Advertisment

Chennai Train Accident: তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা, হেল্পলাইন নম্বর চালু রেলের, কোন কোন ট্রেনের রুট বদল?

Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনার জেরে বেশ কিছু গুরুত্বপরূর্ণ ট্রেনের রুট বদল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chennai Train Accident, Tamilnadu Train Accident, Train Accident, চেন্নাই ট্রেন দুর্ঘটনা,Bagmati Express accident,Chennai train accident

তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনা। এক্সপ্রেস ফটো।

Tamilnadu Train Accident: শুক্রবার সন্ধ্যায় চেন্নাই থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে কাভারাইপেট্টাইতে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের পর মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙ্গা যাওয়ার সুপারফাস্ট ট্রেন বাগমতি এক্সপ্রেসের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়। রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার জেরে হতাহতের ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

দক্ষিণ পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক মঞ্জুনাথ কানামাদি বলেন, “এই ট্রেনটি… রাত ৮.২৭ মিনিটে পোনেরি রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। মূল লাইনের মাধ্যমে পরবর্তী স্টেশন কাভারাইপেট্টাইয়ের মধ্য দিয়ে চালানোর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কাভারাইপেট্টাই স্টেশনে ঢোকার সময় ট্রেনের ক্রুরা বিরাট ঝাঁকুনি অনুভব করেন। লাইন পরিষ্কার এবং প্রদত্ত সংকেত অনুসারে মূল লাইনে যাওয়ার পরিবর্তে, ট্রেনটি ৭৫ কিলোমিটার বেগে লুপ লাইনে ঢুকে পড়ে। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে সেটি ধাক্কা মারে। মোট ১২-১৩টি কোচ লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত যাত্রীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।"

এদিকে রেলের পদস্থ কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যুক্ত পার্সেল ভ্যানে আগুন ধরে যায়। পরে ফায়ার ব্রিগেড এসে তা নিভিয়ে ফেলে। এই ঘটনায় শোক প্রকাশ করে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স-এ একটি পোস্টে বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের মন্ত্রী এস এম নাসার এবং জেলা কালেক্টর সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে যেতে বলেছেন।

আরও পড়ুন- Mysore-Darbhanga Express: নবমী নিশিতে চেন্নাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আগুন ধরে গেল বাগমতী এক্সপ্রেসে

তিনি আরও লিখেছেন, “সরকার উদ্ধার ও ত্রাণ কাজে দ্রুত কাজ করছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি পৃথক দল অন্য যাত্রীদের বাড়ি ফেরার জন্য খাবার এবং সব ধরনের সুবিধার ব্যবস্থা করছে… আমি উদ্ধার অভিযানে নজর রাখছি।” 

আরও পড়ুন- Junior Doctor's Hunger Strike: নাছোড় আন্দোলন! আরও দুই জুনিয়র ডাক্তার অনশনে, একাদশীতে ঘরে-ঘরে অরন্ধনের আহ্বান

এদিকে দুর্ঘটনার জেরে আটটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই ট্রেনগুলি হল, চেন্নাই-নিউদিল্লি এক্সপ্রেস, আলেপ্পি-ধানবাদ এক্সপ্রেস, এর্নাকুলাম-টাটা এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস, রামাগুন্ডম-সেকেন্দ্রাবাদ স্পেশাল, কোয়েম্বাটোর-ধানবাদ এক্সপ্রেস স্পেশাল ট্রেন, ধানবাদ-আলাপুঝা এক্সপ্রেস এবং জব্বলপুর মাদুরাই এক্সপ্রেস। দুর্ঘটনার পর বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। সেগুলি হল, 04425354151, 04425330952, 044-25330953 এবং 044-25354995।

আরও পড়ুন- Kalyan Banerjee: মা দুর্গার সামনে আরতির সময় হাপুস নয়নে কান্না কল্যাণের, ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও

accident Tamilnadu Train Accident
Advertisment