/indian-express-bangla/media/media_files/2xQj9YTq4oKuCbNj1IXV.jpeg)
Friday Horoscope,, 22 August 2025: শুক্রবারের রাশিফল
Ajker Rashifal Bengali, 22 August 2025: আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কন্যা রাশির শাসক বুধ, তাই এই সময়ে যাঁরা বাস্তববাদী, ধৈর্যশীল এবং সতর্ক, তাঁদের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ জটিল আবেগ সামলাতে নমনীয় হোন। সঙ্গীর সাথে মতপার্থক্য মিটে যাবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও, নিজের পরামর্শে নিজেই পরিস্থিতি সামলাতে পারবেন।
আরও পড়ুন- সোনা পরা অশুভ, এই ব্যক্তিদের জন্য সোনা ধারণ হতে পারে বিপদজনক!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজকের দিনটা শান্তভাবে কাটান। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। পরিবারে কারও সঙ্গে খোলাখুলি কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে।
আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় করুন এই ৫ বিশেষ কাজ, দূর হবে জীবনের সব বাধা
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আপনার যোগাযোগ দক্ষতা আজ ভাগ্য খুলে দেবে। নতুন কাজ, ব্যবসা বা পার্টনারশিপে সাফল্য আসতে পারে। পরিচিতজনের মাধ্যমে লাভবান হবেন।
আরও পড়ুন- কখন লাগছে কৌশিকী অমাবস্যা, পুজোর বিশেষ তিথি সম্পর্কে জানুন বিস্তারিত
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার আন্তরিকতা অন্যকে মুগ্ধ করবে। আর্থিক স্থিতি কিছুটা উন্নত হবে। পুরনো বন্ধুত্ব আবারও ফিরে আসতে পারে।
আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়
সিংহ/ Leo রাশিফল Rashifa
টাকা-পয়সার ব্যাপারে সতর্ক হোন। পুরনো ঋণ মেটানোর সুযোগ আসতে পারে। অফিসে নতুন কাজ হাতে পাবেন।
আরও পড়ুন- শুঁড় থেকে কান, গণেশের শরীরের প্রত্যেক অংশের আলাদা রহস্য, জানেন সেটা?
কন্যা/ Virgo রাশিফল Rashifal
Virgo Horoscope Special: আজ ভেনাসের প্রভাবে প্রেমজ জীবনে পরিবর্তন আসবে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি দূর হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন।
তুলা/ Libra রাশিফল Rashifal
আপনার কূটনৈতিক মনোভাব আজ আশীর্বাদ ডেকে আনবে। পারিবারিক সম্পর্ক উন্নত হবে। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সহকর্মীদের সঙ্গে একত্রে কাজ করলে বড়ো সাফল্য মিলবে। নিজের নেতৃত্বগুণ প্রকাশ পাবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ থেকে নতুন স্বাস্থ্যরুটিন শুরু করতে পারেন। খাবারে সচেতনতা আনুন, শরীরচর্চা শুরু করুন। ইতিবাচক ফল মিলবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কেউ আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাপ দিতে পারে। কিন্তু বুদ্ধি খাটিয়ে এগোলে আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
হঠাৎ পরিবর্তন আসতে পারে। তবে ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে নিজেই সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ ভালো হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
ভেনাসের প্রভাবে সামাজিক জীবন রঙিন হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। মানসিক শান্তি পাবেন।