Migrant Labour Murder: গরুর মাংস খাওয়ার অভিযোগে বাসন্তীর এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ হরিয়ানায়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সাবির মল্লিক নামে ওই যুবক। সেখানেই স্থানীয় কয়েকজন তাঁকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ইতিমধ্যেই ঘটনাটি জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে জানানো হয়েছে পরিবারের তরফে। সাংসদ বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাসন্তী থেকে হরিয়ানায় কাজ করতে যাওয়া এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম সাবির মল্লিক (২৩)। হরিয়ানার বাড্ডা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। তাঁদের দাবি, হরিয়ানায় গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে সাবিরকে পিটিয়ে খুন করা হয়েছে।
সাবিরের শ্যালক সুজাউদ্দিন সর্দারকেও থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে সুজাউদ্দিন সাবিরের মৃতদেহ নিয়ে বাসন্তীর বল্লারটপ গ্রামে ফেরেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- Eastern Rail: হাওড়া ও শিয়ালদহ থেকে রোজ কতগুলি ট্রেনের শহরতলীতে যাতায়াত? জানলে মাথা ঘুরে যাবে!
এলাকায় কাজ না থাকায় প্রায় তিন বছর আগে সাবির শ্যালক সুজাউদ্দিন ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে হরিয়ানায় গিয়েছিলেন। সেখানে কাগজ কুড়ানোর কাজ করতেন তিনি। আচমকাই গত মঙ্গলবার তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সাবির গোমাংস খেয়েছেন বলে অভিযোগ তোলা হয়। যেদিন তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছিল না।
আরও পড়ুন- Eastern Rail: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল, জানুন বিস্তারিত
পরে পাশের এলাকার একটি নিকাশি খালের পাশ থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টও তাঁদের দেয়নি হরিয়ানা পুলিশ। অবিলম্বে এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।