Israel-Iran Conflict: ইরানে এবার এয়ারস্ট্রাইক ইজরায়েলের। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়ছে, তারা ইরানের সামরিক শিবিরগুলিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে। ইজরায়েলে ইরানের উপর্যুপরি হামলার বিরুদ্ধেই এই পাল্টা অভিযান বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বিমান, ফাইটার জেট এবং রিফুয়েলার্স সহ, ইজরায়েল থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে চলে এই বিমান হামলা। ইজরায়েলে সাম্প্রতিক ইরানি হামলায় অভিযুক্ত ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলি লক্ষ্য করেই লাগাতার কয়েক ঘন্টা ধরে হামলা চালানো হয়েছিল।
যদিও ইজরায়েলের এই এয়ারস্ট্রাইক নিয়ে প্রতিক্রিয়া মিলেছে ইরানের তরফে। তারা জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইজরায়েলের হামলার মোকাবিলা করেছে। কিছু জায়গায় "সীমিত ক্ষতি" হয়েছে। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ইজরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে।
মার্কিন ও ইজরায়েলি সেনাকর্তারা জানিয়েছেন, ইরানের রাজধানী এবং নিকটবর্তী সামরিক ঘাঁটিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে এয়ারস্ট্রাইক হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়েছিল। আইডিএফ আইএএফ প্রধান মেজর জেনারেল টোমার বার সহ ইজরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টার থেকে ইরানের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন- Gulmarg Terror Attack: আট দিনে চতুর্থ জঙ্গি হামলা, কেঁপে উঠল ভূস্বর্গ! ২ সেনা সহ মৃত ৪
এদিকে, ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের দক্ষিণে তেল শোধনাগারে কোনও অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।