Advertisment

Daily Hoproscope, 20 June 2022: কর্মক্ষেত্রে বিরাট সুখবর পাবেন এই রাশির জাতকরা! পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces

সোমবার রাশিফল

মেষ/ Aries  রাশিফল Rashifal ( March 21 - April 20 )

Advertisment

শরীরের দিকে ধ্যান দিন। বেশি চাপ নেবেন না। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন। প্রেমের থেকে দূরে থাকুন। সমগ্র জীবনে অনেক কিছু বদলাবে। কর্মক্ষেত্রে নানা কিছু থাকবে। দিনটিতে মাথা গরম করবেন না।

বৃষ/ Taurus  রাশিফল Rashifal ( April 21 - May 21 )

স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। টাকাকড়ি পরিশোধ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। উত্তেজনা খুব খারাপ। প্রেমের থেকে সরিয়ে নিন নিজেকে। কর্মক্ষেত্রে এক অদ্ভুত সুযোগ পাবেন। পুরনো দিনের কথা মনে করে হতাশ হবেন না।

মিথুন/ Gemini  রাশিফল Rashifal ( May 22 - June 21 )

স্বাস্থ্য ভাল থাকবে। টাকা ব্যয় হবে। প্রিয়জনের থেকে আঘাত পাবেন। মতপার্থক্য থাকবে। কর্মক্ষেত্রে কিছু জিনিষ দারুণ চমৎকার থাকবে। মেজাজ সারাদিন ভাল থাকবে। আজ বাড়িতে অনেক কিছু ভাল থাকবে।

আরও পড়ুন বিজেপি অফিসে চৌকিদারি করবে অগ্নিবীররা! কেন্দ্রের মতলব ফাঁস করে দিলেন কৈলাস বিজয়বর্গীয়

কর্কট/ Cancer রাশিফল Rashifal  ( June 22 - July 23 )

বেশি গাফিলতি করবেন না কোনও জিনিস নিয়ে। আজ আর্থিক ক্ষতি হতে পারে। অন্যদের কথা মেনে নিয়ে বিনিয়োগ করুন। মনোযোগের কেন্দ্রে অনেক কিছুই রয়েছে। নিজেকে আগের থেকে বেশি ঝালিয়ে নিন। অনেকেই আপনার সাহায্যের জন্য আসবে। কর্মক্ষেত্রে আপনার পক্ষে অনেক কিছু থাকবে।

সিংহ/ Leo রাশিফল  Rashifal  ( July 24 - August 23 )

মনোযোগী হন। কেউ যেন আপনার সুযোগ না নেয়। চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে অনেক কিছুই কার্যকর হবে। বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। অর্থ সমস্যা আজ কমবে। কর্মক্ষেত্রে আজ অনেক কিছুই আপনার পক্ষে থাকবে। রোমান্টিক প্রভাব থাকবে।

আরও পড়ুন আজব কাণ্ড! নিজের বিয়েতেই এলেন না বিধায়ক, কাঁদতে কাঁদতে থানায় ছুটলেন কনে

কন্যা/ Virgo রাশিফল Rashifal  ( August 24 - September 23 )

সামনের দিকে এগিয়ে আসুন। শখ পূরণ করবেন। যে কাজে মন রয়েছে সেটাই করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি করা দরকার। সুবিধা পাবেন অনেকের থেকে। বন্ধুত্বের খাতিরে অনেক কিছুই করবেন। কাছের মানুষের থেকে আজকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের আগে সকলের পরামর্শ নিন।

তুলা/ Libra রাশিফল Rashifal  ( Sept 24 - Oct 23)

কর্মব্যস্ত দিন। আর্থিক ভাবে সচ্ছল থাকবেন। বাড়ির বাইরে আজকে না বেরলেই ভাল। প্রত্যাশা অনুযায়ী লাভ পাবেন না। প্রেমে যন্ত্রণা থাকবে। কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। সহকর্মীরা আজ আপনার প্রশংসা করবেন। উৎসাহ কম করলে চলবে না।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal  ( Oct 24 - Nov 22 )

