Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় করুন এই ৫ বিশেষ কাজ, দূর হবে জীবনের সব বাধা

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যা তিথিতে করুন ৫টি বিশেষ কাজ। এতে দূর হবে জীবনের যাবতীয় বাধা। মিলবে একের পর এক শুভ ফল। একইসঙ্গে অবশ্য করবেন না আরও কিছু কাজ।

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যা তিথিতে করুন ৫টি বিশেষ কাজ। এতে দূর হবে জীবনের যাবতীয় বাধা। মিলবে একের পর এক শুভ ফল। একইসঙ্গে অবশ্য করবেন না আরও কিছু কাজ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Tarapeeth

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

Kaushiki Amavasya 2025: ভাদ্র মাসের অমাবস্যা তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন দেবী পার্বতীর কোশ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটে। তাই এই অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা বা তারা রাত্রি। তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে।

পঞ্জিকা অনুযায়ী

Advertisment

২০২৫ সালে পঞ্জিকা অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে ২২ আগস্ট, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে। তিথি শেষ হবে ২৩ আগস্ট, শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটে। উদয় তিথি অনুযায়ী পালিত হবে শনিবার। এই কৌশিকী অমাবস্যায় ৫টি বিশেষ কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাস্ত্র মতে এই দিনে কিছু সহজ কাজ করলেই জীবনের বাধা দূর হবে এবং শুভ ফল লাভ হবে।

আরও পড়ুন- কখন লাগছে কৌশিকী অমাবস্যা, পুজোর বিশেষ তিথি সম্পর্কে জানুন বিস্তারিত

Advertisment

সেই কাজগুলোর প্রথমটি হল, দুর্গামন্ত্র জপ। এই মন্ত্র জপ করলে দেবী কৌশিকীর আশীর্বাদ লাভ হয়। পাশাপাশি, এই তিথিতে সন্ধেবেলায় বাড়ির প্রধান দরজার ডান পাশে সর্ষের তেলে দক্ষিণমুখী প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখলে অশুভ শক্তি দূর হয় বলে কথিত আছে। 

আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়

এর পাশাপাশি, একচামচ দুধ সন্ধেবেলায় কোনও গর্তে বা কুয়োয় ঢাললে জীবনের নেতিবাচকতা দূর হয় বলে মনে করা হয়। আবার একটি নারকেল ফুটো করে তার জল ফেলে দিয়ে তাতে চিনি ভরে মাটিতে পুঁতে দিলে অশুভ শক্তির বিনাশ হয়। এদিন বাড়ি থেকে সব ছেঁড়া জামাকাপড় সরিয়ে ফেলতে হয়। ছেঁড়া কাপড় সংসারে অমঙ্গল ডেকে আনে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- শুঁড় থেকে কান, গণেশের শরীরের প্রত্যেক অংশের আলাদা রহস্য, জানেন সেটা?

কৌশিকী অমাবস্যায় রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। সেগুলো হল- তুলসী পাতা তুলবেন না, সদর দরজার সামনে অন্ধকার রাখবেন না, আমিষ খাবার খাবেন না, কাউকে কটু কথা বলবেন না, ঝগড়া এড়িয়ে চলুন, ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলুন, মিথ্যা কথা বলবেন না।

আরও পড়ুন- বিশ্ব প্রবীণ নাগরিক দিবস! আদৌ ভালো আছেন এদেশের প্রবীণরা?

মনে রাখতে হবে, কৌশিকী অমাবস্যা মূলত মা তারা ও দেবী কৌশিকী-র পূজার দিন। এই দিনে ভক্তি ও নিয়ম মেনে পূজা করলে জীবনে অমঙ্গল সরে গিয়ে মঙ্গলময় ফল আসে। বিশেষ করে যারা তন্ত্রসাধনায় যুক্ত, তাঁদের কাছে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Kaushiki Amavasya 2025