Advertisment

কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে স্পাই ক্যামেরা, 'অ্যাকশনে' ছাত্রীরা

Spy Camera In Ladies Toilet: কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে স্পাই ক্যামেরা রাখার ভয়ঙ্কর অভিযোগ। যাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থতির সৃষ্টি হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
college hostel

কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে স্পাই ক্যামেরা রাখার ভয়ঙ্কর অভিযোগ

Spy Camera In Ladies Toilet: আরজি কাণ্ডে উত্তাল দেশ। পথে নেমে প্রতিবাদ সমাজের সকল স্তরের মানুষের। নির্যাতিতার বিচারের দাবি উত্তাল রাজপথ। এর মাঝে কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে স্পাই ক্যামেরা রাখার ভয়ঙ্কর অভিযোগ। যাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থতির সৃষ্টি হয়।

Advertisment

১ টাকায় পান ২৮ জিবি এক্সট্রা ডেটা, jio-র এই সুবিধা মিস করবেন না

কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে স্পাই ক্যামেরা! বিরাট অভিযোগ একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের বিরুদ্ধে। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীরা। এরপরই পুলিশ এসে তদন্ত শুরু করে। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় অবস্থিত ওই ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলের লেডিস টয়লেটে গোপন ক্যামেরা বসানো বসানোকে কেন্দ্র করে কলেজে বিক্ষোভ দেখান ছাত্রীরা।  

বড় বিপাকে হেমন্ত সোরেন! চম্পাইয়ের বিজেপিতে যোগদানে বাড়ছে রক্তচাপ

অন্ধ্রপ্রদেশের একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের লেডিস হোস্টেলের টয়লেটে গোপন ক্যামেরা।  এ ঘটনাকে কেন্দ্র করে কলেজে বিক্ষোভ শুরু করে কলেজের আবাসিক ছাত্রীরা। এদিকে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন পড়ুয়ারা। কর্মকর্তারা বলছেন, এবিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। যারাই এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Heading 2 লেডিস টয়লেটে 'স্পাই ক্যাম', কী বলছে পুলিশ?

Mamata writes to Modi: 'আগের চিঠির জবাব এখনও পাইনি', ফের মোদীকে চিঠি দিলেন মমতা

ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার রাতে একদল ছাত্রী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তোলে। ছাত্রীদের অভিযোগ, প্রথমে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আড়াল করার চেষ্টা করে, তাই কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় পুলিশ চতুর্থ সেমিস্টারের এক বি.টেকের ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওই ছাত্রের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি সক্রিয়তা! কলকাতার সিপি-কে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

Sexual harassment
Advertisment