাননে আক্রমণাত্মক হামলা চালিয়ে আসছে। এদিকে, লেবাননের কর্মকর্তারা শনিবার (৯ নভেম্বর) বলেছেন যে আগের দিন ইজরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Israeli airstrikes on Lebanon

লেবাননে ফের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক ইজরায়েলের। বিমান হামলায় শিশুসহ ৪০ জন নিহত হয়েছে।

Israeli airstrikes on Lebanon: লেবাননে ফের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক ইজরায়েলের। বিমান হামলায় শিশুসহ ৪০ জন নিহত হয়েছে। ইজরায়েল ক্রমাগত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শুক্রবার (৮ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের শহরেও হামলা চালায়, বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।  

Advertisment

খালিস্তানি সমর্থকদের নিরাপদ আশ্রয়স্থল কানাডা? ট্রুডোর মন্তব্যে তোলপাড়, কী বললেন কানাডার প্রধানমন্ত্রী?

ইজরায়েল গত কয়েক মাস ধরে লেবাননে আক্রমণাত্মক হামলা চালিয়ে আসছে। এদিকে, লেবাননের কর্মকর্তারা শনিবার (৯ নভেম্বর) বলেছেন যে আগের দিন ইজরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে ইজরায়েলি সামরিক বাহিনী এয়ার স্ট্রাইক চালায়।  এর আগে শহরের বেশ কয়েকটি অংশ খালি করার নির্দেশ দিয়েছিল ইজরায়েলি সেনা।  তবে শুক্রবারের হামলার আগে কোনও আদেশ জারি করা হয়নি বলে জানা গিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। একই সঙ্গে ইজরায়েলি হামলার পর উদ্ধার অভিযান চলছে এবং হামলার পর মৃতদেহগুলি শনাক্ত করতে   ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে গত বছর থেকে ইজরায়েল লেবাননে হামলা চালিয়ে আসছে। ইজরায়েলি সেনার হামলায় অন্তত ৩,১৩৬ জন নিহত এবং ১৩,৯৭৯ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪টি শিশুও রয়েছে।

মৌলিক অধিকার রক্ষা করা রাজ্যের দায়িত্ব! অবসরের আগে 'বুলডোজার ন্যায়বিচার' নিয়ে বড় সিদ্ধান্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধ চলছে । কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর থেকে লড়াই আরও তীব্র হয়েছে। ইজরায়েল তাদের অভিযান আরও জোরদার করেছে। এর পাশাপাশি হিজবুল্লাহ'র প্রতিশোধ হিসেবে রকেট ও ড্রোন হামলা চালিয়ে ইজরায়েল। যেখানে শনিবার (৯ নভেম্বর) ২০ বারের বেশি আক্রমণ করেছে।

সন্ত্রাসের আঁতুড়ঘরেই ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল রেলস্টেশন, রক্তে ভেসে গেল প্ল্যাটফর্ম, মৃত্যুমিছিল....!

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি একতরফা যুদ্ধবিরতির বিরুদ্ধে। ইজরায়েল বলেছে যে এখন পর্যন্ত লেবাননের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ইজরায়েল দাবি করেছে যে ইজরায়েল এবং লেবাননের মধ্যে একটি বাফার জোন তৈরি করতে হবে যেখানে কোনও হিজবুল্লাহ জঙ্গি ইজরায়েলে প্রবেশ করতে না পারে।  

Israel Palestine Conflict Israel
Advertisment