Advertisment

দ্রুত বিচারের আর্জি! আরজি কর কাণ্ডে ফের গর্জে উঠলেন মোদী

Modi On Women Safety: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেছেন যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, দেশের মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
RG kar

আরজি কর কাণ্ডে ফের গর্জে উঠলেন মোদী

Modi On Women Safety: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় আবারও  গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেছেন, "নারীদের প্রতি ঘটে যাওয়া অপরাধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার, 'নারীদের বিরুদ্ধে অপরাধ গুরুতর উদ্বেগের বিষয়'। 

Advertisment

কী বললেন মোদী? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেছেন, 'মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশের মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। তিনি বলেন, 'নারীর প্রতি নৃশংস অপরাধ এবং শিশুদের সার্বিক নিরাপত্তা সমাজের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়'।

Adhir Chowdhury: নির্যাতিতার পরিবার 'গৃহবন্দি', আরজি করে ঢুকতে বাধা পেয়ে পুলিশকে তুলোধনা অধীরের

প্রধানমন্ত্রী মোদী বলেন, "দেশে নারী্দের নিরাপত্তার বিষয়ে অনেক আইন রয়েছে। ২০১৯ সালেই পাশ হয় ফাস্ট ট্র্যাক আদালত আইন। জেলা পর্যবেক্ষণ কমিটিগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এবার প্রয়োজন সেই কমিটিগুলিকে আরও শক্তিশালী করতে হবে এবং নারী সুরক্ষার সঙ্গে জড়িত মামলার ক্ষেত্রে  দ্রুত রায়দান করতে হবে।''

Migrant Labour Murder: গরুর মাংস খাওয়ার 'অপরাধে' হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার যুবককে

সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আজ নারীর বিরুদ্ধে একের পর নৃশংস ঘটনা ঘটছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা সমাজের কাছে গুরুতর উদ্বেগের বিষয়। নারীদের প্রতি অপরাধের ঘটনায় দেশে অনেক কঠোর আইন রয়েছে। তবে আমাদের এটিকে আরও সক্রিয় করতে হবে।"

হোস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতন, ভয়ঙ্কর অভিযোগে উত্তাল NIT

তিনি জোর দিয়ে বলেন, "নারীদের প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, অর্ধেক জনসংখ্যা তত বেশি নিরাপত্তার নিশ্চয়তা পাবে।" সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে স্বাধীনতার স্বর্ণযুগে, ১৪০ কোটি দেশবাসীর একটিই স্বপ্ন - উন্নত ভারত, নতুন ভারত। তার মানে চিন্তা ও সংকল্পের আধুনিক ভারত। আমাদের বিচার বিভাগ এই দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী স্তম্ভ। এ সময় তিনি ডাকটিকিট ও মুদ্রারও উন্মোচন করেন।

'চোখ রাঙাবেন না'...! মমতাকে বেনজির হুঁশিয়ারি হিমন্তের

 

supreme court modi CM Mamata banerjee RGKar medical college & hospital
Advertisment