Advertisment

CPIM Leader Arrested: ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেফতার CPIM যুবনেতা কলতান দাশগুপ্ত

Kunal Ghosh-Junior Doctor Protest: ৫ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ফি দিন তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন বহু সাধারণ মানুষ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
CPIM Leader Kalatan Dasgupta Arrested, কলতান দাশগুপ্ত গ্রেফতার

কলতান দাশগুপ্ত।

CPIM Leader Arrested: জুনিয়র চিকিৎসকদের ধরনায় রীতিমতো পরিকল্পনা করে হামলার ছক কষা হয়েছে বলে গতকালই অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি অডিও ক্লিপ প্রকাশ করে চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল। তার পরপরই গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাস নামে একজনকে। এবার গ্রেফতার সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত।

Advertisment

সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে একটানা ধরনা-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের সেই ধরনায় হামলার ছক কষা হয়েছিল বলে দাবি করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। রাজ্য সরকার ও শাসকদলকে অপদস্থ করতেই বিরোধীরা এই হামলার ছক কষেছিল বলে দাবি করেছিলেন কুণাল। সাংবাদিক সম্মেলন করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা। কুণালের দাবি ছিল, ফোনের এক পাশে যিনি রয়েছেন তাঁর নামের প্রথম অক্ষর 'স', ফোনের অন্য পারে থাকা ব্যক্তির নামের প্রথম অক্ষর 'ক'।

কুণালের এমন বিস্ফোরক অভিযোগের পরেই তদন্ত শুরু করে পুলিশ। গতকালই গ্রেফতার করা সঞ্জীব দাস নামে একজনকে। এবার গ্রেফতার সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত। DYFI-এর মুখপাত্রের সম্পাদক কলাতন। কলকাতা জেলা কমিটির সদস্য এই তরুণ নেতা।

আরও পড়ুন- Digha: এবার ফাটাফাটি মজা দিঘায়! কম খরচে পর্যটকদের জন্য দুরন্ত বন্দোবস্ত পুজোর আগেই?

আরও পড়ুন- Dog treatment at govt hospital: দাপুটে তৃণমূল নেতার অসুস্থ কুকুরের চিকিৎসা সরকারি হাসপাতালে? শুভেন্দুর দাবিতে শোরগোল

৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে চলছে একটানা ধরনা। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি-সহ মোট ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের তৎপরতা নিয়েছিল রাজ্য সরকার। তবে দফায়-দফায় সেই প্রচেষ্টা চালানোর পরেও এখনও পর্যন্ত সমাধান সূত্র অধরা।

আরও পড়ুন- Bengal Weather: পুজোর মুখে প্রবল দুর্যোগ! শক্তি বাড়িয়ে নিম্নচাপ আরও গভীর, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

মিথ্যা অভিযোগে কলতানকে গ্রেফতার করেছে পুলিশ, দাবি সিপিএমের রাজ্য নেতা সৃজন ভট্টাচার্যের। তাঁর কথায়, "মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আন্দোলনকে কোনওভাবে রাশ টানতে না পেরে ভয় দেখানোর জন্য এটা করেছে সরকার।"

CPIM Kunal Ghosh Arrested
Advertisment