Lebanon Pager Blast: লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়াল ভারতের। বিস্ফোরণের ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত রিনসন জোসের (৩৭) নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেরলের ওয়ানাডে জন্ম নেন তিনি। রিনসন বর্তমানে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের মালিক। রিনসনের বিরুদ্ধে তার কোম্পানি নর্টা গ্লোবালের মাধ্যমে হিজবুল্লাহকে পেজার সরবরাহ করার অভিযোগ। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইজরায়েল। মিডিয়া রিপোর্ট অনুসারে, ওয়ায়ানাডে বসবাসকারী রিনসনের বাবা পুলিশকে বলেছেন গত কয়েকদিন ধরে ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোনে যোগাযোগ করতে পারেন নি।
সন্দীপের নারকো টেস্টে উঠে আসবে 'আসল' রহস্য, সোমেই চূড়ান্ত শুনানি
রিনসন ছাড়াও সন্দেহভাজনদের তালিকায় রয়েছে হাঙ্গেরির সিইও ক্রিশ্চিয়ানো বারসোনির নামও। পেজার সরবরাহে তাইওয়ান, হাঙ্গেরি এবং বুলগেরিয়ার কোম্পানির নাম উঠে এসেছে। রিনসন জোস, যিনি বুলগেরিয়া বেসড কোম্পানি নর্টা গ্লোবালের মালিক, তার বিরুদ্ধে লেবাননে বিস্ফোরণের সঙ্গে যুক্ত পেজার বিক্রি করার অভিযোগ রয়েছে৷ হাঙ্গেরিয়ান নিউজ সাইট টেলেক্সের মতে, রিনসনের কোম্পানি এই পেজার বিক্রি করেছিল। ঘটনার পর নর্টা গ্লোবাল তাদের ওয়েবসাইট সরিয়ে দেয় এবং তাদের অফিসও পাওয়া যায়নি। ১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণ হয়েছিল। এতে ১২ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়। সূত্রের খবর, রিনসন বর্তমানে আমেরিকায় আছেন এবং তার নর্টা গ্লোবাল লিমিটেড ইসরায়েলি শেল কোম্পানি বলেই অনুমান।
কোয়াড সামিটে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মোদী, যাওয়ার আগে দিলেন বড় বার্তা
লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণে নাম জড়াল ভারতের! নরওয়ে, বুলগেরিয়া ও লেবাননের পুলিশ হন্যে হয়ে খুঁজছে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে। লেবাননে পেজার বিস্ফোরণে প্রায় ১২ জনের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত হয় প্রায় ৩হাজারের বেশি মানুষকে। নিহতদের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক হিজবুল্লাহ যোদ্ধা। এই বিস্ফোরণের পর থেকে গোটা বিশ্বের নজরে বিস্ফোরণের 'মাস্টারমাইন্ড'। কেরলের ওয়ানাড থেকে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের কানেকশনও প্রকাশ্যে এসেছে।
বাঙালির 'আবেগকে' বিরাট সম্মান, ফুটবল প্রেমীদের সুবিধার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর
পেজার বিস্ফোরণের জন্য হিজবুল্লাহ ইজরাইলকে দায়ী করেছে। যদিও ইসরাইল এই হামলার দেয় নি। এখন গোটা বিশ্ব জানতে চাইছে কীভাব ইসরায়েলি গুপ্তচর সংস্থা পেজারের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে। এরই মধ্যে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ঘটনায় নাম জড়িয়েছে রিনসন জোসের। আদতে তার জন্ম কেরলে হলেও তিনি বর্তমানে নরওয়ের নাগরিক। হাঙ্গেরীয় সংবাদমাধ্যম টেলেক্স জানিয়েছে, লেবাননে বিস্ফোরণের জন্য নরওয়ের এক নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ, সাত সকালেই সিজিওতে হাজিরা, গ্রেফতারের সম্ভাবনা?
কেরলের মিডিয়া আউটলেটগুলি শুক্রবার জানিয়েছে, যে রিনসন জোসের জন্ম ওয়ানাডে। সেখান থেকে এমবিএ করার পর চলে যান নরওয়েতে। এ ছাড়া কিছু নিউজ চ্যানেল রিনসন জোসের আত্মীয়দের সঙ্গেও কথা বলেছে। রিনসন জোসের বাবা পেশায় এক দর্জি। টেলেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজার চুক্তিতে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেড জড়িত ছিল। এই সংস্থাটি নরওয়ের নাগরিক রিনসন জোস প্রতিষ্ঠা করেন। তিনি ওয়েনাডের মানন্তবাদির বাসিন্দা এবং শেষবার এখানে এসেছিলেন ২০১৩ সালে।