/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/dollar.jpg)
Forbes 2025 Billionaires list: বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ ফোর্বসের।
Elon Musk Tops Forbes 2025 Billionaire List, Followed by Tech Titans and Global Business Leaders: ফোর্বস ২০২৫ সালে বিশ্বের সেরা ধনী (rich) ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রযুক্তি জগতের অনেক পরিচিত মুখ ফের শীর্ষস্থানে নিজেদের জায়গা করে নিয়েছেন। এবছরের তালিকায় সবচেয়ে বড় চমক— এলন মাস্ক। তিনি ৪৩৩.৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের সেরা ধনীর তালিকায় প্রথম স্থান দখল করেছেন।
আরও পড়ুন- এই কয়টি বিষয় মাথায় রাখুন, আপনিও পা রাখতে পারবেন শিবধাম কৈলাসে
SpaceX-এর ৩৫০ বিলিয়ন ডলারের অবমূল্যায়ন এবং Tesla, xAI, X, এবং Boring Company-তে তাঁর ভূমিকার জন্যই মাস্ক বিশ্বের (world) সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মাত্র কয়েক মাসেই তাঁর সম্পদ বেড়েছে ৯১ বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন- সংশোধিত Waqf আইন নিয়ে তোলপাড় গোটা দেশ, এই আইনে কী বলা আছে, কেন এত গন্ডগোল জানেন?
তালিকায় জেফ বেজোস দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ২৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর অ্যামাজনের শেয়ার মূল্যের ঊর্ধ্বগতি বেজোসের সম্পদ বাড়াতে বড় ভূমিকা নিয়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছেন Meta (Facebook)-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তাঁর মোট সম্পদের পরিমাণ ২১১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন- নতুন ধরনের ডায়াবেটিসকে স্বীকৃতি চিকিৎসক মহলের, চিকিৎসা ক্ষেত্রে আসতে পারে বড় পরিবর্তন
প্রযুক্তি খাতে অগ্রগতির জন্য সেরা ৮ জন ধনীর সম্মিলিত সম্পদ বেড়েছে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার। গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মাইক্রোসফটের স্টিভ বালমার এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং তালিকার সেরা দশে আছেন।
আরও পড়ুন- মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো সম্ভব? দেশে ফিরলে তার ভবিষ্যৎ কী?
জেনসেন হুয়াং এবছর প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন। তাঁর সম্পদ এখন ১২০.২ বিলিয়ন মার্কিন ডলার। এনভিডিয়ার শেয়ার ২০২৪ সালে বেড়েছে ১৭১%, যার ফলে কোম্পানির বাজার মূল্য ৩.২৮ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি মাইক্রোসফটকে ছাড়িয়ে গেলেও অ্যাপলের পরে তালিকায় জায়গা পেয়েছে।
ফোর্বসের তালিকায় ভারতের অবস্থানও উল্লেখযোগ্য। এবছর ফোর্বস তালিকায় ভারতের বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২০০। তালিকায় চিন রয়েছে দ্বিতীয় স্থানে ৪৭৩ জন বিলিয়নেয়ার রয়েছেন চিনে। আর, আমেরিকা রয়েছে শীর্ষে। সেখানে ৮১৩ জন বিলিয়নেয়ার রয়েছেন।
Forbes 2025 অনুসারে সেরা ১০ (Top 10) ধনকুবের:
র্যাংক | নাম | মোট সম্পদ (USD) | সম্পদের উৎস | দেশ |
---|---|---|---|---|
1 | এলন মাস্ক | ৪৩৩.৯ বিলিয়ন মার্কিন ডলার | Tesla, SpaceX | যুক্তরাষ্ট্র |
2 | জেফ বেজোস | ২৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার | Amazon | যুক্তরাষ্ট্র |
3 | মার্ক জাকারবার্গ | ২১১.৮ বিলিয়ন মার্কিন ডলার | যুক্তরাষ্ট্র | |
4 | ল্যারি এলিসন | ২০৪.৬ বিলিয়ন মার্কিন ডলার | Oracle | যুক্তরাষ্ট্র |
5 | বার্নার্ড আর্নল্ট ও পরিবার | ১৮১.৩ বিলিয়ন মার্কিন ডলার | LVMH | ফ্রান্স |
6 | ল্যারি পেজ | ১৬১.৪ বিলিয়ন মার্কিন ডলার | যুক্তরাষ্ট্র | |
7 | সার্গেই ব্রিন | ১৫৪.০ বিলিয়ন মার্কিন ডলার | যুক্তরাষ্ট্র | |
8 | ওয়ারেন বাফেট | ১৪৬.২ বিলিয়ন মার্কিন ডলার | Berkshire Hathaway | যুক্তরাষ্ট্র |
9 | স্টিভ বালমার | ১২৬.০ বিলিয়ন মার্কিন ডলার | Microsoft | যুক্তরাষ্ট্র |
10 | জেনসেন হুয়াং | ১২০.২ বিলিয়ন মার্কিন ডলার | NVIDIA | যুক্তরাষ্ট্র |
এই পরিবর্তনশীল ধনসম্পদের ছবিতেই স্পষ্ট, প্রযুক্তি এবং উদ্ভাবনই আগামী দশকের অর্থনৈতিক চালিকা শক্তি হতে চলেছে। ফোর্বসের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। ফোর্বস ইন্ডিয়ার ২০২৫ সালের তালিকা অনুযায়ী, তাঁর মোট সম্পদ ৯১.৮ বিলিয়ন মার্কিন ডলার। যা তাঁকে ভারতের শীর্ষ ধনকুবেরের স্থান দিয়েছে।