Advertisment

হোস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতন, ভয়ঙ্কর অভিযোগে উত্তাল NIT

SEXUAL HARASSMENT AT NIT: আরজি কর কাণ্ডের মাঝেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) এক ছাত্রীকে হোস্টেলেই যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। ঘটনা প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ।

author-image
IE Bangla Web Desk
New Update
NIT

হোস্টেলেই যৌন হয়রানির অভিযোগ

SEXUAL HARASSMENT AT NIT : আরজি কর কাণ্ডের মাঝেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) এক ছাত্রীকে হোস্টেলেই যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার।

Advertisment

ঘটনা প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

'ধামাচাপা দেওয়ার চেষ্টা', মমতার চিঠির কড়া জবাব

হোস্টেলে ওয়াই-ফাই সমস্যা মেটাতে এসেছিলেন ৫ যুবক। অভিযোগ সেই সময় হোস্টেল রুমে অধ্যয়নরত এক ছাত্রীকে যৌন হেনস্থা করে তাদের মধ্যেই একজন । ঘটনার পর ওই ছাত্রী তার রুম থেকে দৌড়ে বেরিয়ে অন্য পড়ুয়াদের ঘটনাটি জানায়।

Migrant Labour Murder: গরুর মাংস খাওয়ার 'অপরাধে' হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার যুবককে

এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা হোস্টেলের সামনে জড়ো হয়ে হোস্টেলের ওয়ার্ডেনকে ঘিরে বিক্ষোভ শুরু করে। এই বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পড়ুয়ারা বেশ কিছু দাবি তুলে ধরেন। পাশাপাশি হোস্টেলের ওয়ার্ডেনের পদত্যাগের দাবিতে চলতে থাকে দীর্ঘক্ষণ আন্দোলন।

ক্যান্সারের ঝুঁকি! মহাকাশে থাকায় দৃষ্টিশক্তিও হারাতে পারেন সুনিতা

কী জানাল পুলিশ? 

ত্রিচির পুলিশ সুপার বরুণ কুমার ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। শেষমেষ পড়ুয়াদের চাপে মাথা নোয়াতে বাধ্য হন হোস্টেল ওয়ার্ডেন। তিনি পড়ুয়াদের কাছে ঘটনার জন্য ক্ষমা চান। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়।

jio-র হুঁশ উড়িয়ে দিল BSNL, তোলপাড় ফেলা প্ল্যান বাজার কাঁপাল

অভিযুক্ত ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আসামিকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে । 

Sexual harassment
Advertisment