সক্রিয় থাকুন। স্বাস্থ্য আজ ভাল থাকবে। পরিচিত মানুষদের সঙ্গে সময় কাটান। নতুন উপার্জনের উৎস খুঁজে নিন। ব্যক্তিগত সমস্যা দূরে করতে হবে। অন্যের থেকে উপদেশ নিয়েও কাজ করতে পারেন। কাজের জায়গায় বেশি লেনদেন ভাল না। পরিবারে থেকে সাহায্য পাবেন।

আরও পড়ুন ‘কিছু বলার আগে দু’বার ভাবব’! কাশ্মীরি পণ্ডিত-গোমাংস বিতর্কে ড্যামেজ কন্ট্রোল সাই পল্লবীর

ধনু/ Sagitarious  রাশিফল Rashifal  ( Nov 23 - Dec 22 )

নিজের আচরণ ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী। অতিরিক্ত উত্তেজনা ভাল না। বিশ্বাস করলেও সবাইকে সত্যি বলার দরকার নেই। আগত সমস্যায় আজ মুশকিলে পড়বেন। সকলের সঙ্গে কথা বলার আগে সাবধান। বিশ্রামের সময় স্বল্প।

মকর/ Capricorn  রাশিফল Rashifal ( Dec 23 - Jan 20 )

আত্মীয়দের থেকে আজ দূরেই থাকুন। নিজের ভাগ্য আপনাকে নিজেকেই লিখতে হবে। বিবেচনা না করে কাজ করবেন না। ভবিষ্যতে বড় সমস্যা থাকবে। আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। নিজের দক্ষতা দিয়েই কাজ করুন। সম্পর্কের দিকে অনেক গুরুত্ব দরকার, সেটা দিতে শিখুন।

কুম্ভ/ Aquarious  রাশিফল Rashifal ( Jan 21 - Feb  19 )

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুশকিলে পড়বেন। অর্থের অভাব থাকবে। মতবিরোধ থাকবে। পরিবারের সঙ্গে ঝামেলা করবেন না। নতুন সদস্যের সঙ্গে কথা বলুন। নিজের চেহারা ভাল রাখার চেষ্টা করুন। ব্যবসায় ভাল দিন। অলস হবেন না। আকস্মিক সফরে আজ অনেক কিছু পাবেন। প্রেমের পক্ষে ভাল দিন আজ।

আরও পড়ুন বাংলার ‘মিষ্টি গল্প’: কলকাতার এই দোকানে মিষ্টি বানান মহিলারাও, নেপথ্যের গল্প শোনালেন ‘বস লেডি’

মীন/ Pisces  রাশিফল  Rashifal ( Feb 20 - Mar 20 )

অকপট এবং নির্ভীক মতামত থাকলেই ভাল। অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। টাকার প্রতি বেশি লোভ ভাল নয়। আত্মীয়দের থেকে অনেক কিছু পাবেন। ভালবাসার মানুষের অনুভূতি বুঝুন। স্ত্রীর সঙ্গে আজ ভাল ব্যবহার করবেন, নইলে মুশকিল।

Singha Rashifal 2022 ( সিংহ রাশিফল ) Makar Rashifal 2022 (মকর রাশিফল ) Karkat Rashifal 2022 ( কর্কট রাশিফল ) Kumbha Rashifal 2022 ( কুম্ভ রাশিফল ) Mesh Rashifal 2022 ( মেষ রাশিফল ) Tula Rashifal 2022 ( তুলা রশিফল ) Kanya Rashifal 2022 ( কন্যা রাশিফল ) Vrischik Rashifal 2022 ( বৃশ্চিক রাশিফল ) Vrish Rashifal 2022 ( বৃষ রাশিফল ) Meen rashifal 2022 ( মীন রাশিফল ) Dhanu Rashifal 2022 ( ধনু রাশিফল )
Advertisment