Advertisment

বড় বিপাকে হেমন্ত সোরেন! চম্পাইয়ের বিজেপিতে যোগদানে বাড়ছে রক্তচাপ

Champai Soren joins BJP: বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তাঁর বিজেপিতে যোগদান দিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
jharkhand politics

Champai Soren: শুক্রবার (৩০ আগস্ট) বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তাঁর বিজেপিতে যোগদান দিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।    ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছের মানুষদের মধ্যে শীর্ষে ছিলেন চম্পাই সোরেন। এমন পরিস্থিতিতে তাঁর বিজেপিতে যোগ দান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) কাছে বিরাট ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল বিজেপিতে যোগ দিয়ে তিনি নিজের রাজনৈতিক কেরিয়ারকে বাঁচাতে চাইছেন?

Advertisment

আরও কমবে জ্বালানি খরচ, CNG-র পর ইথানল চালিত বাইক আনছে Bajaj

চলতি বছরের শুরুতে, হেমন্ত সোরেনকে আর্থিক তছরুপ মামলায় গ্রেফতারের পর   মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। এর পরে তিনি তাঁর আস্থাভাজন চম্পাই সোরেনের হাতে রাজ্যের শাসনভার তুলে দেন। চম্পাই পাঁচ মাস ঝাড়খণ্ডে সরকার চালান। ২৮শে জুন হেমন্ত সোরেন জামিন পান। চম্পাই ৩রা জুলাই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই তিনি সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন।

Kolkata Metro: মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পাতালপথে যাত্রা জমে ক্ষীর! ফাটাফাটি উদ্যোগ চর্চায়!



১৮ আগস্ট তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দলের তার প্রতি অবহেলার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে অপমান করা হয়েছিল। এমনকি বৈঠকের বিষয়েও তাকে জানানো হয়নি। চম্পাই বলেন, এত অপমান আর অবজ্ঞার পর বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছি। কয়েকদিন পর তার বিজেপিতে যোগদানও নিশ্চিত হয়ে যায়।  

TMC: উত্তর-পূর্বের রাজনীতিতে সোনার উত্থান তৃণমূলের! মেঘালয়ের প্রধান বিরোধী দল জোড়াফুল

চম্পাই সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী চম্পাই সোরেন শুক্রবার রাঁচির ধুরওয়ার শহীদ ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেবেন। ঝাড়খণ্ড বিজেপির  সহ-ইনচার্জ শিবরাজ সিং চৌহান এবং হিমন্ত বিশ্ব শর্মা এই কর্মসূচিতে অংশ নেবেন। প্রাপ্ত তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী মোদী নিজে সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে একটি বিশাল জনসভা করতে পারেন যাতে অংশ নেবেন চম্পাই সোরেনও। বুধবার দিল্লি থেকে ফেরার পর চম্পাই সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পাশাপাশি, চম্পাই সোরেন জেএমএম সুপ্রিমো শিবু সোরেনের কাছে একটি আবেগঘন চিঠিও লিখেছেন। তিনি লেখেন, জেএমএম আমার কাছে পরিবারের মতো। আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমাকে দল ছেড়ে যেতে হবে। 

Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি সক্রিয়তা! কলকাতার সিপি-কে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

চম্পাই সোরেন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জেএমএমের জন্য একটি বড় ধাক্কা। তাঁর বিজেপিতে যোগদান ঝাড়খণ্ড বিজেপির কাছে আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। চম্পাইয়ের বিজেপিতে যোগদানের মধ্যেই শুক্রবার ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন হেমন্ত সোরেন সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

সহকর্মীর নৃশংস পরিণতির বিচারের দাবি, শনিবার মহামিছিল, CBI দফতর অভিযানে চিকিৎসকরা

Chompai Soren Hemant Soren bjp CM Hemant Soren
Advertisment