/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today Wednesday Horoscope, 17 September, 2025: বুধবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 17 September 2025: আজকের দিনে গ্রহ-নক্ষত্রের বিশেষ যোগে অনেকের জীবনেই রয়েছে পরিবর্তনের ইঙ্গিত। চিন্তা ও সৃজনশীলতার দ্বার খুলবে। যা বেছে নেওয়াই মূল চ্যালেঞ্জ।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আপনার প্রধান মনোযোগ থাকবে ব্যক্তিগত সৃজনশীলতায়। অতীতে যেভাবে কাজ করেছেন, সেখান থেকেই ভবিষ্যতের জন্য ক্লু মিলবে। শিল্প, সাহিত্য, সংগীত বা যে কোনো সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে।
আরও পড়ুন- প্রায় ৯০ শতাংশ ভক্ত বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত জানেন না, জানুন সেই রহস্য
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বন্ধু বা কাছের মানুষদের ইচ্ছার সঙ্গে মানিয়ে চলতে হবে। একা থাকা আপনার জন্য সমাধান নয়। প্রেমজ জীবনে অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে বাস্তবতাকে গ্রহণ করলে সম্পর্ক মজবুত হবে।
আরও পড়ুন- বিশ্বকর্মার সঙ্গে পুজো পেতেন এই কলকাতায়, তাঁর ছেলেরা ছিলেন রামায়ণেও!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
পরিবার ও ঘরোয়া সম্পর্কের দিকে মনোযোগ দিন। অতীত নিয়ে পড়ে না থেকে সাহস ও আশাবাদ নিয়ে এগোতে হবে। দোষারোপ না করে সমস্যা সমাধান করার চেষ্টা করুন।
আরও পড়ুন- বাঙালি, অবাঙালি বিশ্বকর্মার চেহারা একদম আলাদা, কারণটা কী?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার ইচ্ছেমতো কাজ না হলে মন খারাপ হতে পারে। তবে যদি দায়িত্বে আপনাকে চ্যালেঞ্জিং কাজ দেওয়া হয়, আপনি সেরাটা দিতে পারবেন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস দেখাতে হবে।
আরও পড়ুন- বিশ্বকর্মা আর বেহুলার যোগাযোগ হয়েছিল কীভাবে? জানুন কাহিনি
সিংহ/ Leo রাশিফল Rashifal
পরিবার ও ঘরোয়া বিষয়কে অগ্রাধিকার দিন। সম্পর্কের জট খুলতে ধৈর্য ধরে কথা বলুন। কাছের মানুষদের মানসিকভাবে সাপোর্ট করলে তাঁরাও আপনাকে ভরসা দেবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
ভাগ্য যেন হাতছাড়া মনে হলেও হতাশ হবেন না। সঙ্গীর জন্য হয়তো সামনে সুযোগ আসছে। এটিকে নেতিবাচক না ভেবে নিজের ভেতরের শক্তি ও জ্ঞানকে আবিষ্কারের সুযোগ নিন।
তুলা/ Libra রাশিফল Rashifal
অনেক সময় আপনি মনে করেন অন্যরা আপনার কদর করছে না। আজই সেই সময় যখন আপনি নিজের অবস্থান বোঝাতে পারবেন। সম্পর্ক হোক বা কাজের জায়গা—নিজেকে গুরুত্ব দিতে শিখুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ আপনি নিয়ন্ত্রণের আসনে। সাফল্য আসবে, তবে মনে রাখুন—শুধু নিজের নয়, অন্যদের স্বার্থও দেখা জরুরি। তাঁদের সাহায্য করলে ভবিষ্যতে আপনিও সহায়তা পাবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
কোনো রহস্য বা ভুল বোঝাবুঝি আজ পরিষ্কার হবে। তবে অন্যের নয়, আপনারই কল্পনা বা ভুল ধারণা দায়ী হতে পারে। মন শান্ত রাখলে সত্য বোঝা সহজ হবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আপনার অগ্রগতি অনেকটাই নির্ভর করবে অন্যদের সঙ্গে সম্পর্কের ওপর। অফিস হোক বা ব্যবসা—পুরনো অভিজ্ঞতা নতুন সিদ্ধান্তে প্রভাব ফেলবে। আবেগকে সামলে চললে সুবিধা পাবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
নিজেকে বিনয়ী ভেবে পিছিয়ে থাকবেন না। উচ্চাকাঙ্ক্ষার দিকে এগোলে বড় সুযোগ হাতছাড়া হবে না। আজকের পদক্ষেপ আপনাকে ভবিষ্যতে সম্মান এবং স্বীকৃতি এনে দেবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
কল্পনায় ভেসে থাকার বদলে বাস্তব জীবনে নজর দিন। মনে হতে পারে অন্য কোথাও সুযোগ বেশি, কিন্তু বাস্তবতাকে গ্রহণ করলে আনন্দ আসবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us