Advertisment

Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি সক্রিয়তা! কলকাতার সিপি-কে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

Nabanna Abhijan: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতার বিভিন্ন অংশে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা সেই অভিযানে 'শান্তিপূর্ণ জমায়েতে' পুলিশ বেপরোয়াভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
nhrc issued notice to cp of kolkata police over nabanna abhijan , নবান্ন অভিযান, কলকাতা পুলিশ, জাতীয় মানবাধিকার কমিশন, বিনীত গোয়েল

নবান্ন অভিযানে পুলিশি সক্রিয়তায় নোটিস মানবাধিকার কমিশনের।

NHRC issued notice to CP of Kolkata Police: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও হাওড়ার বিভিন্ন অংশে। ছাত্র সমাজের শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ বেপরোয়াভাবে লাঠিচার্জ করে বলে অভিযোগ। জাতীয় মানবাধিকার কমিশনে এ ব্যাপারে নালিশ জানায় একটি সংগঠন। তারই ভিত্তিতে এবার কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দুই সপ্তাহের মধ্যে কলকাতার সিপি বিনীত গোয়েলকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'। সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে সেদিন কলকাতার দিকে দিকে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, নবান্ন অভিযানের নেপথ্যে BJP ও RSS ছিল। তাদের মদতেই ছাত্র সমাজের নামে কার্যত কলকাতায় তাণ্ডব চালানো হয়েছে বলে দাবি ছিল শাসকদলের।

এদিকে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সেদিন বেপরোয়াভাবে লাঠিচার্জের অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন। তেমনই আন্দোলনকারীদের ছোড়া ইট-পাথরে গুরুতর জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মীও।

আরও পড়ুন- পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক নিস্তব্ধতায় মন বাধা পড়বে! অনিন্দ্যসুন্দর এপ্রান্ত উত্তরবঙ্গের নতুন আবিষ্কার!

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পাতালপথে যাত্রা জমে ক্ষীর! ফাটাফাটি উদ্যোগ চর্চায়!

তবে ছাত্র সমাজের অভিযান শান্তিপূর্ণ ছিল বলে দাবি করা হয়। শান্তিপূর্ণ জমায়েতে পুলিশ বেপরোয়া হবে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে বলে অভিযোগ করে একটি সংগঠন। জাতীয় নির্বাচন কমিশনে এব্যাপারে নালিশ জানানো হয়।

আরও পড়ুন- পুজোয় উত্তরবঙ্গ? রেলের টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

এরপরেই এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিশ কমিশনের। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই নোটিসের পরিপ্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আরও পড়ুন- সহকর্মীর নৃশংস পরিণতির বিচারের দাবি, শনিবার মহামিছিল, CBI দফতর অভিযানে চিকিৎসকরা

kolkata police Nabanna Abhijan NHRC
Advertisment