রাজ্যে করোনা সচেতনা ছড়াতে প্রথম থেকেই রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে উদ্যোগী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এখনও উর্ধ্বমুখী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই প্রেক্ষাপটে মাস্ক পরা বাধ্যতামূলক সেই নির্দেশও জারি হয়েছে নবান্ন থেকে। এবার শহরবাসীর মাস্ক সচেতনা বাড়াতে এবং রেশন বিলি পরিসর্শন করতে হাজির হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রেশন দোকান তদারকির পাশাপাশি নিজের হাতে মাস্কও বিলি করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ১৩,৩৮৭। এদের মধ্যে ১,৭৪৮ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,২০৫ জন। মৃত ১৯৪। এরপরেই রয়েছে দিল্লি (আক্রান্ত ১৬৪০, মৃত ৩৮)। ইতিমধ্যেই দেশজুড়ে ব়্যাপিড করোনা পরীক্ষা শুরু হয়েছে।
বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তে সংখ্যা ১৪৪। নবান্নে জানালেন মুখ্য়সচিব রাজীব সিনহা। রাজ্যে আরও ৯ জন করোনা মুক্ত হয়েছেন বলে এদিন জানান মুখ্যসচিব।বিশ্বব্যাপী করোনার থাবা অব্যাগত। আমেরিকায় পজেটিভ প্রায় সাত লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৩২,৮৬৮ জনের। নিউইয়র্ক হল বর্তমামে করোনার ভরকেন্দ্র। আগামী ১৫ মে পর্যন্ত নিউইয়র্কে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলেও দেশে সাময়মিক শিথিলতার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী তিন সপ্তাহের জন্য ব্রিটেনেও লকডাউনের মেয়াগদ বাড়ানো হয়েছে। সুস্থ রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
করোনা আবহে তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েত ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। এবার তবলিঘি জামাতের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। উল্লেখ্য়, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত হয়। ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন
লকডাউনের মধ্য়েও বাংলায় মিষ্টির দোকান খোলায় ছাড়পত্র দিয়েছে মমতা সরকার। এবার ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টির দোকান খোলার সময় বদল করা হল। লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে বাংলায়।
এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে দিল্লিতে প্লাজমা থেরাপি শুরু হবে। জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনার চিকিৎসায় এই থেরাপিকে ‘আশার আলো’ বলে আখ্যায়িত করেন তিনি। কেজরিওয়াল বলেছেন, ‘বেশ কয়েকটি দেশে প্লাজমা থেরাপিতে ভাল কাজ হয়েছে। ভ্যাকসিনই করোনা রোধের একমাত্র উপায়। অতীতেও বহু এই ধরনের উদাহরণ রয়েছে। তবে, ভ্যাকসিন আবিস্কারের আগে পর্যন্ত ভাইরাস রোধ ও তার চিকিৎসা আমাদের কাছে চ্যালেঞ্জ।’
প্লাজমা থেরাপির ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রের অনুমতি পেয়েছে দিল্লি। এবার ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া অনুমতি দিলেই শুরু হবে এই টেস্ট। শুধুমাত্র গুরুতর অসুস্থ করোনা আক্রান্তদের ক্ষেত্রেই এই থেরাপি প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বিস্তারিত পড়ুন
“দলের নেতা-মন্ত্রী-সাংসদদের কাজ করতে দিচ্ছে না তৃণমূল সরকার। বরং করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে গেলে বাধা দিচ্ছে পুলিশ। পরিস্থিতি ডামাডোলের দিকে এগোচ্ছে।” এভাবেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির শীর্শ নেতার হুঁশিয়ারী, “এখন পুলিশকে পেটাচ্ছে, এরপর নেতাদের পেটাবে।”
করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর থেকে ঘোর বিপদে পড়েছে সাধারণ মানুষ। প্রথম ও দ্বিতীয় দফার লকডাউন মিলিয়ে ২৩ দিন পার হয়ে গিয়েছে। একে মানুষের হাতে অর্থ নেই, নেই নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও। তারওপর রেশন নিয়ে রাজ্যব্যাপী বিস্তর গন্ডগোল শুরু হয়েছে। বৃহস্পতিবারই খাদ্য দফতরের প্রধান সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষদের আরও সাহায্য করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। পদ্মশিবিরের অভিযোগ, “তাঁদের দলের নেতা-কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাইলেও পারছেন না। কারণ, তাঁদের পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে।” বিস্তারিত পড়ুন
