Assam NRC final list 2019 tomorrow: গত ৩১ অগাস্ট প্রকাশ করা হয়েছে এনআরসি-র চূড়ান্ত তালিকা। ৩.২৯ কোটি মানুষ এনআরসিতে নাম নথিভুক্তের জন্য আবেদন করেছিলেন। গত বছরের ৩০ জুলাই এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ আবেদনকারীর নাম। চলতি বছরের ২৬ জুন এনআরসি তালিকা থেকে আরও ১.০৩ লক্ষ নাম বাদ পড়েছিল।
এনআরসিতে নাম রয়েছে কিনা কীভাবে দেখবেন? জেনে নিন একনজরে...
* এনআরসি তালিকায় নাম উঠেছে কিনা তা এনআরসি সেবা কেন্দ্র অথবা সার্কেল অফিসারের অফিস কিংবা ডেপুটি অফিসারের অফিসে গিয়ে দেখতে পারা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই তালিকা দেখা যাবে (ছুটির দিন বাদে)।
* www.nrcassam.nic.in or www.assam.mygov.in এখানে লগ ইন করতে হবে। এরপর এই লিঙ্কটি খুঁজে বের করুন "Supplementary Inclusions/Exclusions Lists (Final NRC) status"। টাইপ করুন অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন)।
অমলাইনে ২০১৮ সালের ৩০ জুলাইয়ের তালিকায় নামহীনদের আবেদন, ২০১৯ সালের জুন মাসে নামহীনদের আবেদন থাকছে। তাছাড়া ২০১৮ সালের ২০ জুলাইয়ে এনআরসি খসড়ায় নামের তালিকা থাকছে। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সমস্ত এনআরসি আবেদনকারীর নাম অনলাইনে দেখা যাবে।