Advertisment

'ধামাচাপা দেওয়ার চেষ্টা', মমতার চিঠির কড়া জবাব

Kolkata Doctor Rape-Murder Case : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠির কড়া জবাব মোদী সরকারের। আরজি কর কাণ্ডের পর ধর্ষণের মত ঘটনায় কড়া আইন আনার বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে পরপর দু'দুফায় চিঠি লেখেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
letter to modi on rape

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠির কড়া জবাব মোদী সরকারের।

Kolkata Doctor Rape-Murder Case Latest News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠির কড়া জবাব মোদী সরকারের। আরজি কর কাণ্ডের পর ধর্ষণের মত ঘটনায় কড়া আইন আনার বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে পরপর দু'দুফায় চিঠি লেখেন। গতকালই তৃণমূল সুপ্রিমো তাঁর দ্বিতীয় চিঠিটি লিখেছিলেন। এরপরই সেই চিঠির কড়া জবাব দিল কেন্দ্র। 

 

Advertisment

আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বাংলা জুড়ে জারি রয়েছে প্রতিবাদ। ইতিমধ্যে এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) একে অপরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে। 

নবান্ন অভিযানে ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে বিজেপির ডাকা বাংলা বনধের পর রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে টিএমসি। টিএমসি আজ (৩১ আগস্ট ২০২৪) বাংলা জুড়ে 'বিক্ষোভের' ডাক দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার এবং ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডের আইন পাস করার দাবি জানিয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী।

Migrant Labour Murder: গরুর মাংস খাওয়ার 'অপরাধে' হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার যুবককে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ অগাস্ট প্রতিবাদ মিছিল, ৩১ অগাস্ট প্রতিটি ব্লকস্তরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেন। অন্যদিকে, TMC-র মহিলা মোর্চা আগামীকাল ১ সেপ্টেম্বর, রবিবার প্রতিবাদ কর্মসূচী পালন করার ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি মমতা বলেন, তিনি বিধানসভায় এমন একটি আইন আনবেন যাতে ধর্ষণ মামলার ক্ষেত্রে  ১০ দিনের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা যায়। হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল সেই বিলে অনুমোদন না দিলে রাজভবনে বিক্ষোভ দেখানো হবে।

Eastern Rail: হাওড়া ও শিয়ালদহ থেকে রোজ কতগুলি ট্রেনের শহরতলীতে যাতায়াত? জানলে মাথা ঘুরে যাবে!

 

'চিঠিতে দেওয়া তথ্য বাস্তবে ভুল'

মমতার চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যান মন্ত্রী অন্নপূর্ণা দেবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় চিঠির জবাব দিয়েছেন, যেখানে ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য অপরাধের জন্য কঠোর আইন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। অন্নপূর্ণা দেবী তার উত্তরে বলেছিলেন, “শুধুমাত্র ধর্ষণ এবং পকসো মামলার শুনানির জন্য কেন্দ্রীয় প্রকল্পের অধীনে যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট গঠন হওয়ার কথা আর পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ফাস্ট ট্র্যাক কোর্ট এক নয়। পশ্চিমবঙ্গে এখনও ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ এবং পকসো মামলার শুনানি শেষ হয়নি বলেও জানিয়েছেন তিনি।"

Eastern Rail: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল, জানুন বিস্তারিত

'চিঠিতে দেওয়া তথ্য বাস্তবে ভুল'

কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিক্রিয়ায় আরও লিখেছেন, "পশ্চিমবঙ্গে ৪৮,৬০০ টি ধর্ষণ এবং POCSO মামলা এখনও নিষ্পত্তি হয়নি। রাজ্য অতিরিক্ত ১১ টি FTSC এখনও চালু করেনি, যেখানে প্রয়োজন অনুসারে বিশেষ POCSO মামলার দ্রুত শুনানি হতে পারে । আপনার চিঠিতে দেওয়া তথ্য বাস্তবিকভাবে ভুল এবং রাজ্যের ফাস্টট্র্যাক কোর্টগুলি চালু করতে যে বিলম্ব হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেই মনে হচ্ছে"। 

महिलाओं को सशक्त बनाना और उन्हें सुरक्षित वातावरण प्रदान करना भारत सरकार की सर्वोच्च प्राथमिकता है। सरकार महिला सुरक्षा...

Posted by Annapurna Devi on Friday, August 30, 2024

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "ধর্ষণ মামলায় যে কড়া আইন আনার দাবি জানাচ্ছেন মমতা, ইতিমধ্যেই ধর্ষণ এবং খুনের ঘটনায় কড়া শাস্তির বিধান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। কমপক্ষে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, অপরাধ কতটা গুরুতর, সেই অনুযায়ী যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে"।

তিনি ধর্ষণের মত অপরাধের ক্ষেত্রে  দু মাসের মধ্যে বাধ্যতামূলক ফরেনসিক পরীক্ষা সহ এই জাতীয় মামলাগুলির সময়মতো তদন্ত এবং বিচারের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিধানগুলিও তুলে ধরেন।

BT Road Blockade: নাগরিক প্রতিবাদে 'মত্ত' সিভিক ভলান্টিয়ারের 'হুজ্জুতি', ভোর থেকে টানা অবরোধ সিঁথির মোড়ে

My alt text

RGKar medical college & hospital modi CM Mamata banerjee
Advertisment