রোনাভাইরাসের জেরে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই আবহেই প্যারাসিটামল থেকে তৈরি ফর্মুলেশন রফতানি নিয়ে জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। সম্প্রতি প্যারাসিটামল-সহ ২৬টি ফার্মাকিউসিটিকাল উপাদান ও তার থেকে তৈরি ওষুধ রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেন্দ্র।
তবে প্যারাসিটামল তৈরির ক্ষেত্রে যে ফার্মাসিউটিকাল উপাদান লাগে (এপিআই) তার ওপরে এখনও জারি রয়েছে পূর্বের নিষেধাজ্ঞা। বৈদেশিক বাণিজ্য দফতরের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, “প্যারাসিটামল থেকে যে ফর্মুলেশন পাওয়া যায় তা রফতানির ক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। তবে প্যারাসিটামল তৈরিতে যে উপাদান ব্যবহৃত হয় সেগুলির উপর রফতানির নিশেধাজ্ঞা জারি রয়েছে।’
উল্লেখ্য, ৩ মার্চ কেন্দ্রের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে ওষুধ তৈরির ওই সমস্ত উপাদান এবং প্যারাসিটামল রফতানির বিষয় নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়ুন
শুক্রবারই ব্যাঙ্কে নগদের জোগান বাড়াতে রিভার্স রেপোরেট ২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। টুইটে তিনি জানিয়েছেন, 'আরবিআইয়ের এদিনের ঘোষণায় নগদের যোগান ও ঋণ সরবারহের ক্ষেত্রে উন্নতি হবে। এই পদক্ষেপ ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র-মাঝারি শিল্প, কৃষক ও গরীবদের সহায়ক হবে। সব রাজ্যেই মেডিক্যাল বরাদ্দ বৃদ্ধিতে সুবিধা হবে।'
করোনাভাইরাসে আক্রান্ত রাজ্যে রেশনে চাল-ডাল-গমের বন্টন নিয়ে অভিযোগের ভিত্তিতে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে তাঁর পদ থেকে সড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে নতুন খাদ্যসচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকী। একই অভিযোগে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের জেলাশাসক প্রিয়া পি এবং পশ্চিম মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট শশাঙ্ক শেঠিকে। বিস্তারিত পড়ুন
ভারতে গত পাঁচদিনে করোনা সংক্রমণ বৃদ্ধির হার কমেছে। শতাংশের বিচারে গত পাঁচদিনে তা কমে একক সংখ্যায় নেমে এসেছে। বর্তমানে দেশে ভায়ঙ্করভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার ১০ শতাংশেরও নিচে। মার্চের শুরু থেকে এহেন প্রবণতা এই প্রথম লক্ষ্যণীয়। তবে, যত বেশি নমুনা পরীক্ষা হবে ততই স্পষ্ট হবে যে, এই প্রবণতার বিষয়টি। বিস্তারিত পড়ুন
লকডাউনের গাইডলাইন ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্র। শুক্রবার আরও বেশ কয়েকটি কাজের ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হল। বন কার্যক্রমের উপর মূলত ছাড় ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখ থেকে বাঁশ, নারকেল, সুপারি, কোকো রোপণ ও চাষের করা যাবে কেন্দ্রীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ন্যূনতম কর্মী নিয়ে অর্থিক ক্ষেত্রে এনবিএফসি-র কাজ চলবে। এছাড়াও ছাড়ের আওতায় রাখা হয়েছে, জল সরবরাহ, নিকাশী, বিদ্যুৎ সরবরাহ ও টেলিকম অপটিক্যাল ফাইবার ও কেবল তারের কাজ।
রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ৪ থেকে কমে রিভার্স রেপো রেট দাঁড়াল ৩.৭৫ শতাংশ। মনে করা হচ্ছে এতে ব্যাঙ্কের বিনিয়োগ বাড়বে। তবে, অন্যান্য পলিসি রেট অপরিবর্তিত রয়েছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই আরবিআইয়ের এই পদক্ষেপ বলে জানান শক্তিকান্ত দাস। পড়ুন বিস্তারিত
সাংবাদিক বৈঠকে আরবিআই গভর্নর বলেন, 'জি ২০ দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃ্দ্ধির হার ৭.৪ শতাংশ। ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত জিডিপি র ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় ব্যাঙ্কে নগদের জোগান বাড়ানো হয়েছে। ব্যাঙ্কগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করছে। ৮০ শতাংশ এটিএম সক্রিয় রয়েছে।'
সম্পূর্ণ পরিস্থিতির দিকে নজর রেখেছে আরবিআই। আইএমএফয়ের রিপোর্ট অনুসারে ভারতের আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ বজায় থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
ভারতে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ১৩,৩৮৭। এদের মদ্যে ১,৭৪৮ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,২০৫ জন। মৃত ১৯৪। এরপরেই রয়েছে দিল্লি (আক্রান্ত ১৬৪০, মৃত ৩৮)। ইতিমধ্যেই দেশজুড়ে ব়্যাপিড করোনা পরীক্ষা শুরু হয়েছে।