/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-88.jpg)
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বড় বিপাকে প্রাক্তন বিজেপি সাংসদ, আদালতের কাছে মৃত্যুদন্ডের অনুরোধ NIA-এর
Malegaon blast case: ২০০৮ সালের মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের মৃত্যুদণ্ডের দাবি এনআইএ-র। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মুম্বইয়ের বিশেষ আদালতে ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ ৭ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ-র ধারা ১৬ এর অধীনে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে। প্রজ্ঞা সিং ঠাকুর প্রাক্তন বিজেপি সাংসদ।
পরকীয়ার জের! স্বামী-সন্তানকে ছেড়ে আসাতেই চরম সর্বনাশ মর্মান্তিক পরিণতিতে গা শিউরে উঠবে
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে একটি বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হন। মুসলিম অধ্যুষিত এলাকার একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এই মামলায়, পুলিশ বিজেপি নেত্রী এবং প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। শনিবার, এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) আদালতে তাদের ১৫০০ পাতার বেশি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। এই মামলায়, বিচারক এ.কে. লাহোটি ৮ মে তার রায় ঘোষণা করবেন। এই মামলায়, সাধ্বী প্রজ্ঞা, কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পান্ডে, অজয় রাহিরকর, সমীর কুলকার্নি এবং সুধাকর চতুর্বেদীকে অভিযুক্ত করেছে NIA! সংস্থার তরফে আদালতকে জানানো হয়েছে সাধ্বী প্রজ্ঞার প্রতি কোনওরকম সহানুভূতি দেখানো উচিত নয়। এই মামলার ৩২৩ জন সাক্ষীর মধ্যে ৩২ জন সাক্ষী চাপের মুখে তাদের বক্তব্য পরিবর্তন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/04/25/R6SH44DCx1lW0sxRZeRU.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'ডিজিট্যাল স্ট্রাইক'! পহেলগাঁওয়ের পরই শুরু 'অ্যাকশন'
জাতীয় তদন্ত সংস্থা (NIA) মুম্বইয়ের বিশেষ আদালতে UAPA ধারা ১৬ এর অধীনে মালেগাঁও বিস্ফোরণের সাত অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেছে। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাত অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিশেষ আদালতের কাছে আবেদন জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। শনিবার ১,৫০০ পাতার বেশি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি NIA-এর তরফে প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাত অভিযুক্তের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারা ১৬ এবং ১৮ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩২৪,৩২৬, ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে । ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে সংঘটিত ওই বিস্ফোরণে ছয়জন নিহত হন। তাদের মধ্যে সকলেই মুসলিম এবং বিস্ফোরণের জেরে আহত হন শতাধিক মানুষ।
বদলা চেয়ে 'অ্যাকশন' শুরুর অপেক্ষায় দেশ! সন্ত্রাস দমনে এবার মোদীর 'হাতে হাত' রাহুলের
২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রথম দিকে কিছুটা বিভ্রান্ত ছিলেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ ছিল ইসলামপন্থী গোষ্ঠীগুলি এই বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। তবে, তদন্ত নাটকীয় মোড় নেয় যখন মহারাষ্ট্র অ্যান্টি টেরর স্কোয়াড (ATS) দক্ষিণপন্থী হিন্দু চরমপন্থীদের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার প্রমাণ খুঁজে পায়। মামলাটি পরে NIA-এর হাতে যায়। যদিও এই মামলায় প্রজ্ঞা ঠাকুর বরাবরই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন। তাঁর দাবি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপি শিবির থেকেও এ দাবি করা হয়েছে।